WBPSC Veterinary Officer Recruitment 2022

wbpsc veterinary officer recruitment 2022

WBPSC Veterinary Officer recruitment 2022-2023, Apply Online For 158 Posts | WBPSC ভেটেরিনারি অফিসার নিয়োগ 2022-2023, 158 টি পদের জন্য অনলাইনে আবেদন করুন

রাজ্য সরকারের অ্যানিম্যাল রিসোর্সেস ও অ্যানিম্যাল হেলথ দফতরে কাজের জন্য ‘ভেটেরিনারি অফিসার’ পদে 158 জন ছেলেমেয়ে নিচ্ছে। ভেটেরিনারি সায়েন্স অ্যান্ডঅ্যানিম্যাল হাজবেন্ড্রির ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য। ভেটেরিনারি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়স: বয়স হতে হবে01-01-2022 এর হিসাবে 36 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ও.বি.সি. রা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে : 56,100-1,44,300 টাকা।
শূন্যপদ : 168 টি (জেনাঃ 90, তঃজাঃ 31, তঃউঃজাঃ 8, ও.বি.সি.-এ ক্যাটেগরি 17, ও.বি.সি. -বি ক্যাটেগরি 12, প্রতিবন্ধী 14)।

 এই পদের বিজ্ঞপ্তি নং : 16/2022.

প্রার্থী বাছাই: প্রার্থী বাছাই করবে ‘West Bengal Public Service Commission’. এজন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পি.এস.সি. কর্তৃপক্ষ পরে জানাবে।

WBPSC Veterinary Officer recruitment 2022 Apply Online | অনলাইন আবেদন

অনলাইন আবেদন: দরখাস্ত করবেন অনলাইনে, 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.pscwbapplication.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে 20 থেকে 50 কে.বি.’র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই.’তে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নেবেন।

পরীক্ষা ফী: পরীক্ষা ফী বাবদ 210 (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা দিতে হবে। টাকা অনলাইনে বা, অফলাইনে দিতে পারবেন। অফলাইনে টাকা দিতে পারবেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালানে, 21 ফেব্রুয়ারির মধ্যে। চালান ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে টাকা জমা দিতে চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন। দরখাস্ত এডিট করতে পারবেন 1 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত।

অফিসিয়াল ওয়েবসাইট: www.pscwbapplication.in

 

Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *