Indian History Quiz in Bengal

indian history quiz in bengali

Indian History Quiz in Bengal Part-40 | ভারতের ইতিহাস কুইজ পর্ব-৪০

আজকের কুইজ পর্ব-৪০-এ Indian History Quiz in Bengali Part-40 শেয়ার করা হল। এই পর্বে ভারতের ইতিহাস-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে সহায়ক হবে। সুতরাং, নিচে দেওয়া স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশগ্রহণ করো।

কুইজটিতে অংশ নিতে স্টার্ট বাটনে ক্লিক করো:

24
Created on By Winner We
Indian Economy Test Series

ভারতের ইতিহাস

1 / 25

তানসেনের প্রকৃত নাম ছিল—

2 / 25

কার রাজত্বকালে সৎনামীরা বিদ্রোহ করে?

3 / 25

1857 খ্রি. বিদ্রোহে কোন্ মুঘল সম্রাট অংশ নিয়েছিলেন?

4 / 25

ভারতের শেষ মুঘল বাদশাহ হলেন:

5 / 25

মুঘল স্কুল অব পেইন্টিং-এর শেষ পৃষ্ঠপোষকও ছিলেন ?

6 / 25

শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটক হলেন-

7 / 25

সিপাহি বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহ নির্বাসিত হন:

8 / 25

কার নাম সকল মুঘল ফরমান ও মুদ্রায় লেখা থাকে-

9 / 25

সেলিমের নির্দেশে আবুল ফজলকে হত্যা করেন-

10 / 25

আকবরনামা গ্রন্থের লেখক:

11 / 25

1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহ পরাজিত করেন—

12 / 25

কার রাজত্বকালকে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয় ?

13 / 25

আকবরের রাজসভার সদস্য নন:

14 / 25

কোন্ ইংরেজকে জাহাঙ্গির‘খান' উপাধি দিয়েছিলেন?

15 / 25

চিত্রশিল্পী মনসুরকে ‘নাদির-উল-আসার' উপাধি দেন—

16 / 25

ঝরোখা দর্শন ও নৌরজ প্রথা বাতিল করেন—

17 / 25

শাহজাহান তাঁর কোন্ পুত্রের হাতে বন্দি হন এবং বাদশাহ পদ থেকে অপসারিত হন?

18 / 25

জাবত ব্যবস্থা প্রবর্তন করেন:

19 / 25

নীচের কোনটি ‘বন্দোবস্ত ব্যবস্থা' নামে পরিচিত?

20 / 25

কে রামমোহন রায়কে 'রাজা' উপাধিতে ভূষিত করেন ?

21 / 25

নাদির শাহ ভারত আক্রমণ করেন:

22 / 25

মানসিংহ কার আমলে সাতহাজারি মনসবদার পদ পান?

23 / 25

ঔরঙ্গজেবের মৃত্যু হয়:

24 / 25

যে মনসবদারদের নগদে বেতন দেওয়া হত, তারা হল—

25 / 25

 বাবরের জীবনী ‘তুজুক-ই-বাবরি' কোন্ ভাষায় রচিত?

 

Your score is

The average score is 45%

0%

আগের পর্ব: জেনারেল নলেজ কুইজ পর্ব-৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *