
WBPSC Audit and Accounts Service 2022 Recruitment
WBPSC Audit and Accounts Service 2022 Recruitment: পশ্চিমবঙ্গ সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস’-এর জন্য ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। নিয়োগ করা হবে 2022 সালের ‘ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস’ পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাই করবে ‘পাবলিক সার্ভিস কমিশন’।
শিক্ষাগত যোগ্যতা: কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চাটার্ড ও কষ্ট অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরাও আবেদন করাত যোগ্য। এম.বি.এ./ পি.জি.দি.এম.(ফিনান্স) কোর্স পাশরাও যোগ্য।এন.সি.টি.ই.’র অনুমোদিত সংস্থা থেকে ফিন্যান্সের 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী কোর্স পাশ হলেও যোগ্য।
বয়স: বয়স হতে হবে 01-01-2022’এর হিসাবে 21 থেকে 36 বছরের মধ্যে অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে 02-01-1986 বা তারপর।
আবেদন অনলাইনে: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 14-12-2022। আবেদনের শেষ তারিখ 04-01-2023।
প্রার্থী বাছাই পরীক্ষা: প্রার্থী বাছাই করবে ‘পাবলিক সার্ভিস কমিশন’। 2022 সালের ‘ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস’ পরীক্ষার মাধ্যমে।
প্রথমে ‘প্রিলিমিনারি পরীক্ষা’ । প্রিলিমিনারি পাশ করলে ‘মেইন পরীক্ষা’।
সফল ছেলে-মেয়েদের 200 নম্বরের ‘পার্সোনালিটি টেস্ট’ হবে।
বিজ্ঞপ্তি নং : 13/2022
অফিসিয়াল ওয়েবসাইট: www.wbpsc.org.in
Click Here