WB TET Syllabus 2023

WB TET Syllabus 2023 and Exam Pattern | পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট সিলেবাস, পরীক্ষার ধরণ| Download PDF

WB TET Syllabus 2023 : পশ্চিমবঙ্গের সব জেলার সরকারি শিক্ষাগত সাহায্যপ্রাপ্ত / পোষিত প্রাথমিক /নিম্নবুনিয়াদী বিদ্যালয় গুলিতে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) ‘প্রাইমারি টিচার’ পদে চাকরির জন্য ২০২৩ সালের ‘টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা, টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এবার এই ‘টেট হবে ১০ ডিসেম্বর, রবিবার।

পশ্চিমবঙ্গ রাজ্য ভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলির একটি রূপরেখা এখানে বিশদভাবে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড (WBBPE) WB TET  সিলেবাস পেপার I এবং পেপার II বিষয়গুলি পিডিএফ ফর্ম্যাটে এখানে উপলব্ধ রয়েছে । প্রার্থীদের অবশ্যই সিলেবাসের বিষয় এবং পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার প্যাটার্ন ভালোভাবে বুঝে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

WB TET 2023  পরীক্ষার্থী এই ওয়েব সাইট এ সিলেবাস-এর বিস্তারিত বিবরণ  পিডিএফ (PDF) আকারে ডাউনলোড করতে পারবে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সমস্ত তথ্য সহ প্রস্তুতি সংক্রান্ত কার্যকরী টিপস এই সাইটে বিস্তারিত ভাবে পাবে। পরীক্ষায় মার্ক বিভাজন, সিলেবাসভিত্তিক প্রশ্নের ধরন বিষয়ে নিখুঁত জ্ঞান থাকলে এবং সময়ের সদ্ব্যবহার করে পড়াশোনা করলে চাকরি পাবে নিঃসন্দেহে।

সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন নীচে বিস্তারিতভাবে দেওয়া হল:

WB TET 2023 Syllabus and Exam Pattern 

WB TET 2023 সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী দুটি পেপার থাকবে।
পেপার I: শ্রেণী ১ থেকে শ্রেণী ৫ এর জন্য
পেপার II: শ্রেণী ৬  থেকে শ্রেণী ৮ এর জন্য

WB TET প্রাথমিক পরীক্ষার সিলেবাস অনুসারে, পেপার Iএবং পেপার II-এ কভার করা বিষয়গুলি নীচে বর্ণনা করা হয়েছে:-

পেপার I | Paper I
1) শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা
2) ভাষা-I: ইংরেজি
3) ভাষা-II: বাংলা
4) গণিত
5) এনভায়রনমেন্টাল স্টাডিজ

পেপার II | Paper II
1) শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা,
2) ভাষা-I,
3) ভাষা-II,
4) গণিত এবং বিজ্ঞান বা সামাজিক অধ্যয়ন

দ্বিতীয় পত্রের জন্য প্রার্থীদের গণিত এবং বিজ্ঞান এবং সামাজিক অধ্যয়নের মধ্যে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে।

(ক) গণিত এবং বিজ্ঞান শিক্ষকদের জন্য: গণিত এবং বিজ্ঞান বা
(খ) সামাজিক অধ্যয়ন শিক্ষকদের জন্য: সামাজিক অধ্যয়ন

WB TET 2022 পরীক্ষার প্যাটার্ন অনুসারে পেপার অর্থাৎ পেপার ১ এবং পেপার ২ উভয়ই OMR শীটের মাধ্যমে অফলাইনে পরিচালিত হবে। পরীক্ষার প্রশ্নের ধরন হবে বহুনির্বাচনী ধরনের অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ (MCQ) এর প্রশ্ন হবে । পরীক্ষায় ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ করা হবে। কোনও নেগেটিভ মার্কিং নেই।

WB TET Language Proficiency Test | ভাষার দক্ষতা পরীক্ষা

ভাষা I | Language I

ভাষা 1 বিভাগে প্রার্থীদের তাদের পছন্দের ভাষায় তাদের দক্ষতার উপর মূল্যায়ণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীরা নিম্নলিখিত ভাষার তালিকা থেকে তাদের পছন্দের ভাষা বেছে নিতে পারেন।

প্রার্থীরা নিম্নলিখিত ভাষার তালিকা থেকে বেছে নিতে পারেন:

