Indian Navy Agniveer Recruitment 2023| Notification Out For 1400 Posts | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2023, 1400 পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2023 বিজ্ঞপ্তি 24 শে নভেম্বর 2022 এ প্রকাশিত হয়েছে৷ প্রার্থীরা এই নিবন্ধে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন৷
Indian Navy Agniveer Recruitment| ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ
ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2023: ভারতীয় নৌবাহিনী মোট 140 0টি পদের জন্য অগ্নিবীর নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’অগ্নিবীর’ SSR (Senior Secondary Recruits) 01/2023 (মে 2023) ব্যাচে তালিকাভুক্তির জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিবন্ধে, আমরা বিস্তারিত যোগ্যতার মানদণ্ড, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি।
Indian Navy Agniveer Recruitment : At a Glance | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ: একনজরে
নীচের সারণীতে অগ্নিবীরদের জন্য ঘোষিত ভারতীয় নৌবাহিনী অগ্নিপথ নিয়োগ 2023 সম্পর্কিত বিশদ তথ্য প্রদান করেছি।
ভারতীয় নৌবাহিনী ‘অগ্নিবীর’ স্কীমে পদের নাম ‘অগ্নিবীর’ SSR (Senior Secondary Recruits)
এই পদের ব্যাচ নং : 01/2023 (May-23)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 24 শে নভেম্বর |
আবেদন শুরুর তারিখ | 8 ই ডিসেম্বর 2022 |
আবেদনের শেষ তারিখ | 17 ডিসেম্বর 2022 |
ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর বয়স সীমা | 17.5-23 বছর |
শূন্যপদের সংখ্যা | 1400 |
সময়কাল | 4 বছর |
বেতন | 1ম বছর- প্রতি মাসে 30,000 টাকা। |
2য় বছর- প্রতি মাসে 33,000 টাকা। | |
3 য় বছর- প্রতি মাসে 36,500 টাকা। | |
4 র্থ বছর- প্রতি মাসে 40,000 টাকা। | |
অফিসিয়াল ওয়েবসাইট | www.joinindiannavy.gov.in |
Indian Navy Agniveer Recruitment Notification PDF| ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2022 বিজ্ঞপ্তি পিডিএফ
ভারতীয় নৌবাহিনী নিয়োগ 2023 বিজ্ঞপ্তি পিডিএফ আনুষ্ঠানিকভাবে 24শে নভেম্বর 2022 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী নিয়োগ 2023 বিজ্ঞপ্তি পিডিএফে ভারতীয় নৌবাহিনী অগ্নিপথ নিয়োগ 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
ইন্ডিয়ান নেভি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2023 ডাউনলোড করুন
Indian Navy Agniveer Recruitment: Important Dates | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ: গুরুত্বপূর্ণ তারিখ
ভারতীয় নৌবাহিনীর বিজ্ঞাপ্তি অনুসারে সমস্ত প্রার্থীদের জন্য 8 ই ডিসেম্বর 2022 তারিখে অনলাইন আবেদন শুরু হবে।
প্রার্থীদের সুবিধার্থে নীচে গুরুত্বপূর্ণ তারিখ-এর তালিকা দেওয়া হল:
Indian Navy Agniveer Recruitment Apply Online| ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2023 অনলাইনে আবেদন করুন
নীচে দেওয়া সরাসরি লিঙ্ক থেকে অগ্নিপথ নৌবাহিনী নিয়োগ 2023-এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন । সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীরা ভারতীয় নৌবাহিনী অগ্নিপথ নিয়োগ 2023-এর জন্য আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদন করা যাবে: 8 ডিসেম্বর, 2022 থেকে 17 ডিসেম্বর, 2022 পর্যন্ত
দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে : www.joinindiannavy.gov.in
Indian Navy Agniveer Recruitment: How To Apply | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ: কীভাবে আবেদন করবেন
ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর অনলাইনে আবেদন করতে নিম্নে বর্ণিত পদ্ধতি অবলম্বন করতে হবে:
আবেদনের ফর্ম -ফিল-আপ করতে একটি বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে।
এছাড়াও নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন:
১) পাসপোর্ট মাপের রঙিন ফটো (10 কেবি থেকে 50 কেবির মধ্যে)
২) বুড়ো আঙুলের ছাপ (Left Thumb Impression) (10 কেবি থেকে 50 কেবির মধ্যে)
৩) সিগনেচার (10 কেবি থেকে 50 কেবির মধ্যে)
৪) বয়স -এর প্রমাণপত্র
৫) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
প্রথেমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
পরীক্ষা ফী বাবদ 550 টাকা অনলাইনে জমা করতে হবে। (G.S.T. চার্জ আলাদা)
এরপর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
Indian Navy Agniveer Recruitment: Eligibility Criteria | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ: যোগ্যতার মানদণ্ড
ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2023-এর জন্য আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তি পিডিএফ-এ উল্লিখিত যোগ্যতার মানদণ্ডের মধ্য দিয়ে যেতে হবে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা নিম্নরূপ:
Education Qualification | শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের পদার্থবিদ্যা ও অঙ্ক আবশ্যিক বিষয় (কম্পালসারি) আর কেমিস্ট্রি / বায়োলজি/ কম্পিউটার সায়েন্স ঐচ্ছিক বিষয় (অপশনাল) হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
Age Limit | বয়স সীমা
প্রার্থীদের ন্যূনতম 17.5 বছর হতে হবে এবং বয়সের ঊর্ধ্ব সীমা 23 বছর। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 01 মে 2002 থেকে 31 অক্টোবর 2005 এর মধ্যে।
Indian Navy Agniveer Recruitment: Selection Process | অগ্নিবীর নৌবাহিনী নিয়োগ : নির্বাচন প্রক্রিয়া
অগ্নিবীর নৌবাহিনী নিয়োগ নির্বাচন প্রক্রিয়া: ভারতীয় নৌবাহিনী ‘অগ্নিপথ’ নিয়োগ নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত রয়েছে:
- লিখিত পরীক্ষা (Written Exam)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Efficiency Test-PET)
- শারীরিক পরিমাপ পরীক্ষা (Physical Measurement Test-PMT)
- ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
- মেডিকেল পরীক্ষা (Medical Examination)
Indian Navy Agniveer Recruitment: Exam Pattern | ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ: পরীক্ষার প্যাটার্ন
পরীক্ষা হবে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষায় প্রশ্ন হবে 100টি। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নং করে। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে।
4 টি বিষয়ের ওপর পরীক্ষা হবে: ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস।
এর পর দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষার্থীরা আপডেট থাকতে নিয়মিত লক্ষ্য রেখো।
Indian Navy Agniveer Recruitment Physical Test | ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর নিয়োগের শারীরিক পরীক্ষা
কম্পিউটার বেসড টেস্ট-এর পর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা।
শারীরিক সক্ষমতার এই পরীক্ষায় থাকবে:
ছেলেদের বেলায়: সাড়ে 6 মিনিটে 1.6 কিমি দৌড় , 20 বার ওঠ-বোস, 12 বার পুশ -আপ।
মেয়েদের বেলায়: 8 মিনিটে 1.6 কিমি দৌড়, 15 বার ওঠ-বস ও 10 বার হাঁটু ভেঙে সিট্ আপ।
Indian Navy Minimum Height Standards| ভারতীয় নৌবাহিনীর ন্যূনতম উচ্চতার মানদণ্ড
অগ্নিবীর নিয়োগএর ক্ষেত্রে শারীরিক মাপজোখ হতে হবে :
ছেলেদের বেলায়: লম্বায় অন্ততঃ 157 সেমি
বুকের ছাতি অন্ততঃ 5 সেমি প্রসারণক্ষম আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন।
মেয়েদের বেলায়: শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্ততঃ 152 সেমি।
Indian Navy Visual Standard| ভারতীয় নৌবাহিনীর ভিজ্যুয়াল স্ট্যান্ডার্ড
Indian Navy Agniveer Salary | ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর বেতন 2023
অগ্নিবীরদের মোট 4 বছরের জন্য নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তির ভিত্তিতে। শুরুতে ৬ মাসের ট্রেনিং। ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন।
প্রথম বছর : প্রথম বছর মাইনে পাবেন মাসে 30,000 টাকা। এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা।
বাকি 9000 টাকা ‘অগ্নিবীর কর্পাস ফান্ডে’ জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ, 9,000 টাকা কেন্দ্রীয় সরকার ফান্ডে দেবে।
দ্বিতীয় বছর: দ্বিতীয় বছর মাইনে পাবেন মাসে 33,000 টাকা। এর মধ্যে হাতে পাবেন 23,100 টাকা। বাকি 9,900 টাকা ‘অগ্নিবীর কর্পাস ফান্ডে’ জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ, 9,900 টাকা কেন্দ্রীয় সরকার ফান্ডে দেবে।
তৃতীয় বছর : তৃতীয় বছর মাইনে পাবেন মাসে 36,5০০ টাকা। এর মধ্যে হাতে পাবেন 25,550 টাকা।
বাকি 10,950 টাকা ‘অগ্নিবীর কর্পাস ফান্ডে’ জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ, 10,950 টাকা কেন্দ্রীয় সরকার ফান্ডে দেবে।
চতুর্থ বছর: চতুর্থ বছর মাইনে পাবেন মাসে 40,000 টাকা। এর মধ্যে হাতে পাবেন 28,000 টাকা।
বাকি 12,000 টাকা ‘অগ্নিবীর কর্পাস ফান্ডে’ জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ, 12,000 টাকা কেন্দ্রীয় সরকার ফান্ডে দেবে।
Indian Navy Agniveer Other Allowances |ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর অন্যান্য ভাতা
4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরি জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশন্ড অফিসার বা অন্য পদে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে ‘অগ্নিবীর স্কিল সার্টিফিকেট’ দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য ‘অগ্নিবীর কর্পাস ফান্ডে’-র টাকা আর সরকারের দেওয়া টাকা মিলিয়ে (সুদ সহ ) মোট প্রায় 11 লক্ষ 71 হাজার টাকা এককালীন দেওয়া হবে। যা আয়করে ছাড় দেওয়া হবে। এই প্যাকেটির নাম ‘সেবা নিধি’ । এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনও সংস্থায় চাকরি পেতে পারেন। আর দ্বিতীয়বার সিরিয়ার তৈরি করার জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনও গ্র্যাচুইটি ও পেনশন নেই। এছাড়া বিনা খরচে থাকা-খাওয়া ও চিকিৎসার সুযোগ আছে।
ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর :
Indian Navy Agniveer: FAQs