
WB SET 2023 Notification, Eligibility, Syllabus and Exam Pattern | WB SET 2023 বিজ্ঞপ্তি, যোগ্যতা, সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন
WB SET 2023: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 1 আগস্ট 2023-এ প্রকাশ করেছে। প্রার্থীরা 1 আগস্ট 2023 থেকে 31 আগস্ট 2023 পর্যন্ত WB SET 2023-এর জন্য আবেদন করতে পারবেন। সমস্ত যোগ্য প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য যোগ্যতা পরীক্ষা (WB SET) এর জন্য আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবে। নিম্নলিখিত নিবন্ধে প্রার্থীরা যোগ্যতা, আবেদনপত্র, পরীক্ষার প্যাটার্ন সহ WB SET বিজ্ঞপ্তি 2023-এ সমস্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় তথ্য পাবেন।
WB SET 2023 Eligibility | যোগ্যতা
WB SET 2023 ‘সেট’ পরীক্ষা নেওয়া হবে এইসব ৩৩ টি বিষয়ের ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদের জন্য (ব্রাকেটে কোড নং দেওয়া হল) : ইংরিজি (০১), বাংলা (০২), সংস্কৃত (০৩), হিন্দি (০৪), উর্দু (০৫), কমার্স (০৬), অর্থনীতি (০৭), ইতিহাস (০৮), দর্শন (০৯), রাষ্ট্রবিজ্ঞান (১০), এডুকেশন (১১), কেমিক্যাল সায়েন্সেস (১২), ভূগোল (১৩), লাইফ সায়েন্স (১৪), ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (১৫), ফিজিক্যাল সায়েন্সেস (১৬), সোশিওলজি (১৭), সাইকোলজি (১৮), লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স (১৯), ফিজিক্যাল এডুকেশন (২০), ইলেক্ট্রনিক সায়েন্স (২১), কম্পিউটার সায়েন্স (২২), হোম সায়েন্স (২৩), সাঁতাড় (২৪), ম্যাস জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (25), অ্যানথ্রোপলজি (২৬), আর্থ সায়েন্স (২৭), মিউজিক (২৮), আইন ডিগ্রি করে পিএইচ.ডি. ডিগ্রি করেছেন, তাঁরা এই পরীক্ষা দেওয়ার জন্য (২৯), নেপালি (৩০), ম্যানেজমেন্ট (৩১), আরবি (৩২), এনভায়রণমেন্টাল সায়েন্স (৩৩)।
সব বিষয়ে অন্তত দ্বিতীয়শ্রেণির ৩ বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলী, ই.ডব্লু.এস., ও.বি.সি., ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
এবছর যারা ওইসব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন বা, দিয়েছেন, তারা ‘সেট’ পরীক্ষা হওয়ার দিন থেকে ২ বছরের মধ্যে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশের মার্কশীট দেখাতে পারলে ও ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আবেদনের যোগ্য।
১৯-৯-১৯৯১’র মধ্যে যাঁরা ডিগ্রী করে পি. এইচ. ডি. ডিগ্রী করেছেন,তাঁরা এই পরীক্ষা দেওয়ার জন্য শতকরা হারে ৫% নম্বর ছাড় পাবেন।
‘ম্যাথমেটিক্যাল সায়েন্স’ বিষয়ের বেলায় পিওর ম্যাথমেটিক্স’, ‘অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স’ বা, ‘স্ট্যাটিস্টিক্স’ বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য।
‘লাইফ সায়েন্স’ বিষয়ের বেলায় বায়োলজিক্যাল সায়েন্স, বটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, অ্যানিম্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়ো-কেমিস্ট্রি, বায়োটেকনোলজি বা, ফিজিওলজি বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য।
‘লাইব্রেরি সায়েন্স’ বিষয়ের বেলায় এম.লিব. বা, এম.লিস পাশ হলেও যোগ্য।
