Indian Polity Quiz in Bengali

Indian-polity

Indian Polity Quiz in Bengali  | ভারতের রাজনীতি কুইজ
Part 9 | পর্ব ৯

Indian Polity Quiz in Bengali: চাকরি পরীক্ষার উপযোগী ভারতের রাজনীতি বিষয়ের ওপর কুইজ। বিভিন্ন পরীক্ষায় এই বিষয়ের প্রশ্ন থাকে। তাই, রাজ্যস্তরের এবং কেন্দ্রীয় সরকারের নানা পরীক্ষার কথা মাথায় রেখে এই কুইজ -এর প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের কাছে অবশ্যই সহায়ক হবে।

কুইজটিতে অংশ নিতে স্টার্ট বাটনে ক্লিক করো: 

30
Created on By Winner We
Indian Economy Test Series

ভারতের রাজনীতি

1 / 25

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় –

2 / 25

সংবিধানের কোন কোন ধারা কোনও অবস্থাতেই স্থগিত রাখা যায় না?

3 / 25

সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে ?

4 / 25

শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত হয়েছে ?

5 / 25

সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?

6 / 25

কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশীবার আইনী জটিলতা সৃষ্টি হয়েছে ?

7 / 25

নিমলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশীরাও পেতে পারেন –

8 / 25

ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোন ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ?

9 / 25

কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল ?

10 / 25

মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন-

11 / 25

ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে-

12 / 25

সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে - মৌলিক অধিকার খর্ব হলে , ভারতের যে কোন নাগরিক , সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন ?

13 / 25

মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের ?

14 / 25

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা’ প্রদানের অঙ্গীকার করা হয়েছে ?

15 / 25

কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন?

16 / 25

নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে?

17 / 25

ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে?

18 / 25

বর্তমান ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারআছে?

19 / 25

কোন মৌলিক অধিকারটিকে ডঃ বি. আর. আম্বেদকর সংবিধানের 'হৃদয়ওআত্মা' রূপে বর্ণনা করেছেন?

20 / 25

নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়?

21 / 25

নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়?

22 / 25

ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকারসংক্রান্তআলোচনাআছে?

23 / 25

হেডিয়ান কর্পাস, শব্দটির সঠিক ব্যঞ্জনা?

24 / 25

ভারতীয় সংবিধানের 24নং ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তাদের বয়স হয়-

25 / 25

মৌলিক অধিকার রদ করতে পারেন-

Your score is

The average score is 45%

0%

আগের পর্ব: পরিবেশ বিদ্যা কুইজ পর্ব ৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *