KMC Recruitment 2023

KMC Recruitment 2023

KMC Recruitment 2023 Kolkata Municipal Corporation Notification, Vacancy | কলকাতা পুর নিগমে বিজ্ঞপ্তি, শূন্যপদ

কলকাতা পুর নিগমে ‘সাব-ওভারসিয়র’ পদে 75 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।প্রার্থী বাছাই করবে মিউনিসিপাল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ। অনলাইনে আবেদন করতে হবে 28 জানুয়ারি, 2023-এর মধ্যে। এই নিবন্ধে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে। 

এই পদের Advertisement No. 12 of 2022.

KMC Recruitment 2023 Vacancy | শূন্যপদ

শূন্যপদ : ৭৫টি (জেনাঃ 35, জেনাঃ প্রতিবন্ধী 2, জেনাঃ প্রাঃসঃকঃ 3, জেনাঃ মেধাবী খেলোয়াড় 2, তঃজাঃ 17, তঃউঃজাঃ 4, ও.বি.সি. – এ ক্যাটেগরি 7, ও.বি.সি. – বি ক্যাটেগরি 5)।

KMC Recruitment 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদন্ড

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারেন।

বয়স: বয়স হতে হবে 01-01-2022’র হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ও.বি.সি. ‘রা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে পে ম্যাট্রিক’ অনুযায়ী। লেভেল-IV অনুযায়ী।

KMC Recruitment 2023 Selection Process | প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় । 200 নম্বরের 100 টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (ক) জেনারেল নলেজ, (খ) ইংলিশ, (গ) কারেন্ট অ্যাফেয়ার্স, (ঘ) অঙ্ক, (ঙ) রিজনিং। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। সময় থাকবে ২ ঘন্টা। প্রশ্ন হবে ইংরিজিতে । নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভূল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে পার্সোন্যালিটি টেস্টের জন্য ডাকা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করা হবে এই ওয়েবসাইটে www.mscwb.org

KMC Recruitment 2023 Apply Online | অনলাইন আবেদন

দরখাস্ত করার পদ্ধতি : দরখাস্ত করবেন অনলাই নে, 28 জানুয়ারির মধ্যে। এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ 200 (তপশিলী, প্রতিবন্ধী হলে 50) টাকা অনলাইনে জমা দেবেন Indiaideas.com Limited (Bill Desk)-এ। টাকা জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন এই ওয়েবসাইটে: www.mscwb.org

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *