NDA Recruitment 2023

NDA Recruitment 2023

NDA Recruitment 2023 Notification Out, Application Form for 395 Posts| NDA নিয়োগ 2023 বিজ্ঞপ্তি, 395 টি পদের জন্য আবেদনপত্র

NDA Recruitment 2023 বিজ্ঞপ্তি 395টি শূন্যপদের জন্য প্রকাশিত হয়েছে। UPSC NDA 2023 পরীক্ষার তারিখ, সিলেবাস, বেতন, ইত্যাদি এই নিবন্ধে দেখুন।

NDA Recruitment 2023 | NDA নিয়োগ 2023

আর্মি, নেভি ও এয়ারফোর্সে 395 জন অফিসার ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত তরুণ- তরুণীরা আবেদন করতে পারেন।151 তম ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং 113 তম ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি কোর্স শুরু হবে 2024 সালের জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করবে UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন), ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এক্সামিনেশন (1), 2023-এর মাধ্যমে। পরীক্ষা ১৬ এপ্রিল, পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে। প্রথমে ট্রেনিং এবং সফল হলে চাকরি।

ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ন্যাভাল একাডেমিতে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) দ্বারা প্রতি বছর দুবার NDA পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই নিবন্ধে, NDA 1 2023 পরীক্ষা, বিজ্ঞপ্তি, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস এবং গুরুত্বপূর্ণ তারিখ সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করব।

NDA Recruitment 2023 Notification | বিজ্ঞপ্তি

এনডিএ এবং ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি কোর্সে (INAC) সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শাখায় ভর্তির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা লিখিত পরীক্ষা 16 এপ্রিল 2023 তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য অ্যাডমিট কার্ড পরীক্ষার 15 দিন আগে প্রকাশ করা হবে। পরীক্ষার আগে পরীক্ষার্থীরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর: 03/2023-NDA-I. তারিখ 21-12-2022।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: NDA Recruitment 2023

NDA Recruitment 2023 Vacancy | শূন্যপদের বিবরণ

  • ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি: মোট 370 টি (আর্মি 208, নেভি 42, এয়ারফোর্স 120)। এয়ারফোর্সের ক্ষেত্রে নিয়োগ হবে ফ্লাইং (শূন্যপদ 12 টি), গ্রাউন্ড ডিউটি-টেকনিক্যাল (শূন্যপদ 18 টি) এবং গ্রাউন্ড ডিউটি-নন টেকনিক্যাল (শূন্যপদ 10 টি) শাখায়। আর্মিতে 10 টি, নেভিতে 3 টি এবং এয়ারফোর্সে শাখা প্রতি 2 টি করে মোট 6 টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 
  • ন্যাভাল অ্যাকাডেমি: 25 টি (পুরুষ)। 

NDA Recruitment 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড

NDA Recruitment 2023 Educational Qualification | শিক্ষাগত যোগ্যতা

  • ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে আর্মি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।
  • ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এয়ারফোর্স ও ন্যাভাল উইং এবং ন্যাভাল অ্যাকাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা : ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল। উভয় ক্ষেত্রেই যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন ।

NDA Recruitment 2023 Age Limits, Sex and Marital Status | বয়স সীমা, লিঙ্গ এবং বৈবাহিক অবস্থা

সব ক্ষেত্রেই জন্মতারিখ হতে হবে 02-07-2004 থেকে 01-07-2007- এর মধ্যে।
অর্থাৎ, শুধুমাত্র অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থীরা যারা 02 জুলাই 2004 এর আগে এবং 1 লা জুলাই 2007 এর পরে জন্মগ্রহণ করেন নি তারাই যোগ্য।

NDA Recruitment Physical Measurements, Height Requirements | দৈহিক মাপজোক, প্রয়োজনীয় উচ্চতা

  • আর্মির ক্ষেত্রে উচ্চতা: 157 সেমি (গোর্খাদের ক্ষেত্রে 152 সেমি)।
  • নেভির ক্ষেত্রে উচ্চতা: পুরুষ: 157 সেমি (গোর্খাদের ক্ষেত্রে 147 সেমি)।
  • এয়ার ফোর্সের গ্রাউন্ড ডিউটি শাখার ক্ষেত্রে উচ্চতা: পুরুষ: 157.5 সেমি (গোর্খাদের ক্ষেত্রে 152.5 সেমি), মহিলা: 152 সেমি (গোর্খাদের ক্ষেত্রে 147 সেমি)।
  • এয়ারফোর্সের ফ্লাইং শাখার ক্ষেত্রে উচ্চতা: 162.5 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা 81.5-96 সেমি, পায়ের দৈর্ঘ্য 99-120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি।
    বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। অন্তত 5 সেমি ফুলিয়ে বুকের ছাতির ন্যূনতম মাপ হতে হবে 81 সেমি।

দৃষ্টিশক্তি: আর্মি ও এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি শাখার ক্ষেত্রে: চশমা ছাড়া উভয় চোখে 6/36, চশমা সহ 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। হাইপারমেট্রোপিয়া থাকলে প্লাস 2.5 ডি এবং মায়োপিয়া থাকলে মাইনাস 2.5 ডির মধ্যে হতে হবে। অস্টিগম্যাটিজম প্লাস-মাইনাস 2.0 ডির মধ্যে সীমাবদ্ধ হতে হবে। রং চেনার ক্ষমতা সি পি-2 (গ্রাউন্ড ডিউটি লজিস্টিক্সের ক্ষেত্রে সি পি 3) মানের হতে হবে।
নেভি ও এয়ারফোর্সের ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: চশমা ছাড়া দুই চোখে 6/6, 6/9, চশমা সহ (এয়ারফোর্সের ক্ষেত্রে কেবল হাইপারমেট্রোপিয়া থাকলে) 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। হাইপারমেট্রোপিয়া প্লাস 1.5 ডি, মায়োপিয়া মাইনাস0.75 র ক্ষমতা সি পি-1 মানের হতে হবে।

