UGC NET 2023

ugc net 2023-https://www.winnerwe.com/

UGC NET 2023 Notification, Application Form, Exam Pattern | বিজ্ঞপ্তি, আবেদনপত্র, পরীক্ষার প্যাটার্ন

UGC NET 2023: পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতের কলেজগুলির ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ ‘লেকচারারশিপ’ পদে চাকরি ও ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপে’র জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ (CSIR- UGC Test) ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা, ‘NET-December 2023’ পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে।

Click to Download: UGC NET 2023 Notification PDF

UGC NET 2023 Important Dates | গুরুত্বপূর্ণ তারিখ

UGC NET 2023: Important Dates

UGC NET 2023 EventsDates
UGC NET Notification30th September 2023
Release of Application form30th September 2023
UGC NET Application Form Last Date31st October 2023 (11:59 pm)
Last date to Pay Fee31st October 2023 (11:59 pm)
Correction of Application Form1st to 3rd November 2023 (11:59 pm)
UGC NET Admit Card 202301st week of December 2023
UGC NET 2023 December Exam Date06th to 22nd December 2023
UGC NET 2024 June Exam Date10th to 21st June 2023

UGC NET Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড

বি.এস. (৪ বছর), বি.ই./বি.টেক./ বি. ফার্মা / এম.বি.বি.এস./ বি.এস.সি. (অনার্স) / ইন্টিগ্রেটেড বি. এস.-এম. এস. পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলী, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, আর্থ, অ্যাটমোস্ফিয়ারিক, ওশান ও প্ল্যানেটরি সায়েন্স বিষয় নিয়ে এম. এসসি কোর্স পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলী, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধী ও ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা ১৯-0৯-১৯৯১ এর আগে মাস্টার ডিগ্রি করে থাকলে ৫০%) নম্বর থাকলে আবেদন করতে পারেন। যাঁরা এবছর ওইসব শাখার এম.এসসি. বা, সমতুল কোর্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও  আবেদনের যোগ্য।

UGC NET Age Limit (as on 01/12/2023) । বয়স সীমা (01/12/2023 অনুযায়ী)

Junior Research Fellowship(JRF): জুনিয়র রিসার্চ ফেলোশিপের  পরীক্ষার বেলায় বয়স হতে হবে ১-৭-২০২৩’র হিসাবে ২৮ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি., শারীরিক প্রতিবন্ধী ও মেয়েরা বয়সে ৫ বছর ছাড় পাবেন।

Assistant Professor: লেকচারারশিপ / অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই।

UGC NET Application Form | আবেদনপত্র

দরখাস্ত করবেন অনলাই নে, ৩০ নভেম্বরের মধ্যে।

এই ওয়েবসাইটে:  www.csirnet.nta.ac.in / www.nta.ac.in

অনলাইনে দরখাস্ত করার আগে পাশপোর্ট মাপের ফটো (১০ থেকে ২০০ কেবির মধ্যে) ও সিগনেচার (৪ থেকে ৩০ কেবির মধ্যে) ‘JPEG Format’এ স্ক্যান করে নেবেন।

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন।

তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর নোট করে নেবেন।

এবার স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করবেন।

UGC NET Application Fee | আবেদন ফি

তারপর পরীক্ষা ফী বাবদ ১,১০০ (ও.বি.সি.’দের বেলায় ৫৫০, তপশিলী জাতি, তপশিলী উপজাতি ও তৃতীয় লিঙ্গের বেলায় ২৭৫) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউ.পি.আই. বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন, ৩০ নভেম্বরের মধ্যে।

প্রতিবন্ধীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। ফর্মে ভুল হয়ে থাকলে অনলাইনে সংশোধন করতে পারবেন ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

UGC NET Exam Summary | পরীক্ষার সারাংশ

UGC NET ডিসেম্বর বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের তারিখ এবং পরীক্ষার তারিখগুলি প্রকাশিত হয়েছে৷ নীচের সারণীতে পরীক্ষার সার সংক্ষেপ দেখানো হয়েছে।

UGC NET 2023 Exam Summary

Conducting BodyNational Testing Agency (NTA)
Exam NameUGC NET December 2023
Full-FormUniversity Grants Commission National Eligibility Test
Exam LevelNational
Exam FrequencyTwice a year
Mode of ExamOnline - CBT (Computer-Based Test)
UGC NET Registration Dates30th September to 31st October 2023
Exam Duration180 minutes
Exam TimeShift 1 - 09:00 am to 12:00 noon
Shift 2 - 03:00 pm to 06:00 pm
Language/Medium of ExamEnglish and Hindi
No. of Subjects83 subjects
Exam PurposeDetermine the eligibility of candidates for posts of only Assistant Professor or both Junior Research Fellowship (JRF) and Assistant Professor in Indian universities and colleges
No. of Test Cities239
Official Websitewww.ugcnet.nta.nic.in

UGC NET Exam Schedule | পরীক্ষার সময়সূচী

UGC NET Exam Schedule

UGC NET Exam Date 20236th December to 22nd December 2023
ShiftFirst ShiftSecond Shift
Timing of Examination09.00 am- 12.00 pm02.00 pm- 6.00 pm
Duration of Examination03 hours
Entry into the Examination Centre7.20 am – 8.30 am1.45 pm- 2.00 pm
Entry in the Examination Hall/Room7.20 am – 8.30 am1.45 pm- 2.00 pm
Test Commences9.00 am3.00 pm
Test Concludes12.00 pm6.00 pm

UGC NET Exam Pattern | পরীক্ষার ধরণ

UGC NET 2023 Exam Pattern

PaperNumber of QuestionsMarksDuration
Paper 15010003 hours (180 minutes)
Paper 2100200

UGC NET 2023 Selection Procedure | নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী বাছাই করবে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এন. টি. এ.)’। ২০২৩ সালের এই ‘নেট’ পরীক্ষা হবে সি.বি.টি. মোডে। দু’টি ধাপে পরীক্ষা হবে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর। প্রথম শিফটের পরীক্ষা হবে ৯টা থেকে ১২টা ও দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে ৩টা থেকে ৬টা। পূর্ব ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হাওড়া, হুগলি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, গুয়াহাটি, জামশেদপুর ও ভুবনেশ্বরে।

UGC NET পরীক্ষা 2023- প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

UGC NET Exam 2023- FAQs

UGC NET 2023 বিজ্ঞপ্তিটি 30 শে সেপ্টেম্বর 2023 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
NTA UGC NET পরীক্ষা বছরে দুবার পরিচালিত হয় - জুন এবং ডিসেম্বর।
না, পরীক্ষায় কোনো নেতিবাচক মার্কিং নেই। প্রার্থীদের একটি ভুল উত্তরের জন্য শূন্য নম্বর দেওয়া হয় বা একটি প্রশ্নের উত্তর দেওয়া হয় না।
UGC NET 2023 পরীক্ষা 06 থেকে 22 ডিসেম্বর 2023 পর্যন্ত অনুষ্ঠিত হবে।
UGC NET ডিসেম্বর 2023-এর অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ 30শে সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর 2023৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *