SSC CPO Notification 2023 Out for 1876 Pots | Download PDF | 1876 পদের জন্য SSC CPO বিজ্ঞপ্তি 2023 বেরিয়েছে | PDF ডাউনলোড করুন
SSC CPO 2023 বিজ্ঞপ্তিটি SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে 22 শে জুলাই 2023-এ 1876 SI শূন্যপদের জন্য প্রকাশিত হয়েছে। SSC CPO 2023 এর জন্য অনলাইন আবেদন15ই আগস্ট 2023 পর্যন্ত সক্রিয় রয়েছে, নীচে বিশদ বিবরণ রয়েছে।
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল) ‘সাব-ইন্সপেক্টর’আর দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) পদে ১,৮৭৬ ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
SSC CPO Notification 2023 Overview | একনজরে
প্রতি বছর, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দিল্লি পুলিশ-এর সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) এবং সেন্ট্রাল আর্মড ফোর্স (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত ফোর্স, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল)-এর সাব-ইন্সপেক্টর পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করে।
উল্লিখিত পদগুলির জন্য বেতন হল ৩৫,৪০০ -১,১২,৪০০ টাকা (বেতন লেভেল-৬ অনুযায়ী)। এসএসসি সিপিও বিজ্ঞপ্তি 2023 এর একটি সংক্ষিপ্ত বিবরণ নীচে তালিকাভুক্ত করা হয়েছে।
SSC CPO Notification 2023 Eligibility । যোগ্যতা
কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সব পদের জন্য আবেদন করতে পারেন। তবে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স (এল.এম.ভি) থাকতে হবে।
Age Limit | বয়স সীমা
বয়স হতে হবে ১-৮-২০২৩’র হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২৮-১৯৯৮ থেকে ১-৮-২০০৩ এর মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, বিধবা-বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৩৫ (তপশিলী হলে ৪০. ও.বি.সি. হলে ৩৮) বছর পর্যন্ত আর প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
Physical Measurement | শরীরের মাপজোখ
শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৭০ (গোর্খা, সিকিমি বা, উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির পার্বত্য এলাকার ছেলেরা ১৬৫, তপশিলী উপজাতি হলে ১৬২.৫ সেমি আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ (তপশিলী উপজাতি হলে ৭৭) সেমি ও ফুলিয়ে ৮৫ (তপশিলী উপজাতি হলে ৮২) সেমি।
মেয়েদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (গোর্খা, সিকিমি ও পার্বত্য এলাকার মেয়েরা ১৫৫, তপশিলী উপজাতি হলে ১৫৪ ) সেমি। সব ক্ষেত্রেই ওজন থাকতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9. দূরের বেলায় ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, ট্যারা দৃষ্টি, বর্ণান্ধতা কিংবা শারীরিক বা মানসিক ত্রুটি থাকলে আবেদনের যোগ্য নন।
Salary | বেতন
মূল মাইনে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
SSC CPO Notification 2023 Vacancy | শূন্যপদ
শূন্যপদ দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ১৬২টি। এর মধ্যে ছেলে ১০৯টি (জেনাঃ ৩৯, ও.বি.সি. ২১, ভাজাঃ ১২, তাউজোঃ ৬, ই.ড.এস. ১০, প্রাসেকের ৭, প্রাঃসঃকঃ (স্পেশাল ক্যাটেগরি) ৩, বিভাগীয় ১১। মেয়েদের জন্য ৫৩টি (জেনাঃ ২৪, ও.বি.সি. ১৩, তাজাঃ ৭, তাউজোঃ ৪, ই.ড.এস. ৫)। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সাব-ইন্সপেক্টর (জি.ডি.) পদে শূন্যপদ ১,৭১৪টি। মোট শূন্যপদের মধ্যে সি.আর.পি.এফ. এর সাব-ইন্সপেক্টর পদে ৮১৮টি। এর মধ্যে ছেলেদের জন্য ৭৮৮টি (জেনাঃ ৩১৯, ই.ডব্লু.এস. ৭৯, ও.বি.সি. ২১৩, তঃজাঃ ১১৮, তঃউঃজাঃ ৫৯) ও মেয়েদের ৩০টি (জেনাঃ ১২. ই.ড.এস. ৩, ও.বি.সি. ৮. তাজাঃ ৫, তঃউঃ জাঃ 2 ) । বি.এস.