সব ক্ষেত্রেই লাল ও সবুজ রং চেনার স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক শ্রবণশক্তি এবং নিখুঁত শারীরিক ও মানসিক স্বাস্থ্য থাকা দরকার। কোনওরকম শারীরিক ত্রুটি থাকলে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে না।

NDA Recruitment Exam Pattern | নিয়োগ পরীক্ষার প্যাটার্ন

লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই দু’টি বিষয়ে: ম্যাথমেটিক্স (কোড 01), জেনারেল এবিলিটি টেস্ট (কোড 02)। ম্যাথমেটিক্সে মোট নম্বর 300। জেনারেল এবিলিটি টেস্ট অংশে নম্বর 600। দু’টি পর্বেরই সময়সীমা আড়াই ঘণ্টা করে। প্রশ্ন হবে অবজেক্টিভ ধরনের।
ম্যাথমেটিক্স কোড 01-এ থাকবে অ্যালজেব্রা, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস, ট্রিগোনোমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অব টু অ্যান্ড থ্রি ডায়মেনশনস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল ইক্যুয়েশনস, ভেক্টর অ্যালজেব্রা এবং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটি।
জেনারেল এবিলিটি টেস্ট কোড 02-এর পার্ট ‘এ’-তে ইংরেজি (200 নম্বর) ও পার্ট ‘বি’-এ জেনারেল নলেজের (400 নম্বর) প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ অংশে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি ও কারেন্ট ইভেন্ট বিষয়ক প্রশ্ন হবে। সব ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে।

পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি।

NDA Recruitment Selection Process | বাছাই প্রক্রিয়া

লিখিত পরীক্ষার পরে হবে ইন্টেলিজেন্স ও পার্সোন্যালিটি টেস্ট। দুই পর্বে পরীক্ষা হবে।

প্রথম পর্যায়ে থাকবে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট, পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট।

দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ও কনফারেন্স।

প্রথম পর্যায়ের পরীক্ষায় সফল হলে তবেই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ডাক পাওয়া যাবে।নির্বাচিত প্রার্থীদের প্রথমে 3 বছরের ট্রেনিং দেওয়া হবে। প্রথম আড়াই বছরের ট্রেনিং সবার ক্ষেত্রে একই। সফলরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বি এসসি বা বি এসসি (কম্পিউটার) বা বি টেক (এয়ারফোর্স এবং নেভির ক্ষেত্রে) বা বি এ ডিগ্রি পাবেন। এরপর উইং অনুসারে বিশেষ ট্রেনিং দেওয়া হবে যথাক্রমে আর্মির জন্য দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে, নেভির জন্য এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে, এয়ারফোর্সের জন্য হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমি এবং এয়ারফোর্স (গ্রাউন্ড ডিউটি-নন টেকনিক্যাল)-এর জন্য বেঙ্গালুরুর এয়ারফোর্স টেকনিক্যাল কলেজে। 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তরা সফল ভাবে ট্রেনিং শেষে বি টেক ডিগ্রি পাবেন।

পেশাদারি ট্রেনিংয়ের সময় মাসে 56,100 টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। নিয়োগ হলে শুরুতে বেতনক্রম : 56,100-1,77,500 টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা ।

NDA Recruitment 2023 Apply Online | অনলাইনে আবেদন করুন

অনলাইন আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.upsconline.nic.in

অনলাইন দরখাস্ত করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। দু’টি পার্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, অনলাইনে আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই (উভয়ই জে পি জি ফর্ম্যাটে ২০-৩০০ কেবি সাইজের মধ্যে) এবং বৈধ সচিত্র পরিচয়পত্র (পি ডি এফ ফর্ম্যাটে ২০-৩০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।

ফি বাবদ ১০০ টাকা (মহিলা ও তফসিলীদের ক্ষেত্রে ফি দিতে লাগবে না) জমা দিতে হবে পে-ইন-স্লিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনও শাখায়। পে-ইন-স্লিপ ডাউনলোড করে নেবেন উপরোক্ত ওয়েবসাইট থেকে। পার্ট-টু রেজিস্ট্রেশনের সময় পে-ইন স্লিপের প্রিন্ট আউট নেবেন। পে-ইন স্লিপের প্রিন্ট আউট নেওয়ার পরের কাজের দিন ব্যাঙ্কে গিয়ে নগদে ফি জমা দেবেন । নগদে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি। এছাড়া অনলাইনে নেট ব্যাঙ্কিং অথবা ভিসা বা মাস্টার বা রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমেও ফি দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দিলে ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। মহিলা, তফসিলি, সৈনিক স্কুলে পাঠরত সেনাকর্মীদের সন্তানদেরও ফি লাগবে না। অনলাইনে দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে।
কোনও রকমের অসুবিধা হলে ফোন করুন এই নং-এ: 011-23385271/011-23381125

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *