SSC Stenographer 2023 Notification Out for 1207 Group C & D Posts, Apply Online । SSC স্টেনোগ্রাফার 2023 1207 গ্রুপ C & D পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন।
SSC Stenographer 2023: এসএসসি স্টেনোগ্রাফার 2023 বিজ্ঞপ্তিটি 1,207 টি পদের জন্য 2রা আগস্ট 2023 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন 2 আগস্ট থেকে 23 আগস্ট 2023 পর্যন্ত সক্রিয় রয়েছে, নীচের লিঙ্কে আবেদন করুন।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য ‘স্টেনোগ্রাফার গ্রেড-সি’ ও ‘স্টেনোগ্রাফার গ্রেড-ডি’ পদে ১,২০৭ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
SSC Stenographer 2023- Overview| একনজরে
এসএসসি স্টেনোগ্রাফার 2023 এর অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ সি এবং ডি পদের জন্য আবেদন এবং পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা এসএসসি স্টেনোগ্রাফার 2023-এর তথ্য নীচের টেবিলের মধ্য দিয়ে দেখে নিতে পারবে।
Conducting Body Staff Selection Commision
Exam Name SSC Stenographer 2023
Post Name Grade C and D Officers
Vacancies 1207
Category Govt. Jobs
Application Mode Online
Registration Dates 2nd August 2023 - 23rd August 2023
Exam Date 12th & 13th October 2023
Selection Process Written Exam, Skill Test
Exam Level National Level
Eligibility 12th Pass
Exam Mode Online (Computer Based Test)
Official Website www.ssc.nic.in
SSC Stenographer 2023 Important Dates । গুরুত্বপূর্ণ তারিখ
এসএসসি স্টেনোগ্রাফার 2023 বিজ্ঞপ্তিটি 2রা আগস্ট 2023-এ অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সহ এসএসসি স্টেনোগ্রাফার 2023-এর পদে আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখগুলি জানিয়ে দেওয়া হয়েছে। আসুন গ্রুপ সি এবং ডি অফিসারদের জন্য এসএসসি স্টেনোগ্রাফার 2023-এর গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নেওয়া যাক।’
SSC Stenographer 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড
যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন । গ্রেড ‘ডি’ স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরিজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত ৮০টি ও ৫০টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড ‘সি’ স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরিজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ১০০টি ও ৪০টি শব্দ তোলার গতি দরকার।
SSC Stenographer 2023 Age | বয়স
বয়স হতে হবে স্টেনোগ্রাফার রোড-সি পদের বেলায় ১-৮- 2020 হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-৬-১৯৯৩ থেকে ১৮-২০০০ এর মধ্যে। আর স্টেনোগ্রাফার গ্রেড-ডি পদের বেলায় ১-৮ ২০২০ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২৮-১৯৯৬ থেকে ১-৮-২০০৫ এর মধ্যে।
ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫. ও.বি.সি. হলে ১৩) বছর, বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৮ (তপশিলী হলে ১৩, ও.বি.সি. হলে ১১) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পরিশ্রমের কাজে শারীরিক ও মানসিকভাবে সক্ষম ও সুস্থ হতে হবে।
SSC Stenographer Vacancy 2023 | শূন্যপদ
চাকরি হবে গ্রুপ-বি নন-গেজেটেড অফিসার পদে। মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী। শূন্যপদ : স্টেনোগ্রাফার গ্রেড-সি পদে ৯৩টি (জেনাঃ ৪৯, তঃজাঃ ১৩, তঃ উঃ জাঃ ৩. ও.বি.সি. ২২, ই.ড.এস. ৬) ও স্টেনোগ্রাফার গ্রেড-ডি পদে ১,১১৪টি (জেনাঃ ৯৯, তঃজাঃ ১৬৫, তঃ উঃ জাঃ ৮৮, ও.বি.সি. ২৭২, ই.ডব্লু.এস. ১০)। কোন বিভাগে ক’টি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন।
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ‘২০২৩ সালের স্টেনোগ্রাফার (গ্রেড-সি ও গ্রেড- ডি) এক্সামিনেশন’এর মাধ্যমে। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবরে। পরীক্ষা হবে পূর্ব- ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা (কোড ৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫), পোর্ট ব্লেয়ার (৪৮০২), গ্যাংটক (৪০০১), কটক (৪৬০৫), সম্বলপুর, (৪৬০৯), দিসপুর (গুয়াহাটি) (৫১০৫), শিলচর(055), (803), (480), (২৫), গোয়ালপাড়া (১০০), কোহিমা (2००২) (২০) (৪২০৫)।
SSC Stenographer 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ
এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এই ৩ টি পার্টে –
(ক) জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং -৫০ নম্বরের ৫০টি প্রশ্ন
(খ) জেনারেল অ্যাওয়ারনেস -৫০ নম্বরের ৫০টি প্রশ্ন
(গ) ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন – ১00 নম্বরের ১০০টি প্রশ্ন।
সময় থাকবে ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে।
সফল হলে স্কিল টেস্ট। গ্রেড-সি স্টেনো পদের বেলায় মিনিটে ১০০টি শব্দ তোলার গতিতে ১০ মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটার মিনিটে ৪০টি শব্দ তোলার গতিতে কম্পিউটারে টাইপ করতে হবে। গ্রেড-ডি স্টেনো পদের বেলায় মিনিটে ৮০টি শব্দ তোলার গতিতে ১০ মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটার মিনিটে ৫০টি শব্দ তোলার গতিতে কম্পিউটারে টাইপ করতে হবে।
SSC Stenographer 2023 Apply Online | অনলাইনে আবেদন
দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.ssconline.nic.in
এজন্য বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন ২৩ আগস্টের মধ্যে। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় চালানের মাধ্যমে জমা দিতে পারবেন, ২৩ আগস্টের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তপশিলী, মহিলা ও প্রতিবন্ধীদের ফী লাগবে না। ফর্ম পূরণে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন ২৪ ও ২৫ আগস্ট। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
SSC Stenographer 2023: FAQs | প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
SSC Stenographer 2023: FAQs