WBPSC ক্লার্কশিপ সিলেবাস 2023 এবং পরীক্ষার প্যাটার্ন, PDF ডাউনলোড করুন। WBPSC Clerkship Syllabus 2023 and Exam Pattern, Download PDF
WBPSC Clerkship Syllabus 2023: পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’ পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করেছে। পশ্চিম সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, জেলা অফিসার ও অন্যান্য কাজের জন্য ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’ পদে নিয়োগ করা হয়।
এই এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর: 13/2023
পাবলিক সার্ভিসে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট: www.pscwbonline.gov.in, www.pscwbapplication.in
এই নিবন্ধে পরীক্ষার সিলেবাস সহ পরীক্ষার প্যাটার্ন এবং পরীক্ষার প্রস্তুতির সহায়ক রূপরেখা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক , গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য।
কমিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরেজি টাইপিং -এ মিনিটে অন্তত ২০ টি শব্দ অথবা বাংলা টাইপিং-এ অন্তত ১০টি শব্দ তোলার স্পিড থাকতে হবে।
Click To Check: WBPSC ক্লার্কশিপ বিজ্ঞপ্তি 2023
যেসব যোগ্য প্রার্থীরা WBPSC Clerkship Recruitment 2023-এর জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছেন তাদের অবশ্যই WBPSC Clerkship Syllabus এবং Exam Pattern সম্পর্কে অবগত থাকতে হবে যাতে আসন্ন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়।
WBPSC Clerkship Syllabus 2023- Overview | একনজরে
পশ্চিমবঙ্গ ক্লার্ক পদের জন্য প্রার্থীদের বাছাই করা হবে নির্বাচন প্রক্রিয়ার 3টি ধাপের উপর ভিত্তি করে যেমন লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে, পার্ট 1 এবং পার্ট 2. প্রথম ও দ্বিতীয় পড়তে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার জ্ঞান ও টাইপিং টেস্ট। সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন প্রার্থীদের জানতে সাহায্য করবে পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীদের কোন বিষয়গুলি কভার করতে হবে।
WBPSC Clerkship Syllabus 2023- Overview
Recruitment Body West Bengal Public Service Commission (WBPSC)
Posts Clerk
Category Syllabus
Exam Level State-Level
WBPSC Clerkship Exam Date June 2024
Mode of Exam Online
Time Duration Part 1- 90 minutes
Part 2- 60 minutes
Marking Scheme Part 1- 100 marks
Part 2- 100 marks
Negative Marking Part 1- 0.25 marks
Selection Process Part 1, Part 2 and Typing Test
Official website www.wbpsc.gov.in
WBPSC Clerkship Selection Process 2023 | প্রার্থী বাছাই প্রক্রিয়া
WBPSC ক্লার্কশিপ 2023 পরীক্ষা দুটি পর্যায়ে পরিচালিত হবে: পার্ট I , প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ-এর এবং পার্ট II, প্রশ্ন হবে ডেস্ক্রিপটিভ টাইপ-এর ।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রথমে পার্ট-১ পরীক্ষা পরিচালনা করবে। শুধুমাত্র সীমিত সংখ্যক প্রার্থী যারা পার্ট I পরীক্ষায় যোগ্যতা অর্জন করবে তাদেরকে দ্বিতীয় পার্ট, পার্ট-২ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। প্রার্থীদের তাদের কম্পিউটার জ্ঞান এবং টাইপিং ক্ষমতা মূল্যায়ন করার আগে পার্ট I এবং Part II-এ যোগ্যতা অর্জন করতে হবে।
WBPSC Clerkship Selection Process 2023
Parts Details
Part 1 100 Objective Type Questions
1 mark for correct answers and deduction of 0.25 marks for wrong answer
Subjects- English, General Studies and Arithmetic
Part 2 Written Examination
Groups- English and Bengali/Hindi/Urdu/Nepali/Santali
Computer Knowledge and Typing Ability Only for candidates qualified in Part-I and Part-II
WBPSC Clerkship Part 1 Exam Pattern 2023 | পরীক্ষার প্যাটার্ন পার্ট 1
প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: (ক) ইংরিজি-৩০ নম্বর, (খ) জেনারেল স্টাডিজ-৪০ নম্বর, (গ) অ্যারিথমেটিক – ৩০ নম্বর। সময় থাকবে দেড় ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
WBPSC Clerkship Part 1 Exam Pattern 2023
Subjects No. of Questions Marks Duration
English Language 30 30 1 hour and 30 minutes (90 minutes)
Arithmetics 30 30
General Studies 40 40
Total 100 100
WBPSC Clerkship Part 2 Exam Pattern 2023 | পরীক্ষার প্যাটার্ন পার্ট 2
দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের। এইসব বিষয়ে: (ক) ইংরিজি / প্য -৫০ নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরিজিতে অনুবাদ করা। (খ) বাংলা/হিন্দি / নেপালী / নম্বর উর্দু/সাঁন্তাড়-৫০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, বা, প্রেসি লেখা, ইংরিজি থেকে বাংলায় অনুবাদ করা।
WBPSC Clerkship Part 2 Exam Pattern 2023
ubjects Marks Duration
Group A- English 50 1 hour (60 minutes)
Group B- Bengali/Hindi/Urdu/Nepali/Santali 50
Total 100
প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ/পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলী ও ও.বি.সি.’দের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। প্রথম পার্টের পরীক্ষায় ইংরিজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিম, অ্যান্টোনিম ও শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান ও ভারত- সহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা কর ও ইংরিজিতে। পরীক্ষা দুটি পার্টের একই দিনে হবে।
চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট-১, পার্ট-২ ও কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে। কোনও ইন্টারভিউ নেই।
WBPSC Clerkship Syllabus 2023- FAQs | প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
WBPSC Clerkship Syllabus 2023- FAQs
Click Here to Download: WBPSC ক্লার্কশিপ সিলেবাস
আরও পড়ুন: WBPSC ক্লার্কশিপ 2023 কেমন হবে পরীক্ষার প্রস্তুতি?