  • সাঁওতালি
  • ওড়িয়া
  • তেলেগু
  • বাংলা
  • হিন্দি
  • উর্দু
  • নেপালি

ভাষা II | Language II

এই বিভাগে প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রার্থীদের ইংরেজি ভাষা বোঝার এবং যোগাযোগ করার ক্ষমতার উপর ভিত্তি করে প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

WB TET 2023 Syllabus | সিলেবাস 

নীচে WB TET 2023 -এর পেপার 1 সিলেবাস বিস্তারিত ভাবে দেওয়া হল:

১) শিশু বিকাশ ও শিক্ষাবিদ্যা | Child Development and Pedagogy

এই অংশটিতে ৩০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নং করে। প্রশ্ন হবে :
(ক) চাইল্ড ডেভেলপমেন্ট : শিশুর বুদ্ধি, বিকাশ ও পরিণমনের ধারণা, উন্নয়নের কারন হিসাবে বংশগতি ও পরিবেশ , সামাজিক প্রক্রিয়া: সামাজিক বিশ্ব ও শিশু (শিক্ষক, পিতা-মাতা , সহকর্মী), বুদ্ধি ও বিকাশের পার্থক্য , শিখনের সঙ্গে বিকাশের সম্পর্ক, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ প্রক্রিয়া, শিশুর জীবনবিকাশের বিভিন্ন স্তর: আর্নেস্ট জেমস, রূশো ল: শারীরিক, মনস্তাত্বিক ও সামাজিক বিকাশ , পিয়াঁজে , কোহেলবার্গ , ভাইগটস্কি’র মনস্তাত্বিক ধারণা।          ব্যক্তিত্ব : অর্থ, প্রকৃতি ও তত্ত্ব (ফ্রয়েড ও এরিকসন)।
বুদ্ধিমত্তা : অর্থ, প্রকৃতি ও তত্ত্ব (স্পিয়ারম্যান,থর্নডাইক, গিলফোর্ড , গার্ডেনার , স্টার্নবার্ড-এর তত্ত্ব ও তাৎপর্য)।
শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য ও শিক্ষাক্ষেত্রে শিক্ষার প্রভাব প্রক্রিয়া।

(খ) অন্তভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বোঝার ধারণা : বঞ্চিত , অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা , ব্যতিক্রমী শিশু , শিখন অক্ষমতা , প্রতিভাবান , সৃজনশীল ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী। লিঙ্গসমতা।

(গ ) শিখন ও শিশু শিক্ষাবিজ্ঞান : শিখনের ধারণা , প্রকৃতি, তত্ত্ব (পাভলভ , স্কিনার , থর্নডাইক , গেস্টাল্ট )-ব্যবহারিক প্রয়োগ। শিশুকেন্দ্রিক , শিক্ষার্থীদের ও প্রগতিশীল শিক্ষা। শিক্ষন প্রক্রিয়ার ধারণা , শিক্ষনের স্তর ও পর্যায়। সংঠনবাদ -এর ধারণা, নীতির 5E মডেল। প্রেরণা ও শিখন -ম্যাসলোর তত্ত্ব, সাফল্যের প্রেরণা। বিভিন্ন ধরণের শিক্ষণ পদ্ধতি , বক্তৃতা পদ্ধতি , প্রতিপাদন পদ্ধতি , প্রকল্প পদ্ধতি , সমস্যা সমাধান পদ্ধতি , আবিষ্কার পদ্ধতি , দলবদ্ধ পদ্ধতি , আরোহী পদ্ধতি , অবরোহী পদ্ধতি।, আলোচনা পদ্ধতি। ব্লুম ট্যাক্সোটমি নির্দেশদান। মাইক্রোটিচিং ও শিক্ষণ দক্ষতা। গঠনমূলক ও সামগ্রিক মূল্যায়ণ , অ্যাসেসমেন্ট , ডায়াগনস্টিক টেস্ট , শিখনের এসেসমেন্ট , শিখনের জন্য এসেসমেন্ট। মূল্যায়নরত শিক্ষার্থীর জন্য প্রশ্ন গঠন , শ্রেণীকক্ষে ক্রিটিক্যাল চিন্তন।

(২) ভাষা I : বাংলা |Bengali 

এই বিভাগে মোট ৩০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকছে ১ নং করে। প্রথম ১৫টি প্রশ্ন হবে এই সব বিষয়-আনসিন প্যাসেজ থাকবে ২ টি, একটি গদ্য ও আরেকটি পদ্য।
গদ্যে লিংগুইস্টিক্স, সাহিত্য, বৈজ্ঞানিক , বিতর্কমূলক বিষয় থেকে আনসীন প্যাসেজ দেওয়া হবে।
গদ্যতে স্তবক থাকবে বিবৃতিমূলক ও নাটকীয় প্যাসেজ দেওয়া হবে।
গদ্যে ৯ টি আর পদ্যে ৬ টি প্রশ্ন হবে।

দ্বিতীয় ১৫টি প্রশ্ন হবে ভাষা বিকাশের শিক্ষাবিদ্যা সংক্রান্ত বিষয় থেকে।
বাংলা ভাষার শিখন ও আয়ত্তীকরণ, ভাষা শিক্ষন ও দক্ষতা, ভাষা শিক্ষণের নীতি , ভাষা শিখনে শ্রবণ ও কথনের ভূমিকা, ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা , বৈচিত্র্যমূলক শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ভাষার দক্ষতা ও বোধ পরিক্ষণের মূল্যায়ণ, শিক্ষণ -শিখন উপকরণ, রেমিডিয়াল টিচিং বা সংশোধণমূলক শিক্ষণ, বিভিন্ন ভাষার শ্রেণীকক্ষে প্রথম ভাষার শিক্ষা, ভাষা শিক্ষার উপকরণ, পাঠ্যবই, লেসন প্ল্যান, মাইক্রোটিচিং, অ্যাসেসমেন্ট ও মূল্যায়ণ।

(৩) ভাষা II: ইংরেজি | English

 এই পার্টে মোট ৩০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। প্রথম ১৫ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে দুটি গদ্য -দুটি গদ্যাংশ থেকে আনসিন প্যাসেজ থাকবে। সাহিত্য, বর্ণনামূলক, বৈজ্ঞানিক, বিতর্কমূলক বিষয় থেকে আনসিন প্যাসেজ দেওয়া হবে। কম্প্রিহেনশন, গ্রামার ও ভোকাবুলারি সংক্রান্ত প্রশ্ন হবে.
দ্বিতীয় ১৫ টি প্রশ্ন হবে, ভাষা বিকাশের শিক্ষাবিদ্যা সংক্রান্ত বিষয় থেকে ইংরেজি ভাষার শিখন ও আয়ত্তীকরণ, ভাষা শিক্ষণ ও দক্ষতা, ভাষা শিখনের নীতি, ভাষা শিখনে শ্রবণ ও কথন এর ভূমিকা, ভাষা শিখনে ব্যাকরনের ভূমিকা, বৈচিত্র্য যুক্ত শ্রেণিকক্ষে ভাষা শিক্ষণ, ভাষার দক্ষতা ও বোধ পরীক্ষণ এর মূল্যায়ন, শিক্ষক-শিখন উপকরণ, রেমেডিয়াল টিচিং বা সংশোধন মূলক শিক্ষণ, বিভিন্ন ভাষার শ্রেণিকক্ষে প্রথম ভাষার শিক্ষা, ভাষা শিক্ষার উপকরণ, পাঠ্যবই, লেসন প্ল্যান, মাইক্রোটিচিং, অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন।

(৪) অঙ্ক | Mathematics

অঙ্ক এই পার্টে মোট ৩০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। প্রথম ১৫ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে – জ্যামিতি, আকৃতি, সংখা, যোগ ও বিয়োগ, গুণ, ভাগ, এলাকা ও পরিধি, সময়, নিদর্শন, অর্থ।
পরের ১৫ টি প্রশ্ন হবে, পেডাগোগিক্যাল সংক্রান্ত এইসব বিষয়ে- গণিতের প্রকৃতি ও যুক্তিসঙ্গত চিন্তন, প্রাথমিক স্তরে গণিত শিক্ষনের উদ্দেশ্য ও প্রকৃতি, গণিত শিক্ষক ও শিক্ষক-শিখনের পদ্ধতি সমূহ ও তাদের উদ্দেশ্য গণিতের পেডাগগী সংক্রান্ত জ্ঞান, গণিত শিখনের মূল্যায়ন, গণিত শিখনের সমস্যা সমূহ, ভুলভ্রান্তি বিশ্লেষণ ও শিখন ও শিক্ষণ সম্পর্কিত বিষয় সমূহ, নির্ণায়ক ও সংশোধনমূলক শিক্ষণ, গণিতে পেডাগগী সংক্রান্ত সমস্যা ও সমাধান।

