Naval Dockyard Visakhapatnam Apprentice 2022-23 Notification Out| ন্যাভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনম অ্যাপ্রেন্টিস 2022-23 বিজ্ঞপ্তি
ন্যাভাল ডকইয়ার্ড বিশাখপত্তনম দ্বারা 275টি অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ পদের জন্য অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে।
Naval Dockyard Visakhapatnam Aprentice 2022 | ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 2022
বিশাখাপত্তনমের ন্যাভাল ডকইয়ার্ড 275 জন তরুণ-তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে । এটি ভারতীয় নৌবাহিনীর অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, 1961, অ্যাপ্রেন্টিসেস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, 2014 এবং অ্যাপ্রেন্টিসেস (অ্যামেন্ডমেন্ট) রুলস, 2019 অনুসারে ট্রেনিং দেওয়া হবে ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসেস স্কুলে। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণ শুরু হবে মে- মাসে।
এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর: DAS (V) /01/22.
Naval Dockyard Visakhapatnam Aprentice 2022: Vacancies | শূন্যপদ
ট্রেড অনুসারে আসনসংখ্যা: ইলেক্ট্রনিক্স মেকানিক: 36টি। ফিটার: 33টি। শীট মেটাল ওয়ার্কার: 33টি। কার্পেন্টার: 27টি। মেকানিক ডিজেল: 23টি। পাইপ ফিটার : 23টি। ইলেক্ট্রিশিয়ান: 21টি। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: 15টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): 15টি। মেশিনিস্ট : 12টি। পেইন্টার (জেনারেল): 12টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক: 10টি। মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স: 10টি। ফাউন্ড্রিম্যান: 5টি।
নিয়মানুসারে তফসিলি, ও বি সি,ন্যাভাল ডকইয়ার্ডে 275 দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত 50 শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল। সঙ্গে ৬৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ। ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেডের ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স মেকানিক অ্যান্ড মেকানিক (রেডিও অ্যান্ড টিভি) ট্রেড, পাইপ ফিটার ট্রেডের ক্ষেত্রে প্লাম্বার ট্রেড, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ট্রেডের ক্ষেত্রে মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স ও মিলরাইট মেইন্টেন্যান্স মেকানিক ট্রেডে আই টি আই পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
জন্মতারিখ: 02-05-2009 তারিখে বা তার আগে হতে হবে।
দৈহিক মাপজোক: উচ্চতা অন্তত 137 সেমি, ওজন অন্তত 25.4 কেজি হতে হবে।
Naval Dockyard Visakhapatnam Apprentice 2022 | প্রার্থী বাছাই প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা 28 ফেব্রুয়ারি।
পরীক্ষার হল-টিকিট ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে: www.indiannavy.nic.in > Personnel -> Civilian -> Recruitment & Result হল- টিকিটের 2 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, যথাযথ ভাবে পূরণ করবেন এবং নির্দিষ্ট স্থানে প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের 2টি ফটো সেঁটে দেবেন। এগুলি পাঠাতে হবে। ফটো তোলার তারিখের উল্লেখ ফটোয় থাকতে হবে। 1 মাসের বেশি পুরনো ফটো চলবে না। এর পাশাপাশি উপরোক্ত ওয়েবসাইট থেকে নথিপত্রের তালিকা অর্থাৎ চেক-অফ লিস্টটিও ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। এটিও পাঠাতে হবে।
Naval Dockyard Visakhapatnam Apprentice 2022: Online Registaration | অনলাইন রেজিস্ট্রেশন
প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.apprenticeshipindia.gov.in রেজিস্ট্রেশনের শেষ তারিখ 2 জানুয়ারি। রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ওয়েবসাইটে পুনরায় লগ-ইন করে প্রার্থীর অ্যাপ্রেন্টিস প্রোফাইলের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে।
অ্যাপ্রেন্টিস প্রোফাইলের সঙ্গে পাঠাতে হবে এই সব নথি: পরীক্ষার 2 কপি হল-টিকিট। চেক-অফ লিস্ট। বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল। কাস্ট এবং ও বি সি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)। / আর্থিক ভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। আধার কার্ডের স্বপ্রত্যয়িত নকল। প্রার্থীর নাম-ঠিকানা লেখা ও 10 টাকা মূল্যের ডাকটিকিট সাঁটানো একটি খাম ।
প্রয়োজনীয় নথিপত্রগুলি 9 জানুয়ারির মধ্যে ডাকে পৌঁছতে হবে এই ঠিকানায়: The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam-530014, Andhra Pradesh.
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.indiannavy.nic.in
ন্যাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস 2022 সংক্রান্ত প্রশ্ন-উত্তর
Naval Dockyard Apprentice Apprentice: FAQs