WBPSC Food SI Apply Online 2023

https://www.winnerwe.com/

WBPSC Food SI Apply Online 2023, Direct Application Link | WBPSC Food SI অনলাইনে আবেদন করুন 2023, সরাসরি আবেদনের লিঙ্ক

WBPSC Food SI Apply Online 2023 : WBPSC Food SI অনলাইনে আবেদন 2023 শুরু হয় 23 আগস্ট 2023 @wbpsc.gov.in। প্রার্থীরা নিবন্ধে দেওয়া লিঙ্কের মাধ্যমে WBPSC Food SI অ্যাপ্লিকেশন ফর্ম 2023 পূরণ করতে পারেন। এখানে আবেদন করার ধাপগুলি দেখুন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBPSC Food SI আবেদনপত্র পূরণ করতে পোর্টালটি সক্রিয় করা হয়েছে। যেসব প্রার্থীরা ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চান তারা 23শে আগস্ট 2023 থেকে অফিসিয়াল ওয়েবসাইট @wbpsc.gov.in-এ তা করতে পারেন।
WBPSC Food SI আবেদনের 2023-এর শেষ তারিখ হল 20শে সেপ্টেম্বর 2023৷ যে সমস্ত প্রার্থীরা WBPSC Food SI-এর পদের জন্য অনলাইনে আবেদন করতে চান তাদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (নীচে দেওয়া) রেজিস্ট্রেশন করতে হবে৷ এমনকি যারা আগে একই ওয়েবসাইটে নথিভুক্ত হয়েছেন তাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে। WBPSC Food SI Apply 2023 সংক্রান্ত যে কোনো নতুন আপডেট এখানে উল্লেখ করা হয়েছে। আরও জানতে নীচে পড়ুন।

পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন ১৭ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এর আগে ১০ মে পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করে এই পদে নিয়োগের কথা জানিয়েছিল। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হবে তা নিয়ে বিস্তারিত ভাবে নিবন্ধে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত ভাবে জানতে নিয়মিত লক্ষ্য রাখুন।
বিস্তারিত তথ্য পাবেন ২৩ আগস্ট, পি.এস.সি’র এই ওয়েবসাইটে : https://wbpsc.gov.in

WBPSC Food SI Apply Online 2023 Overview | এক নজরে 

WBPSC Food SI-এর জন্য একটি নির্দেশমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া 23শে আগস্ট 2023 থেকে শুরু হয়েছে । অনলাইনে WBPSC Food SI আবেদন সংক্রান্ত যেকোন নতুন বিবরণ এখানে উল্লেখ করা হয়েছে। নীচের সারণীতে WBPSC Food SI 2023-এর বিশদ বিবরণ দেখুন।

OrganizationWest Bengal Public Service Commission
Post NameSI in the Subordinate Food & Supplies Service, Grade III
Registration Date23rd August 2023 Onwards
Application ModeOnline
Vacancies900+
Job LocationWest Bengal
Official Websitewbpsc.gov.in

আরও পড়ুন: WBPSC Food SI Recruitment 2023 Notification

WBPSC Food SI 2023 Apply Online | অনলাইনে আবেদন 

দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে, ২৩ আগস্ট থেকে।

এই ওয়েবসাইটে : https://wbpsc.gov.in

এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কে.বি.’র মধ্যে স্ক্যান করে নেবেন।

ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই.তে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ নির্দিষ্ট টাকা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পারেন ওই ওয়েবসাইটে।

WBPSC Food SI Apply Online 2023 Application Fee | আবেদন ফি

WBPSC Food SI Apply Online 2023 Application Fee: আবেদন ফি অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করা যেতে পারে যা কমিশন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। এই ফি ফেরতযোগ্য নয় । এখানে WBPSC Food SI আবেদনের ফি দেখুন।

CategoryApplication Fees
GeneralRs. 110/-
SC/ST/PWD of West BengalNIL

WBPSC Food SI Application Date 2023 | আবেদন-এর তারিখ

প্রার্থীদের WBPSC Food SI অনলাইন আবেদন 2023-এর জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত। নিম্নলিখিত সারণীতে গুরুত্বপূর্ণ তারিখের তালিকা রয়েছে। WBPSC Food SI অনলাইনে আবেদনপত্র পূরণের তারিখ জানানো হয়েছে। WBPSC Food SI 2023 গুরুত্বপূর্ণ তারিখ এবং ইভেন্ট সম্পর্কিত প্রতিদিনের আপডেট পেতে এই পৃষ্ঠাটি নজর রাখুন।

EventsDates
WBPSC Food SI Recruitment 2023 Short Notice10th May 2023
WBPSC Food SI Application Start Date 202323rd August 2023
WBPSC Food SI Application Last Date 2023 and last date to pay online Fee20th September 2023
Last Date to pay the application fee (Offline)21st September 2023

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *