WBPSC Clerkship Preparation Tips

পশ্চিমবঙ্গ সরকার পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ প্রস্তুতির টিপস | WBPSC Clerkship Preparation Tips 

WBPSC Clerkship Preparation Tips: পশ্চিমবঙ্গ সরকার পাবলিক সার্ভিস কমিশন ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলে সাফল্য আসবে, এর একটি রূপরেখা এই নিবন্ধে তুলে ধরা হয়েছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে ‘লোয়ার ডিওভিশন ক্লার্ক’ পদে চাকরির দরখাস্ত নেওয়া শুরুও হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের কাছে এক সুবর্ণ সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা প্রকাশিত না হলেও জানা যাচ্ছে, প্রায় ৬০০০-এর মতো শূন্যপদ রয়েছে।

এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং: 13/2023
পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট:

www.pscwbapplication.in, www.pscwbonline.gov.in, 

দরখাস্ত নেওয়ার শেষ তারিখ? ২০২৩, ৮ ডিসেম্বর থেকে ক্লার্কশিপ পরীক্ষার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে?
প্রার্থীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবে।
মাধ্যমিক পাশ বা সমতুল ডিগ্রি থাকা প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। বয়স? প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী, তপশিলি জাতি/ উপজাতি/ ওবিসিরা বয়সসীমার ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন।

পরীক্ষা কেমন হবে? ২টি ধাপে বা পর্যায়ে এই পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে, অবজেকটিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে মূলত ৩টি বিষয়ের ওপর ভিত্তি করে। এগুলি হল English, Arithmetic ও General Studies.
English থেকে থাকবে ৩০টি প্রশ্ন, Arithmetic থেকে থাকবে ৩০টি প্রশ্ন আর General Studies থেকে থাকবে ৪০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা যার জন্য বরাদ্দ সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
প্রশ্ন কেমন হবে? মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে।
English এর ক্ষেত্রে Grammar, Sentence Structure, Synonym, Antonym, Voice Change, Narration Change ইত্যাদি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে।
General Studies এর ক্ষেত্রে ভারতের ইতিহাস, ভূগোল, প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞান, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে।
Arithmetic পার্টে Partnership, Average, Simplification, Profit & Loss, Geometry, Ration Proportion ইত্যাদি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে।
পার্ট ২ বা দ্বিতীয় বিভাগের পরীক্ষা পুরোটাই বিষয় ভিত্তিক বা Descriptive. Group-A তে থাকবে English ও Group-B তে থাকবে Bengali অথবা Urdu বা Nepali বা Santhali ভাষা থেকে প্রশ্ন।
বরাদ্দ নম্বর: দুটি গ্রুপেরই বরাদ্দ নম্বর হচ্ছে ৫০ করে অর্থাৎ মোট নম্বরের পরীক্ষা হবে। এই বিভাগের জন্য বরাদ্দ সময় ১ ঘণ্টা। English ও Bengali উভয়ক্ষেত্রেই Report বা প্রতিবেদন লেখা, Precis বা সারাংশ লেখা ও Translation বা অনুবাদ এই বিষয় থেকে প্রশ্ন থাকবে।
কম্পিউটার টাইপিং দক্ষতা যাচাই: পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষায় পাশ করলে চাকরী প্রার্থীদের Computer বিষয়ে দক্ষতা ও টাইপিং এর দক্ষতা যাচাই করা হবে। এই বিভাগে পাশ করলে চূড়ান্ত মেধাতালিকায় প্রার্থীর নাম বেরোবে। দীর্ঘদিন পর বিজ্ঞপ্তি বেরোনোয় এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হওয়ায় আবেদনকারীর সংখ্যা প্রচুর পরিমাণে থাকবে। সঠিক পদ্ধতি ও নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
প্রস্তুতির রূপরেখা তৈরি করে এবং সঠিক প্রস্তুতি এনে দিতে পারে নিশ্চিত সাফল্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *