WB TET 2023 Notification, Eligibility, Syllabus, Apply Online | WB প্রাথমিক TET 2023 বিজ্ঞপ্তি, যোগ্যতা, সিলেবাস, অনলাইনে আবেদন করুন |Download Notification
WB TET 2023 : WB প্রাথমিক TET 2023 আবেদনপত্রটি 13 সেপ্টেম্বর 2023-এ প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সব জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত / পোষিত প্রাথমিক /নিম্নবুনিয়াদী বিদ্যালয় গুলিতে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) ‘প্রাইমারি টিচার’ পদে চাকরির জন্য ২০২৩ সালের ‘টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা, টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে। দরখাস্ত নেওয়া চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এবছর এই ‘টেট হবে ১০ ডিসেম্বর, রবিবার।
বিজ্ঞপ্তি নং: 1945/WBBPE/2023 তারিখ: 13-09-2023
ফর্ম পূরণের তারিখ: আবেদন প্রক্রিয়া ১৪ সেপ্টেম্বর 2023 এ শুরু হয়েছে এবং চলবে ৪ অক্টোবর 2023 পর্যন্ত।
পরীক্ষার তারিখ: WB প্রাথমিক TET (শিক্ষক যোগ্যতা পরীক্ষা) এর পরীক্ষা 10 ডিসেম্বর, 2023 রবিবার-এ অনুষ্ঠিত হবে।
WB TET 2023 Notification Overview | বিজ্ঞপ্তি একনজরে
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি সময়ে সময়ে আপডেট পেতে এই ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ সহ আপডেটের বিজ্ঞপ্তির পিডিএফ সংযুক্ত করা হয়েছে। আপনি তাদের ডাউনলোড করতে পারেন।
Exam Name West Bengal Teachers Eligibility Test (WB TET)
Exam Conducting Body West Bengal Board of Primary Education (WBBPE)
Notification No. 1945/WBBPE/2023
Notification Date 13-09-2023
Level of Exam State- Level
Mode of Examination Offline
Mode of Application Online
Language of Exam Bengali & English
WB TET Official Website https://wbbpe.org
WB TET 2023 Important Date | গুরুত্বপূর্ণ তারিখ
WB TET 2022 বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি নং: 1945/WBBPE/2023
বিজ্ঞপ্তির তারিখ: 13-09-2023
ফর্ম পূরণ শুরু: 14-10-2023
ফর্ম পূরণ শেষ: 04-10-2023
পরীক্ষার তারিখ: 10-12-2023
অফিসিয়াল ওয়েবসাইট: www.wbbpe.org
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন : WB TET 2023 Notification
WB Primary TET 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড
নিচের যে কোন একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
(ক) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি., প্রতিবন্ধী, প্রাঃসঃকঃ, এক্সেমটেড ক্যাটেগরি হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় | উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
(খ) মোট অন্তত 0% (তপশিলী, ও.বি.সি., প্রতিবন্ধী প্রাঃ সঃ কঃ হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (বি.এল.এড.) এর ৪ বছরের কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
(গ) মোট অন্তত ৫০% ( তপশিলী, ও.বি.সি., প্রতিবন্ধী, মুক্ত প্রাঃসঃকঃ, এক্সেমটেড ক্যাটেগরি হলে ৪৫%) নম্বর পেয়ে এই যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ( আর.সি.আই. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল দায়ী এডুকেশন) এর কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
(ঘ) যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি ড্রাগ এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স দিন পাশ হলে আবেদন করতে পারেন।
২ বছরের ডি.এল.এড কোর্স / ৪ বছরের বি.এল.এড. ভষুধ কোর্স / ২ বছরের ডি.এড. (স্পেশাল এডুকেশন) কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
এন.সি.টি.ই. স্বীকৃত প্রতিষ্ঠানে যাঁরা ২ এই বছরের ডি.এল.এড. কোর্স / ২ বছরের ডি.এড. (স্পেশাল এডুকেশন) কোর্সে এবছর নাম এনরোল্ড (Pursuing) করেছেন, তাঁরাও এবার এই ‘টেট’ পরীক্ষা দিতে পারবেন।
সব ক্ষেত্রেই প্রথম ভাষা হিসাবে বাংলা, কাল হিন্দি, উর্দু, নেপালী, সাঁওতালি, ওড়িয়া বা তেলুগু ভাষা থাকতে হবে। দ্বিতীয় ভাষা হিসাবে সবার জন্য ইংরিজি বিষয় থাকতে হবে।
এই পদের বিজ্ঞপ্তি নং : 1945/ WBBPE/2023, Date: 13.09.2023.
