ISRO Recruitment 2023

ISRO Recruitment 2023

ISRO Recruitment 2023, Notification, Syllabus, Exam Date | ISRO নিয়োগ 2023, বিজ্ঞপ্তি, সিলেবাস, পরীক্ষার তারিখ

ISRO Recruitment 2023 -এর বিজ্ঞপ্তি, অনলাইনে অ্যাপ্লিকেশন লিঙ্ক, বাছাই প্রক্রিয়া, বেতন, ইত্যাদি সহ ISRO নিয়োগের বিশদ বিবরণ এখানে দেওয়া হয়েছে। ISRO নিয়োগ সংক্রান্ত সমস্ত বিবরণ পরীক্ষা করতে প্রার্থীদের অবশ্যই নীচের নিবন্ধ ভালো ভাবে দেখতে হবে।

ISRO Recruitment 2023 | ISRO নিয়োগ 2023

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হল একটি জাতীয় মহাকাশ সংস্থা যা মহাকাশ বিভাগের অধীনে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি সম্পর্কিত মহাকাশ সংক্রান্ত কাজ করে। ভারতের ISRO নিয়োগ 2023-এর মাধ্যমে, বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বিপুল সংখ্যক চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত বিভাগে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা একটি উপযুক্ত চাকরি পেতে ISRO চাকরি বেছে নিতে পারেন। প্রার্থীদের সুবিধার্থে এখানে ISRO নিয়োগ 2023 সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে মোট 526 জনকে নেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) নিয়োগ করবে আমেদাবাদ, বেঙ্গালুরু ও হায়দরাবাদ-সহ বিভিন্ন জোনে। এখন অস্থায়ী ভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ISRO:ICRB: 02(A-JPA):2022.

ISRO Recruitment 2023 Vacancy | ISRO নিয়োগ 2023 শূন্যপদ 

জোন অনুসারে শূন্যপদের বিবরণ:
অ্যাসিস্ট্যান্ট: আমেদাবাদ:  26 টি (জেনারেল 10, তফসিলি জাতি 2, তফসিলি উপজাতি 4, ও বি সি 8, আর্থিক ভাবে অনগ্রসর 2)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ অস্থি ও শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী এবং 2 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
বেঙ্গালুরু: 125 টি (জেনারেল 51, তফসিলি জাতি 21, তফসিলি উপজাতি 6, ও বি সি 32, আর্থিক ভাবে অনগ্রসর 15)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ অস্থিসংক্রান্ত ও অটিজমে আক্রান্ত প্রতিবন্ধী, 4 টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, 2 টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 18 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

হাসান: 16 টি (জেনারেল 8. তফসিলি জাতি 2, তফসিলি উপজাতি 1, ও বি সি 4, আর্থিক ভাবে অনগ্রসর 1)। এর মধ্যে 1 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

হায়দরাবাদ:  35 টি (জেনারেল 14, তফসিলি জাতি 4, তফসিলি উপজাতি 3, ও বি সি 11, আর্থিক ভাবে অনগ্রসর 3)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ অগ্নিসংক্রান্ত শ্রবণসংক্রান্ত ও দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 3 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন সংরক্ষিত হবে। স্বশাসিত প্রতিষ্ঠান (মহাকাশ দপ্তর) 2 টি (জেনারেল 1, তফসিলি উপজাতি 1)।

শ্রীহরিকোটা: 54 টি (জেনারেল 27, তফসিলি জাতি 8, তফসিলি উপজাতি 3, ও বি সি 11, আর্থিক ভাবে অনগ্রসর 5)। এর মধ্যে 2 টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, 3 টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 10 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

তিরুবনন্তপুরম: 83 টি (জেনারেল 40, তফসিলি জাতি 10, তফসিলি উপজাতি 1, ও বি. সি. 24, আর্থিক ভাবে অনগ্রসর 8)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ অস্থিসংক্রান্ত ও অটিজমে আক্রান্ত প্রতিবন্ধী, 3 টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, 4 টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 13 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। স্বশাসিত প্রতিষ্ঠান (মহাকাশ দপ্তর) 1 টি (জেনারেল)।