‘ফিজিক্যাল এডুকেশন’ বিষয়ের বেলায় ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি (এম.পি.এড.) কোর্স পাশ হতে হবে।
সব ক্ষেত্রে শতকরা হার নির্ণয়ের বেলায় কোনো গ্রেস নম্বর বা, রাউন্ডিং অফ নম্বর ধরা হবে না। ‘সেট’ পরীক্ষা দেওয়ার জন্য ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই।
WB SET বিজ্ঞপ্তি 2023, পরীক্ষার তারিখ, অনলাইনে আবেদন করতে দেখুন: WB SET Notification 2023 Out, Exam Date, Application Form
WB SET Selection Process | নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন'( West Bengal College Service Commission-WBCSC)। ২০২৪ সালের স্টেট এলিজিবিলিটি টেস্ট (State Eligibility Test) বা ‘সেট’ পরীক্ষার মাধ্যমে। একদিনের লিখিত পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর, এইসব কেন্দ্রে (ব্র্যাকেটে ডিস্ট্রিক্ট কোড নং দেওয়া হল) : কলকাতা (১১), দক্ষিণ ২৪ পরগনা (১২), উত্তর ২৪ পরগনা (১৩), হাওড়া (১৪), হুগলি (১৫), পূর্ব বর্ধমান (১৬), পশ্চিম বর্ধমান (১৭), বীরভূম (১৮), বাঁকুড়া (১৯), পুরুলিয়া (২০), ঝাড়গ্রাম (২১), পূর্ব (২২), পশ্চিম মেদিনীপুর (২৩), নদিয়া (২৪), মুর্শিদাবাদ (২৫), মালদহ (২৬), উত্তর দিনাজপুর (২৭), দক্ষিণ দিনাজপুর (২৮), জলপাইগুড়ি (২৯), আলিপুরদুয়ার (৩০), কোচবিহার (৩১), দার্জিলিং (৩২), কালিম্পং (৩৩)।
WB SET 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ
পশ্চিমবঙ্গ SET পরীক্ষার প্যাটার্নটি UGC NET-এর মতোই। NET-এর মতোই, পশ্চিমবঙ্গ SET পরীক্ষায় দুটি পত্র রয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 সবার জন্য সাধারণ এবং বাধ্যতামূলক। পেপার 2 হল সংশ্লিষ্ট বিষয় যার জন্য আপনি উপস্থিত হতে চান। মোট 33টি বিষয় রয়েছে।
Particulars Detail
Papers 1 Teaching and Research Aptitude
Paper 2 33 subjects (candidates have to select one)
Types of Questions Objective type questions
No of Questions Paper 1- 50 Questions
Paper 2- 100 Questions
Marking Scheme For every correct answer, +2 marks
Negative Marking No Negative Marking
Duration of Exam Paper 1- 1 hour
Paper 2- 2 hours
Maximum Marks Paper 1 – 100 Marks
Paper 2- 200 Marks
মোট ২টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারের পরীক্ষা হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে ১২টা থেকে ২ টো পর্যন্ত।
প্রথম পেপারে থাকবে ১০০ নম্বর ও সময় ১ ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে ২০০ নম্বর ও সময় ২ ঘন্টা।
প্রথম পেপারে ৫০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে টিচিং, রিসার্চ অ্যাপ্টিটিউট, রিজনিং এবিলিটি, কমপ্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে। প্রতিটি প্রশ্নে থাকবে২ নম্বর।
দ্বিতীয় পেপারে ১০০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। দুই পেপারের ক্ষেত্রেই উত্তর দিতে হবে ও.এম.আর. শীটে। নেগেটিভ মার্কিং নেই। প্রথম ও দ্বিতীয় পেপারে ৪০% (ও.বি.সি., তপশিলী ও প্রতিবন্ধী হলে ৩৫%) নম্বর পেলে সফল হবেন। আরো বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.wbcsc.ac.in পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা হওয়ার দু’ সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং: 25/SET.
অফিসিয়াল ওয়েবসাইট : www.wbcsconline.in