WB TET Apply Online | অনলাইনে আবেদন
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন: https://www.wbbpe.org
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে। চলবে ৪ অক্টোবর রাত ১১.৫৯টা পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.wbbpe.org অথবা https:// wbbprimaryeducation.org
- এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
- এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন।
- প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৫০০ টাকা, ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় ৪০০ টাকা আর তপশিলী, প্রতিবন্ধী ও এক্সেমটেড প্রার্থীদের বেলায় ২৫০ টাকা অনলাইনে দিতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে।
- টাকা জমা দিতে পারবেন ৫ অক্টোবরের মধ্যে।
- টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
Category WB Primary TET Application fee
General Rs.500/-
OBC-A/OBC-B Rs.400/-
SC/ST/Differently Abled/Exempted Rs.250/-
অনলাইনে ফর্ম পূরণ করতে হলে কী কী প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে :
(১) বৈধ ই-মেল আই.ডি. (২) নিজের বৈধ মোবাইল নম্বর, (৩) পাশপোর্ট মাপের ফটো
৪) সাদা কাগজে নিজের সিগনেচার (৫) আধার কার্ড (৬) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও শিক্ষাগত যোগ্যতার মার্কশীট (৭) ডি.এল.এড. যোগ্যতার মার্কশীট / পার্ট-। পাশের মার্কশীট /ডি.এল.এড. কোর্সে ভরতির কোনো প্রমাণপত্র (রিসিপ্ট)। (৮) ফী জমা দেওয়ার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড (এ.টি.এম. পিন), নেট ব্যাঙ্কিং, ইউ.পি.আই পে মানি ইত্যাদি প্রমাণপত্র।
এবছর অর্থাৎ, ২০২৩-২০২৫ সেশনে যাঁরা ডি.এল.এড. কোর্সে ভরতির ফর্ম অনলাইনে পূরণ করেছেন, তাঁরা অ্যাপ্লিকেশন নম্বর ও ভরতির কোনো প্রমাণপত্র দিয়ে দরখাস্ত করতে পারবেন। তবে ‘টেট’ পাশ করলেও এই মহূর্তে প্রাইমারি ‘টেট এর ইন্টারভিউয়ে ডাক পাবেন না, যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত ‘ডি.এল.এড.’ কোর্স পাশ করছেন।
কী কী প্রমাণপত্র স্ক্যান করে নেবেন :
(১) পাশপোর্ট মাপের রঙিন ফটো
(২) সাদা কাগজে নিজের সিগনেচার
(৩) আধার কার্ড (উভয় পিঠের আলাদা স্ক্যান করবেন)
(৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
(৫) ডি.এল.এড. যোগ্যতার মার্কশীট/পার্ট-। মার্কশীট/ডি.এল.এড. কোর্সে ভরতির কোনো প্রমাণপত্র। (স্ক্যান করবেন ৫ কেবি থেকে ১০০ কে.বি. র মধ্যে JPG JPEG/ GIF/PNG ফর্ম্যাটে)।
কীভাবে ফর্ম পূরণ করবেন
- প্রথমে www.wbbpeonline.in এই ওয়েবসাইটে গিয়ে Log in করুন।
- Teacher Eligibility Test-2023 (TET-2023)-এ ক্লিক করুন।
- এরপর ডানদিকে Online Application for Teacher Eligibility Test-2023 (TET-2023)-এ ক্লিক করুন।
- এরপর Confirmation পেজ পাবেন। অনলাইনে ফর্ম পূরণ করতে কী কী প্রমাণপত্র স্ক্যান করতে হবে তা দেখতে পাবেন।
- এবার বৈধ ই-মেল আই.ডি. ও মোবাইল নম্বর দিয়ে Send OTP -তে ক্লিক করুন। নিজের মোবাইলে OTP আসবে।
- ওই ৫ সংখ্যার OTP নির্দিষ্ট বক্সে লিখে Submit-এ ক্লিক করুন।
- এরপর Personal Details-এর পেজ খুলে যাবে। তখন নাম, বাবা / মা-এর নাম, জন্ম- তারিখ, মোবাইল নম্বর, ই-মেল আই.ডি. জেন্ডার, ক্যাটেগরি, সাব- ক্যাটেগরি, আধার নম্বর, ফার্স্ট ল্যাঙ্গোয়েজ, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন) ইত্যাদি সিলেক্ট করুন।
- এরপর ট্রেনিং কোয়ালিফিকেশনের ঘরে ট্রেনিং যোগ্যতা সিলেক্ট করুন। ডি.এল.এড. অ্যাপিয়ার্ড / পাস / পারসিউয়িং ইত্যাদি সিলেক্ট করুন।
পারসিউয়িং বা, অ্যাপিয়ার্ড প্রার্থীদের বেলায় Year of Passing-এর ঘরে কিছু লিখতে হবে না। - এরপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করুন।
- তারপর ট্রেনিং কোয়ালিফিকেশন হিসাবে ফাইনাল মার্কশীট / পার্ট-। মার্কশীট / রেজিস্ট্রেশন সার্টিফিকেট / ভরতির প্রমাণপত্র আপলোড করুন।
- তারপর আধার কার্ড (দু-পিঠের) আপলোড করতে হবে।
- তারপর Preview বাটনে ক্লিক করে Edit করতে পারবেন।
- ফর্ম পূরণ করতে কোনো ভুল হয়ে থাকলে এডিট করতে পারবেন।
তবে একবার সাবমিট করে ফেললে আর এডিট করার সুযোগ পাবেন না।
তাই সাবমিট করার আগে প্রিভিউতে গিয়ে ভালো করে দেখে নিন, সব ঠিকঠাক আছে কিনা। তারপর Submit বাটনে ক্লিক করলে Payment Option আসবে। তারপর পেমেন্ট করার পর মোবাইল নম্বর ও ই-মেল আই.ডি.-তে রেজিস্ট্রেশন নম্বর পাবেন। - এরপর স্ক্রিনে Download & Print অপশন পাবেন।
- তারপর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে সযত্নে রেখে দেবেন।
আরও পড়ুন : WB TET 2023 Syllabus and Exam Pattern