জুনিয়র পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট: আমেদাবাদ: 5 টি (জেনারেল 2, তফসিলি উপজাতি 2২, ও বি সি 1)। এর মধ্যে 1 টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

বেঙ্গালুরু: 60 টি (সাধারণ 29, তফসিলি জাতি 10, তফসিলি উপজাতি 4, ও বি সি 12, আর্থিক ভাবে অনগ্রসর 5)। এর মধ্যে 3 টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 7 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

হাসান : 1 টি (জেনারেল )।

হায়দরাবাদ: 16 টি (জেনারেল 7, তফসিলি জাতি 3, ও বি সি 4, আর্থিক ভাবে অনগ্রসর 2)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

স্বশাসিত প্রতিষ্ঠান (মহাকাশ দপ্তর): 1 টি (জেনারেল)।

নিউ দিল্লি: 2 টি (জেনারেল)।

শ্রীহরিকোটা: 24 টি (জেনারেল 12, তফসিলি জাতি 3, তফসিলি উপজাতি 2, ও বি সি 5, আর্থিক ভাবে অনগ্রসর 2)। এর মধ্যে 1 টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী (কেবল পা-সংক্রান্ত) এবং 4টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

তিরুবনন্তপুরম: 45 টি (সাধারণ 23, তফসিলি জাতি 5, ও বি সি 12, আর্থিক ভাবে অনগ্রসর 5)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত ও শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, 3 টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী এবং 2 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

আপার ডিভিশন ক্লার্ক: বেঙ্গালুরু: 16 টি (জেনারেল 9, তফসিলি জাতি 1, তফসিলি উপজাতি 1১, ও বি সি 4, আর্থিক ভাবে অনগ্রসর 1)। এর মধ্যে 1 টি করে শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

স্টেনোগ্রাফার: বেঙ্গালুরু 14 টি (জেনারেল 6, তফসিলি জাতি 2, তফসিলি উপজাতি 1, ও বি সি 4, আর্থিক ভাবে অনগ্রসর 1)। এর মধ্যে 1 টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

ISRO Recruitment 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অন্তত 60 শতাংশ নম্বর-সহ স্নাতক।

জুনিয়র পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে অন্তত 60 শতাংশ নম্বর-সহ স্নাতক অথবা কমার্শিয়াল বা সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা। এর পাশাপাশি স্টেনো-টাইপিস্ট পদে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 60 টি শব্দ শর্টহ্যান্ডে লেখার দক্ষতা থাকতে হবে। সেইসঙ্গে সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বয়স: 09-01-2023 তারিখে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও বি সিরা 3 বছরের ছাড় পাবেন। এছাড়াও দক্ষ খেলোয়াড়, প্রাক্তন সমরকর্মী, দৈহিক প্রতিবন্ধী, বিধবা, বিবাহবিচ্ছিন্না এবং আইনত বিবাহবিচ্ছিন্নারা পুনরায় বিবাহ না করে থাকলে নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

ISRO Recruitment 2023 Salary | বেতন

বেতন প্রতি মাসে 25,500 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা । মনে রাখবেন, দরখাস্তের সময় কোনও জোনের জন্য নির্দিষ্ট একাধিক পদে আবেদন করা যাবে, তবে একটি পদের জন্য আলাদা আলাদা জোনের নির্দিষ্ট শূন্যপদে আবেদন করা যাবে না।

ISRO Recruitment 2023 Selection Process | প্রার্থী বাছাই 

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। এ রাজ্যের পরীক্ষাকেন্দ্র কলকাতা।

ISRO Recruitment 2023 Apply Online | অনলাইন আবেদন

অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমেদরখাস্তের শেষ তারিখ 9 জানুয়ারি। দরখাস্তের সময় প্রার্থীর ফটো এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে 100 টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন- অফলাইন উভয় ভাবেই। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন । অফলাইনে ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চালানের মাধ্যমে। চালান জেনারেট করার 3 দিনের মধ্যে ফি জমা দিতে হবে। অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 11 জানুয়ারি। মহিলা, তফসিলি, প্রাক্তন সমরকর্মী এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।

দরখাস্ত যথাযথ ভাবে সাবমিট করুন। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন: www.isro.gov.in

Read More 

Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *