RBI Assistant 2023

RBI Assistant 2023-https://www.winnerwe.com/

RBI Assistant 2023 Notification Out for 450 Posts, Exam Date Online Form | PDF Link
RBI সহকারী 2023 450 টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার তারিখ অনলাইন ফর্ম | PDF লিঙ্ক

RBI Assistant 2023: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে ৪৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে। আবেদন প্রক্রিয়া চলছে এবং 4 ঠা অক্টোবর 2023 পর্যন্ত চলবে । প্রার্থীরা নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন এবং বিভাগ-ভিত্তিক শূন্যপদ, যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার প্যাটার্ন, পাঠ্যক্রম, এবং সম্পর্কে আরও জানতে অফিসিয়াল RBI সহকারী বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করতে পারেন। RBI Assistant Preliminary পরীক্ষা 2023 সালের 21 এবং 23শে অক্টোবর অনুষ্ঠিত হবে। RBI Assistant আবেদন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ বিশদ বিবরণ নীচে দেওয়া হয়েছে।

যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% (তপশিলী ও প্রতিবন্ধী হলে পাশ নম্বর) পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারা দরকার।

মূল মাইনে : ২০,৭০০-৫৫,৭০০ টাকা । শুরুতে মাইনে মাসে প্রায় ৪৫,০৫০ টাকা। 

RBI Assistant 2023 Notification | বিজ্ঞপ্তি 

Click to Download: RBI Assistant 2023 Notification-

RBI Assistant 2023 Age Limit | বয়স সীমা 

বয়স হতে হবে ১-৯-২০২৩’র হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম- তারিখ হতে হবে ২-৯-১৯৯৫ থেকে ১-৯-২০০৩ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) আর বিধবা-বিবাহবিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ১০ বছর বয়সে ছাড় পাবেন।

RBI Assistant 2023 Vacancy| শূন্যপদ 

কোন অফিসে ক’টি শূন্যপদ :

  • কলকাতায় ২২টি (জেনাঃ ১১, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪, ই.ডব্লু.এস. ২)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩।
  • আহমেদাবাদে ১৩টি (জেনাঃ ৬, ও.বি.সি. ৪, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ২।
  • বেঙ্গালুরু ৫৮টি (জেনাঃ ২৩, ও.বি.সি. ১৮, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ৫)। এর মধ্যে প্রতিবন্ধী ৪, প্রাঃসঃকঃ ৮।
  • ভোপাল ১২টি (জেনাঃ ৫, তঃউঃ জাঃ ৬, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ২।
  • ভূবনেশ্বর ১৯টি (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৮, ও.বি.সি. ২, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩।
  • চন্ডীগড় ২১টি (জেনাঃ ৮, ও.বি.সি. ৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ২)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩।
  • চেন্নাই ১৩টি (জেনাঃ ৮, ও.বি.সি. ৩, তঃজাঃ ১, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ২।
  • গুয়াহাটি ২৬টি (জেনাঃ ১১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৮, ও.বি.সি. ৪, ই.ডব্লু.এস. ২)। এর মধ্যে প্রতিবন্ধী ৪, প্রাঃসঃকঃ ৪।
  • হায়দরাবাদ ১৪টি (জেনাঃ ৬, ও.বি.সি. ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ২।
  • জয়পুর ৫টি (জেনাঃ ৩, ও.বি.সি. ১, তঃউঃজাঃ ১)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ১।
  • জম্মু ১৮টি (জেনাঃ ১০, ও.বি.সি. ৩, তঃজাঃ ৪, ই.ডব্লু.এস. ১)। এর প্রাঃসঃকঃ ৩।
  • কানপুর অ্যান্ড লক্ষ্মৌ ৫৫টি (জেনাঃ ২৮, ও.বি.সি. ৯, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ৫)। এর মধ্যে প্রতিবন্ধী ৯, প্রাঃসঃকঃ ৭।
  • মুম্বাই ১০১টি (জেনাঃ ৭৬, তঃউঃজাঃ ১৫, ই.ডব্লু.এস. ১০)। এর মধ্যে প্রতিবন্ধী ১৮, প্রাঃসঃকঃ ১৪।
  • নাগপুর ১৯টি (জেনাঃ ৯, ও.বি.সি. ৩, তঃউঃজাঃ ৬, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩।
  • নিউদিল্লি ২৮টি (জেনাঃ ১৭, ও.বি.সি. ৮, তঃজাঃ ১, ই.ডব্লু.এস. ২)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৪।
  • পটনা ১০টি (জেনাঃ ৪, তঃজাঃ ১, ও.বি.সি. ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ২, প্রাঃসঃকঃ ১।
  • তিরুবনন্তপুরম অ্যান্ড কোচি ১৬টি (জেনাঃ ১০, ও.বি.সি. ৪, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ১)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩।

