
SBI PO 2023 Notification Out for 2000 Posts, Exam Date, Download Notification PDF | SBI PO 2023, 2000 পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার তারিখ, বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন
SBI PO 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় প্রবেশনারি অফিসারদের (PO) শূন্যপদগুলির জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য পরিচালিত হয়। SBI PO 2023, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘প্রবেশনারি অফিসার’ পদে ২,০০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি 6ই সেপ্টেম্বর 2023-এ পরীক্ষার তারিখ সহ প্রকাশিত হয়েছে। SBI PO 2023 অনলাইনে আবেদন প্রক্রিয়া 7 ই সেপ্টেম্বর 2023 থেকে www.sbi.co.in-এ শুরু হয়েছে।
এবছর যাঁরা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ৩১ ডিসেম্বরের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশীট দেখাতে হবে।
SBI PO 2023 Age Limit | বয়স সীমা
বয়স হতে হবে ১-৪-২০২৩’র হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম- তারিখ হতে হবে ২-৪-১৯৯৩ থেকে ১-৪-২০০২ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ (ও.বি.সি. হলে ১৩, তপশিল্পী ( হলে ১৫) বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শুরুতে ২ বছর প্রবেশন। তখন মাইনে মাসে ৪১,৯৬০ টাকা। সফল হলে এরপর ‘অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-। এ চাকরি।
মূল মাইনে : ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা। শূন্যপদ : ২,০০০টি (জেনাঃ ৮১০, ও.বি.সি. ৫৪০, তঃজাঃ ৩০০, তঃউঃজাঃ ১৫০, ই.ডব্লু.এস. ২০০)। এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী ২০, বধির প্রতিবন্ধী ৩৬, এল.ডি. ২০, অন্যান্য ৩৬।
সাধারণ বা, ই.ডব্লু.এস. প্রার্থীরা ৪ বার, ও.বি.সি., সাধারণ প্রতিবন্ধী, ও.বি.সি. প্রতিবন্ধীরা ৭ বার এই পরীক্ষা দিতে পারবেন। তপশিলী ও তপশিলী প্রতিবন্ধীরা যতবার খুশি দিতে পারবেন।
এই পদের বিজ্ঞপ্তি নং : CRPD/PO/2023-24/19.
SBI PO 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে। সফল হলে মেন পরীক্ষা। তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।
প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের ১ ঘন্টার ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে:
(১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় ২০ – মিনিট।
(২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট – ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় ২০ মিনিট।
(৩) রিজনিং এবিলিটি – ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় ২০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি পার্টে কোয়ালিফাইং নম্বর পেলে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে ‘মেন’ পরীক্ষার জন্য ডাকা হবে।
প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে।
‘মেন’ পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন হবে।
অবজেক্টিভ টাইপের পার্টে ৩ ঘন্টার ২০০ – নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে :
(১) টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ (গ্র্যামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন) -৪০ নম্বরের ৩৫টি প্রশ্ন, সময় ৪০ মিনিট।
(২) টেস্ট অফ জেনারেল, ইকনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস -৬০ নম্বরের ৫০টি প্রশ্ন, সময় ৪৫ মিনিট।
(৩) টেস্ট অফ ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন-৫০ নম্বরের ৩০টি প্রশ্ন, সময় ৪৫ মিনিট।
(৪) টেস্ট অফ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট -৫০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় ৫০ মিনিট।
নেগেটিভ মার্কিং আছে। ডেসক্রিপ্টিভ টাইপের পেপারে ৫০ নম্বরের ৩০
1 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে ‘টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ (লেটার রাইটিং ও প্রবন্ধ লেখা)।
অবজেক্টিভ টাইপের পার্টে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। ডেসক্রিপ্টিভ টাইপের পার্টে কোয়ালিফাইং নম্বর পেতে হবে। ‘মেন’ পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপ্টিভ টাইপের পার্টের পরীক্ষা হবে অনলাইনে। অনলাইন মেন পরীক্ষা হবে ডিসেম্বর-জানুয়ারি মাস নাগাদ, হুগলি, কল্যাণী, কলকাতা, আগরতলা, জামশেদপুর, রাঁচি, পটনা, গুয়াহাটি, পোর্ট ব্লেয়ার, শিলং, আইজল। ফল বেরোবে জানুয়ারিতে।
মোট শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
গ্রুপ ডিসকাশনে থাকবে ২০ নম্বর ও ইন্টারভিউয়ে থাকবে ৩০ নম্বর। ইন্টারভিউ হবে ফেব্রুয়ারিতে।
‘মেন’ লিখিত পরীক্ষা -ও ‘গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ এ পাওয়া নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হবে।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ‘Acquaint Yourself’ পুস্তিকায়, যা লিখিত পরীক্ষার কল লেটারের সঙ্গে ডাউনলোড করতে পারবেন। তপশিলী ও প্রতিবন্ধীরা ইন্টারভিউ দিতে যাতায়াতের ভাড়া পাবেন। তপশিলী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি-এক্সামিনেশন ট্রেনিং’ নিতে পারেন। এজন্য দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবেন। প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে নভেম্বর- ডিসেম্বরে, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, পটনা, আগরতলা, শিলচর, গুয়াহাটি, গ্যাংটক, ভুবনেশ্বর, রাঁচী ও শিলংয়ে। প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। ট্রেনিং শুরু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
SBI PO 2023 Exam Centres | পরীক্ষা কেন্দ্র
অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বরে। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে (ব্রাকেটে রাজ্যের কোড নং দেওয়া হল) :
পশ্চিমবঙ্গ (কোড ৪৫) : কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল।
অসম (কোড ১৪) : ডিব্ৰুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর।
বিহার (কোড ১৫) : অড়হ, ঔরঙ্গাবাদ, বিহার শরিফ, ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজঃফরপুর, পটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, সিওয়ান।
ঝাড়খন্ড (কোড ২৩) : বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি।
ওড়িশা (কোড ৩৫) . আঙ্গুল, বালাসোর, বড়গড়, বারিপদা, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, ঝড়সুগুড়া, রৌরকেলা, সম্বলপুর। সিকিম (কোড ৩৯) : গ্যাংটক। ত্রিপুরা (কোড ৪২): আগরতলা।
SBI PO Apply Online | অনলাইনে আবেদন
দরখাস্ত করবেন অনলাইনে, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.sbi.co.in অথবা https:// bank.sbi/careers
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন জে.পি.জি. বা, জে.পি.ই.জি. ফর্মাটে। ফটো রঙিন হতে হবে ও ফটো 200×230 পিক্সেল হতে হবে। সিগনেচার ১৪০×৬০ পিক্সেল হতে হবে। ফটো ও সিগনেচার ২০০ ডি.পি.আই. তে স্ক্যান করবেন।
এছাড়াও নিচে দেওয়া ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করবেন :
‘……. (Name of the candidate)…….. (Date of Birth) hereby declare that all the information sumitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left hand thumb impression is of mine’. অনলাইনে দরখাস্ত করার আগে প্রথমে পরীক্ষা ফী বাবদ ৭৫০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা জমা দিতে হবে। টাকা অনলাইনে৷ বা, অফলাইনে জমা দিতে পারবেন। অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড (রু-পে / ভিসা / মাস্টার কার্ড / ময়েস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই.এম.পি.এস., ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেট। অনলাইনে টাকা জমা দেওয়ার পর ই- রিসিপ্ট প্রিন্ট করে নেবেন।
এবার ওই ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে যাবতীয় তথ্য দিয়ে ‘সাবমিট’করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। নাম রেজিস্ট্রেশনের পর আবেদনপত্রের ১ কপি প্রিন্ট আউট ও ই-রিসিপ্ট (Deposit Journal No.)’এর ১ কপি নিজের কাছে রেখে দেবেন। অন্য কোনো মাধ্যমে টাকা জমা দিলে নাম নথিভুক্ত করতে পারবেন না। অনলাইন পরীক্ষা দেওয়ার সময় কল লেটারের সঙ্গে পেমেন্ট রিসিপ্টের মূল কপি জমা দিতে হবে। তপশিলী, ও.বি.সি. প্রভৃতি প্রার্থীদের বেলায় ইন্টারভিউয়ের সময় কাস্ট সার্টিফিকেটের মূল কপি দেখাতে হবে। আরো বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটে পাবেন ।