এফ. এর সাব-ইন্সপেক্টর পদে ১১৩টি। এর মধ্যে ছেলেদের জন্য ১০৭টি (জেনাঃ ৪৩, ই.ড.এস. ১১, ও.বি.সি. ২৯ তাজাঃ ১৬, তঃউজোঃ ৮) ও মেয়েদের ৬টি (জেনাঃ ২,ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ২, তঃজাঃ ১)। সি.আই.এস.এফ. এর সাব-ইন্সপেক্টর পদে ৬৩০টি। এর মধ্যে ছেলেদের জন্য ৫৬৭টি (জেনাঃ ২৩১, ই.ড.এস. ৫৬, ও.বি.সি. ১৫৩, তাজার ৮৫, তাউজোঃ ৪২) ও মেয়েদের ৬৩টি (জেনাঃ ২৬, ই.ড.এস. ড. ও.বি.সি. ১৭, তাজাঃ ৯, তাউংজ্ঞাঃ ৫)। আই.টি.বি.পি. ‘এর সাব-ইন্সপেক্টর পদে ৬৩টি। এর মধ্যে ছেলেদের জন্য ৫৪টি (জেনাঃ ২১, ই.ডব্লু.এস. ১০, ও.বি.সি. ১৩, তঃজাঃ ৭, তঃ উঃজাঃ ৩) ও মেয়েদের ৯টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস. ২, ও.বি.সি. ২, তঃজাঃ ১)। এস.এস.বি.’ এর সাব-ইন্সপেক্টর পদে ৯০টি। এর মধ্যে ছেলেদের জন্য ৮৫টি (জেনাঃ ৩৮, ই.ডব্লু.এস. ১. ও.বি.সি. ২৫. তঃজাঃ ১১, তাউজোঃ ২) ও মেয়েদের ৫টি (ও.বি.সি. ২. তাজাঃ ৩)।
SSC CPO 2023 Selection Process । প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ‘Recruitment of Sub- Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2023’ পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে দু’টি পর্যায়ে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবরে। এইসব কেন্দ্রে। কলকাতা ( ৪৪১০), পোর্ট ব্লেয়ার (৪৮০২), ভুবনেশ্বর (৪৬০৪), রাঁচি (৪২০৫), গুয়াহাটি (দিসপুর) (৫১০৫), ইটানগর (৫০০১), ডিব্ৰুগড় (৫১০২), জোড়হাট (৫১০৭), শিলচর (৫১১১), ইম্ফল (৫৫০১), শিলং (৫৪0১), আইজল (৫৭১), কোহিমা ( 2002), আগরতলা (৫৬০১), পটনা (৩২০৬), মজঃফরপুর (৩২০৫), ভাগলপুর (৩২০১)।
SSC CPO 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ
লিখিত পরীক্ষায় থাকবে দু’টি পেপার।
পেপার ১
পেপার ২
প্রথম পেপারে ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : পার্ট-এ : জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট-বি: জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট-সি: কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, পার্ট-ডি: ইংলিশ কমপ্রিহেনশন। প্রতিটি পার্টে থাকবে ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।
এরপর দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে। এই পেপারে ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গোয়েজ ও কমপ্রিহেনশন বিষয়ে। সময় থাকবে ২ ঘন্টা ৷ সব পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
Physical measurements and physical ability tests । শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা
এরপর হবে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬.৫ মিনিটে ১.৬ কিমি. দৌড়, ৩ সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প, ৩ সুযোগে ১.২ মিটার হাই জাম্প, ৩ সুযোগে ৪.৫ মিটার শট পাট।
মেয়েদের বেলায় ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৩ সুযোগে ২.৭ মিটার লং জাম্প, ৩ সুযোগে ০.৯ মিটার হাই জাম্প। সফল হলে এরপর হবে ডাক্তারি পরীক্ষা।
SSC CPO 2023 Apply online । অনলাইন আবেদন
দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.ssc.nic.in, www.ssconline.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (২০ কেবির মধ্যে) ও সিগনেচার (১২ কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন।
পরীক্ষার ফী: তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, সেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় চালানের মাধ্যমে জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবেন। তপশিলী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সংশোধন করতে পারবেন ১৬ ও ১৭ আগস্ট।
অফিসিয়াল ওয়েবসাইট : www.ssc.nic.in