(৫) পরিবেশ বিদ্যা | Environmental Study 

এই বিষয়ে মোট ৩০ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। প্রথম ১৫ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে-
ব্যবহারিক ও সামাজিক পরিবেশ, পশ্চিমবঙ্গ ও ভারতের ভৌগোলিক অবস্থান, পরিবেশ সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা, খাদ্য, বাসস্থান, বস্ত্র ও ভ্রমণ। ইকোলজি ও ইকোসিস্টেম, ফুড চেন, বায়ুমন্ডল, ভূমি ও জল। পরিবেশ দূষণ, উদ্ভিদ, জীব ও জীব বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও বন্ধু, বর্জ্য ও বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা, পরিবেশ ও স্বাস্থ্য, মানুষের দক্ষতা ও প্রচেষ্টা।
পরের অংশে ১৫ টি প্রশ্ন হবে পেডাগগিক্যাল সংক্রান্তএই সব বিষয়ে-পরিবেশের ধারণা ও পরিধি, পরিবেশবিদ্যার তাৎপর্য, পরিবেশ বিদ্যা ও পরিবেশ শিক্ষা, শিখনের নীতি, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক ও পরিধি, ধারণা উপস্থাপনের পদ্ধতি সমূহ-লেসন প্ল্যান, ডিজাইন, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও প্রকল্পজনিত কাজ, পরীক্ষণমূলক শিখন, সক্রিয়তা ও কার্য, নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। শিক্ষণ সহায়ক উপকরণ -প্রস্তুতি ও ব্যবহার, সমস্যা সমাধান ও শিখন, পরিবেশ বিদ্যা শিক্ষণে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও পরিধি।

WB Primary TET 2023

WB TET 2023 Exam Pattern | পরীক্ষার প্যাটার্ন 

WB TET 2023 এ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত এক্সাম প্যাটার্ন এবং নির্দেশিকা অনুসরণ করে হবে। মূলত দুটি পার্ট বা পেপার নিয়ে পরীক্ষা হবে। যারা ক্লাস ১ থেকে ক্লাস ৫ পর্যন্ত যারা প্রাথমিক শিক্ষক এবং যারা ক্লাস ৬  থেকে ক্লাস ৮ পর্যন্ত মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, দুটি পরীক্ষার প্রশ্ন আলাদা থাকবে।

উভয় পেপার এর জন্য পরীক্ষার ধরণ কেমন হবে তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে :

TET 2023 পরীক্ষার প্যাটার্ন (পেপার I)

  • WB TET এর প্রথম পত্র থেকে ৫ শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • WB TET পরীক্ষা 2022 সাধারণত অফলাইন মোডে পরিচালিত হবে ।
  • TET পরীক্ষায় মোট ৫ টি বিষয়ে প্রশ্ন করা হবে যার মধ্যে দুটি হল ভাষার পত্র।
  • WB TET পরীক্ষার প্যাটার্ন 2022 অনুযায়ী, প্রার্থী তার দ্বারা চিহ্নিত প্রতিটি সঠিক বিকল্পের জন্য ১ নম্বর পাবে।
    পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের কোনো বিধান নেই।
  • প্রার্থী TET পেপারটি সম্পূর্ণ করার জন্য ৩ ঘন্টা সময় পাবে।

WB TET 2023 পরীক্ষার প্যাটার্ন (Paper-II)

  • ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য পেপার-II  পরিচালিত হবে। অংশগ্রহণকারী প্রার্থীদের ৫ টি বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে
  • প্রার্থীদের বহুনির্বাচনী ভিত্তিক (MCQ Type) প্রশ্নের উত্তর দিতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা ৩ ঘণ্টা সময় পাবেন।
  • প্রার্থীরা তাদের দ্বারা চিহ্নিত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবে যখন নেতিবাচক মার্কিংয়ের কোনও ব্যবস্থা নেই।

WB TET 2023 সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন: WB Primary TET 2023

আরও দেখুন : Winner We

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *