
SSC MTS Recruitment 2023 Notification Out , Apply Online for 12523 Posts | এসএসসি এমটিএস নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রকাশ, 12523 পদের জন্য অনলাইনে আবেদন করুন
SSC MTS Recruitment 2023 বিজ্ঞপ্তি বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে। প্রার্থীরা 18 জানুয়ারী 2023 থেকে 17 ফেব্রুয়ারী 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন, নিবন্ধে বিস্তারিত দেখুন।
SSC MTS Recruitment 2023 | এসএসসি এমটিএস নিয়োগ 2023
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা, অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ’ পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে । চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস ‘গ্রুপ-সি’ নন- গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে।
SSC MTS Recruitment 2023 Overview | একনজরে
SSC MTS Recruitment 2023 Notification ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: SSC MTS Recruitment 2023 Notification
SSC MTS Recruitment 2023 Age Limit | বয়স সীমা
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে 01-01-2023’র হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে 02-01-1998 থেকে 0 1-01-2005 এর মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 (তপশিলী হলে 15, ও.বি.সি. হলে 13) বছর, বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 (তপশিলী হলে 15, ও.বি.সি. হলে 13) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী।
SSC MTS Recruitment 2023 Selection Process |প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। “Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2022′ পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ।
পূর্ব-ভারতে এইসব কেন্দ্রে । কলকাতা (4410), শিলিগুড়ি (4415), কল্যানী (4419), দুর্গাপুর (4426), বর্ধমান ( 4404), আসানসোল (4417), গ্যাংটক (4001), বোকারো (4201), হাজারিবাগ (4204), জামশেদপুর (4207), বেরহামপুর (গঞ্জাম) (4602), রাঁচী (4200), ভুবনেশ্বর (4604), কটক (4605), সম্বলপুর (4609), পোর্ট ব্লেয়ার (4802)। ইটানগর (5001), ডিব্ৰুগড় (5102), গুয়াহাটি (দিসপুর) (5105), জোড়হাট (5107), শিলচর (5111), কোহিমা (5302), শিলং (5401), ইম্ফল (5501), আগরতলা (5601), আইজল (5701)।
SSC MTS Recruitment 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ
এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এই 4 টি পার্টে :
(ক) প্রথম পার্ট-জেনারেল ইংলিশ -25 নম্বরের 25 টি প্রশ্ন,
(খ) দ্বিতীয় পার্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং – 25 নম্বরের 25 টি প্রশ্ন,
(গ) তৃতীয় পার্ট- নিউমেরিক্যাল অ্যাস্টিটিউড 25 নম্বরের 25 টি প্রশ্ন,
(ঘ) চতুর্থ পার্ট-জেনারেল অ্যাওয়ারনেস – 25 নম্বরের 25 টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রথম পেপারের পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ও.বি.সি. / ই.ডব্লু.এস. প্রার্থীরা 25%, অন্যান্য ক্যাটেগরির প্রার্থীরা 20% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন।
সফল হলে এরপর হবে ডেসক্রিপ্টিভ টাইপের পরীক্ষা (পেন ও পেপার মোডে)। দ্বিতীয় পেপার অর্থাৎ, ডেসক্রিপ্টিভ টাইপের পেপারে 50 নম্বরের প্রশ্ন হবে ইংরিজি (25 নম্বর) ও বাংলায় (ভার্নাকুলার ল্যাঙ্গোয়েজ) (25 নম্বর) বিষয়ে। এই পেপারে থাকবে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখা বা, চিঠি লেখা। সময় থাকবে 45 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত 15 মিনিট সময় পাবেন। এই পেপারে কোয়ালিফাইং নম্বর পেতে হবে। এই পেপারে পাওয়া নম্বর মেধা তালিকা তৈরির সময় ধরা হবে না।
লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। লিখিত পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে তৃতীয় পার্ট, তারপর দ্বিতীয় পার্ট, তারপর জন্ম-তারিখ (বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন), তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.ssc.nic.in অথবা www.sscer.org
SSC MTS Recruitment Apply Online | অনলাইনে আবেদন
দরখাস্ত করবেন অনলাইনে, 17 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.ssc.nic.in
- প্রার্থীদের প্রথমে One Time Registration করতে হবে।
- তখন বৈধ মোবাইল নম্বর, ই-মেল আই.ডি, আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড / পাশপোর্ট / ড্রাইভিং লাইসেন্স /স্কুল বা কলেজের আই.ভি. কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
- নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আই.জি.ও পাশওয়ার্ড পাবেন।
- এরপর Register Now-এ গিয়ে ক্লিক করে আগের পাশওয়ার্ড দিয়ে নতুন পাশওয়ার্ড তৈরি করতে পারবেন।
- তারপর মূল দরখাস্ত পূরণ করতে হবে। তখন রাজ্যের নাম, সেন্টার কোড, বয়স, ঠিকানা, ক্যাটেগরি ইত্যাদি ঠিকভাবে এন্ট্রি করে Continue করলে তার পরের পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতা, উল্লেখ করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
- এবার পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
- এজন্য দরখাস্ত করার আগে ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। এরপর পরীক্ষা ফী বাবদ 100 টাকা দিতে হবে এসবিআই, নেট ব্যাঙ্কিং / ক্রেডিট কার্ড / ডেবিট কার্ডে, ভীম ইউ.পি.আই-র মধ্যে। তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফী লাগবে না।
- সবশেষে রেজিস্টেশন করার পর প্রিন্ট করে নেবেন।
একজন প্রার্থী একটিই দরখাস্ত। পাঠাবেন।
বিস্তারিত তথ্য পাবেন, ওপরের ওই ওয়েবসাইটে।
SSC MTS Recruitment 2023 প্রায়শঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
SSC MTS Recruitment 2023: FAQs
Click Here