WBPSC Clerkship Notification 2023 Out, Registration Starts | WBPSC ক্লার্কশিপ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত, রেজিস্ট্রেশন শুরু
WBPSC Clerkship Recruitment 2023 বিজ্ঞপ্তি ক্লার্কশিপ পদের জন্যর PDF প্রকাশিত হয়েছে। WBPSC ক্লার্কশিপ শূন্য পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া www.wbpsc.gov.in-এ শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’ পদে প্রায় ৬,০০০ শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে।
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিক , গ্র্যাজুয়েট বা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়ে রাও আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ২০টি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ১০টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বয়স হতে হবে ১- ১-২০২৩’এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম- তারিখ হতে হবে ২-১-৮৩ থেকে ১-১-২০০৫’র মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের। প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা (৪০% ও তার বেশি হলে) ৫ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা ‘জেনারেল কাস্টে’র প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন।
মূল মাইনে: ২২,৭০০-৫৮,৫০০ টাকা।
WBPSC Clerkship Notification 2023- Overview | এক নজরে
WBPSC Clerkship Notification 2023- Overview
Name of the Authority West Bengal Public Service Commission(WBPSC)
Post Name Clerkship
WBPSC Clerkship Recruitment 2023 Notification 4th December 2023
Vacancy TBA
Mode of Application Online
Application Dates 8th December to 29th December 2023 (up to 3:00 P.M.)
Application Fees Rs.110/-
Educational Qualification Madhyamik Pass
Age Limit 18 to 40
Salary Rs.22,700/- to Rs. 58,500/-
Selection Process
Part-I (Objective Type)
Part II (Conventional Type –Written)
Typing Test
Job Location West Bengal
Official Website www.wbpsc.gov.in
Click To Download: WBPSC Clerkship Notification 2023 PDF
প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন’ । ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। দু’টি ব্যাচে, দু’টি হাফে। পরীক্ষা হবে আগামী বছর জুনে। লিখিত পরীক্ষা হবে দু’টি পার্টে।
প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ জন্য টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে:
(ক) ইংরিজি – ৩০ নম্বর (খ) জেনারেল স্টাডিজ-৪০ নম্বর (গ) অ্যারিথমেটিক-৩০ নম্বর। সময় থাকবে দেড় ঘন্টা।
দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের। এইসব বিষয়ে : (ক) ইংরিজি -৫০ নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরিজিতে অনুবাদ করা। (খ) বাংলা/হিন্দি/ নেপালী / উর্দু/সাঁন্তাড়-৫০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, ইংরিজি থেকে বাংলায় অনুবাদ করা। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং: 13/2023.
WBPSC Clerkship Recruitment 2023 Important Dates | গুরুত্বপূর্ণ তারিখ
Event Important Dates
WBPSC Clerkship Recruitment 2023 Detailed Notification Released Date 4th December 2023
Commencement of submission of online application 8th December 2023
Closing date for submission of online application 29th December 2023 (up to 3:00 P.M.)
Closing date for submission of fees through online 29th December 2023 (up to 3:00 P.M.)
Closing date for submission of fees through offline 30th December 2023
WBPSC Clerkship Recruitment 2023 Exam June 2024 (Tentatively)
দরখাস্ত করবেন অনলাইনে, ৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এই ওয়েবসাইটে: www.pscwbonline.gov.in, www.pscwbapplication.in
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি, থাকতে হবে।
এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কে.বি.’র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই ‘তে।
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেইনাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১১০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা দিতে হবে। টাকা অনলাইনে বা, অফলাইনে দিতে পারবেন। অনলাইনে টাকা জমা দিতে পারবেন ২৯ ডিসেম্বরের মধ্যে আর অফলাইনে টাকা দিতে পারবেন ৩০ ডিসেম্বরের মধ্যে।
আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
WBPSC Clerkship Notification 2023 FAQs
WBPSC Clerkship Notification 2023 FAQs