কলকাতা, পটনা, ভুবনেশ্বর, গুয়াহাটির প্রার্থীরা পূর্বাঞ্চলে, চন্ডীগড়, জয়পুর, জম্মু শ্রীনগর, কানপুর, লক্ষ্মৌ ও নয়াদিল্লির প্রার্থীরা উত্তরাঞ্চলে, বেঙ্গালউরু, চেন্নাই, হায়দরাবাদ, কোচি ও তিরুবনন্তপুরমের প্রার্থীরা দক্ষিণাঞ্চলে আর আহমেদাবাদ, ভূপাল, মুম্বাই, নাগপুর, পুণে, পানাজির প্রার্থীরা পশ্চিমাঞ্চলে চাকরি পাবেন। প্রার্থী বাছাইয়ের অনলাইন টেস্ট হবে ২১ ও ২৩ অক্টোবর।
এইসব কেন্দ্রে : আসানসোল, কল্যাণী, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি, আগরতলা, গ্যাংটক, দিসপুর, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, কামরুপ, শিলচর, পটনা, রাঁচী, জামশেদপুর, বোকারো, ধানবাদ, হাজারিবাগ, শিলং, ইম্ফল।

RBI Assistant 2023 Selection Process | বাছাই প্রক্রিয়া 

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে।

এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৩টি বিষয়ে :

(১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ -৩০ নম্বরের ৩০টি প্রশ্ন,

(২) নিউমেরিক্যাল এবিলিটি – ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন,

(৩) রিজনিং এবিলিটি -৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন।

সময় থাকবে ১ ঘন্টা। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ। ফল বেরোবে জানুয়ারি- ফেব্রুয়ারি মাস নাগাদ ।

ই পরীক্ষায় ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৫টি বিষয়ে :

(১) টেস্ট অফ রিজনিং,

(২) টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ,

(৩) টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি,

(৪) টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস,

(৫) টেস্ট কম্পিউটার নলেজ।

প্রতিটি পার্টে থাকবে ৪০ নম্বর। সময় থাকবে ২ ঘন্টা ১৫ মিনিট।

প্রতিটি পার্টে কোয়ালিফাইং নম্বর পেতে হবে। নেগেটিভ মার্কিং আছে। ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। সফল হলে ৩৫ নম্বরের ইন্টারভিউ। তপশিলী ও প্রতিবন্ধীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিং হবে।

RBI Assistant 2023 Apply Online | অনলাইনে আবেদন 

আবেদন  করবেন অনলাইনে, ৪ পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.rbi.org.in

  • এজন্য প্রথমে একটি বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে।
  • এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। ফটো রঙিন হতে হবে ও ফটো 200×2৩০ পিক্সেল হতে হবে (ফটোর মাপ হতে হবে ২০ থেকে ৫০ কে.বি.’র মধ্যে)। সিগনেচার ১৪০×৬০ পিক্সেল হতে হবে (সিগনেচারের মাপ হতে হবে ১০ থেকে ২০ কে.বি.’র মধ্যে)। ফটো ও সিগনেচার ২০০ ডি.পি.আই. তে স্ক্যান করবেন।
  • এছাড়াও নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করবেন। ‘…. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’.
  • এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
  • তখন রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড-সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
  • এছাড়াও ই-মেলে বা, এস.এম.এস.এ রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাঠানো হবে। তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করবেন, সেগুলি ৩ বার এডিট করার সুযোগ পাবেন।
  • সব শেষে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
  • তারপর ফী বাবদ ৪৫০ (তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে ৫০) টাকা দিতে হবে।
  • অনলাইনে টাকা জমা দিতে পারবেন মাস্টার / ভিসা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে।
  • টাকা জমা দেওয়ার অন্তত ২ দিন পর আপনার মোবাইল বা, ই-মেলে কনফার্মেশন এস.এম.এস. বা, ই- পাবেন। এজন্য সঠিক মোবাইল নম্বর বা, ই-মেল আই.ডি. দেবেন ।
  • টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট ও অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন ।

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *