RRB ALP Recruitment 2024

RRB ALP Recruitment 2024-www.winnerwe.com

RRB ALP Recruitment 2024 (5696 Post) Apply Online | অনলাইনে আবেদন করুন

RRB ALP Recruitment 2024: RRB ALP Recruitment 2024, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, পদটির জন্য আবেদন করার শেষ তারিখ 19 ফেব্রুয়ারী, 2024 পর্যন্ত। এই পদের জন্য CBT পরীক্ষা 2024 সালের জুন এবং আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে (CBT 2) পরীক্ষাগুলি অস্থায়ীভাবে নির্ধারিত হয়েছে সেপ্টেম্বর 2024-এর জন্য। অ্যাপটিটিউড টেস্ট (CBAT) নভেম্বর 2024-এ নির্ধারিত হয়েছে। অ্যাপটিটিউড টেস্টের পরে, নথি যাচাইয়ের জন্য সংক্ষিপ্ত তালিকা নভেম্বর 2024/ডিসেম্বর 2024-এ প্রকাশিত হবে।

এই পদের বিজ্ঞপ্তি নং: CEN No. : 01/2024

Click To Know : RRB ALP Notification 2024 

RRB ALP Recruitment 2024: How to apply | কীভাবে আবেদন করবেন

দরখাস্ত করবেন অনলাইনে, 20 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন।

  • এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
  • এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (30 থেকে 70 কেবির মধ্যে) ও সিগনেচার (30-70 কেবির মধ্যে) আর কাস্ট সার্টিফিকেট (শুধুমাত্র তপশিলীদের জন্য) ৫০০ কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে।
  • প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে করবেন। তখন ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড পাবেন।
    তারপর স্ক্যান করার যাবতীয় প্রমাণপত্র করবেন।
  • তারপর পরীক্ষা ফী বাবদ 500 প্রতিবন্ধী, মহিলা, সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীদের বেলায় 250) টাকা বেলায় এই ওয়েবসাই টে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
    সাধারণ প্রার্থীরা ‘CBT-I’ পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফী থেকে 400 টাকা আর তপশিলী, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা ‘CBT-I’ পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরৎ পেয়ে যাবেন (ব্যাঙ্ক চার্জ কেটে)।

কোন রেলওয়ে রিত্রুক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন :

  • কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbkolkata.gov.in
  • মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbmalda.gov.in
  • শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbsilliguri.gov.in
  • রাঁচী রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbranchi.gov.in
  • পটনা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbpatna.gov.in
  • গুয়াহাটি রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbguwahati.gov.in
  • আহমেদাবাদ রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbahmedabad.gov.in
  • আজমীর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbajmer.gov.in
  • বেঙ্গালুরু রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbnc.gov.in
  • ভোপাল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbhopal.gov.in
  • ভুবনেশ্বর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbbs.gov.in
  • বিলাসপুর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbilaspur.gov.in
  • চন্ডীগড় রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbcdg.gov.in
  • চেন্নাই রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbchennai.gov.in
  • গোরক্ষপুর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbgkp.gov.in
  • জম্মু-কাশ্মীর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbjammu.nic.in
  • মুম্বাই  রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmumbai.gov.in                                       
  • মজঃফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmuzaffarpur.gov.in     
  • সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbsecunderabad.gov.in  
  • তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbthiruvananthapuram.gov.in    
  • প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbald.gov.in

ফর্ম পূরণ করতে ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *