India Post Sports Quota Recruitment 2023

India Post Sports Quota Recruitment 2023-https://www.winnerwe.com/

India Post Sports Quota Recruitment 2023, Apply Online Link Active | ইন্ডিয়া পোস্ট স্পোর্টস কোটা নিয়োগ 2023, অনলাইন আবেদন করুন, লিঙ্ক সক্রিয়

India Post Sports Quota Recruitment 2023: ইন্ডিয়া পোস্ট স্পোর্টস কোটা নিয়োগ 2023-এর অধীনে 1899 টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন আবেদনগুলি 10ই নভেম্বর 2023-এ শুরু হয়েছে, এখানে সরাসরি লিঙ্কটি দেখুন

ভারতীয় ডাক যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পোস্টাল বিভাগের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে ‘পোস্টাল অ্যাসিস্ট্যান্ট’, ‘সর্টিং অ্যাসিস্ট্যান্ট’, ‘পোস্টম্যান’, ‘মেল গার্ড’ ও ‘মাল্টি টাস্কিং স্টাফ’ পদে ১,৮৯৯ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। সব পদই খেলোয়াড়দের জন্য সংরক্ষিত।

India Post Recruitment 2023 Overview | একনজরে

India Post Recruitment 2023

OrganisationIndia Post, Ministry of Communications
PostsPostal Assistants, Sorting Assistants, Postman, Mail Guard and Multi-Tasking Staff
Vacancies1899
Job CategoryGovt Jobs
Mode of ApplicationOnline
Online Registration10th November to 9th December 2023
EligibilityMeritorious sportspersons
SalaryRs. 18000 to 25000 (varies post-wise)
SelectionMerit Based
Official websitewww.dopsportsrecruitment.cept.gov.in

Download: India Post Sports Quota Recruitment 2023 Notification PDF

India Post Recruitment 2023-Important Dates | গুরুত্বপূর্ণ তারিখ

India Post Recruitment 2023- Important Dates

EventsDates
India Post Recruitment Notification8th November 2023
Online Registration Begins10th November 2023
Last Date to Apply Online09th December 2023
Correction Window10th to 14th December 2023

যে কোনও শাখার গ্র্যাজুয়েট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫৯৮টি। এর মধ্যে তে পশ্চিমবঙ্গে ৭০টি। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৩টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১১টি।

যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ‘মেল গার্ড’ ও ‘পোস্টম্যান’ পদের জন্য যোগ্য। যে পোস্টাল সার্কেলের জন্য দরখাস্ত করবেন, সেখানকার স্থানীয় ভাষা পেপার মাধ্যমিকে থাকতে হবে। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। দু’চাকার গাড়ি চালানোর লাইসেন্স ও গাড়ি চালানোর কাজে দক্ষতা থাকতে হবে। মূল মাইনে : ২৫,৫০০-৬৯,১০০ টাকা। শূন্যপদ: পোস্টম্যান পদে ৫৮৫টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৭৫টি। মেল গার্ড পদে ৩টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১টি।

মাধ্যমিক পাশরা মাল্টি টাস্কিং স্টাফ’ পদের জন্য যোগ্য। মূল মাইনে : ১৮,০০০-৫৬,৯০০ টাকা। শূন্যপদ: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫৭০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২৮টি।

সব ক্ষেত্রে বয়স হতে হবে ৯-১২-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। ও.বি.সি. প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। এছাড়াও গ্রেড পে ২,৪০০ টাকা। নেওয়া হবে ৬৫টি খেলার জন্য। সংশ্লিষ্ট খেলার ওপর জাতীয় বা, আন্তজার্তিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে।

বিজ্ঞপ্তি নং : No W-17/55/2022-SPN 1, dated 08 th November, 2023

প্রার্থী বাছাই হবে খেলার ওপর দক্ষতা দেখে। এরপর প্রেফারেন্স অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে।

India Post Vacancy 2023 | শূন্যপদ

India Post Vacancy 2023

CirclePostal AssistantsSorting AssistantsPostmanMail GuardMulti-Tasking Staff
Andhra Pradesh2702150017
Assam0002020004
Bihar1507000000
Chhattisgarh0702050008
Delhi3414100029
Gujarat3308560008
Haryana0604060010
Himachal Pradesh0601040006
Jammu & Kashmir0000000000
Jharkhand290150014
Karnataka3207330022
Kerala3103280032
Madhya Pradesh5806160001
Maharashtra44319000131
North East0604100008
Odisha1905200017
Punjab1304000000
Rajasthan1502110032
Tamilnadu1101910800124
Telangana1605200216
Uttar Pradesh1505320045
Uttarakhand1205290018
West Bengal7011750128
Total59814358503570

India Post Recruitment 2023 Apply Online | অনলাইনে  আবেদন করুন

দরখাস্ত করবেন অনলাইনে, ৯ ডিসেম্বরের মধ্যে।

এই ওয়েবসাইটে: https://dopsportsrecruitment.gov.in

  • বৈধ মোবাইল নম্বর, বৈধ ই-মেল আই.ডি. আর আধার কার্ডের নম্বর থাকতে হবে।
  • অনলাইনে দরখাস্ত করার আগে পাশপোর্ট মাপের রঙিন ফটো (২০০×২৩০ পিক্সেলে, ৫০ কে.বি.’র মধ্যে) ও সিগনেচার (২০০x২৩০ পিক্সেলে, ৫০ কে.বি.’র মধ্যে) আর অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন।
  • প্রথমে ওপরের ওই গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাবেন।
  • পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পরই রিসিপ্ট নিয়ে নেবেন।

India Post Recruitment 2023 Application Fee

Post NameApplication Fee
SC, ST, PwBD, Women, EWS, TransgenderExempted
OthersRs. 100/-

এরপর ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।

তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। একজন প্রার্থী একটিই দরখাস্ত করবেন। বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। ফর্ম এডিট বা সংশোধন করতে পারবেন ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

India Post Recruitment 2023- FAQs

India Post Recruitment 2023- FAQs

ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023-এর জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল 9 ই ডিসেম্বর 2023।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2023 এর মাধ্যমে মোট 1899 টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে।
একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ্ মাধ্যমিক পাস আবশ্যক। সংশ্লিষ্ট পোস্টাল সার্কেল বা বিভাগের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা পেপার মাধ্যমিকে থাকতে হবে, সেইসাথে কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে।
গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) হল GDS এর পূর্ণরূপ। গ্রামীণ ডাক সেবকরা হল ভারতীয় ডাক পরিষেবার সদস্য যারা দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ডাক পরিষেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত। তারা ডাক বিভাগ দ্বারা নিযুক্ত হয়, যা ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অংশ।
পরীক্ষাটি 18 থেকে 40 বছর বয়সীদের জন্য উন্মুক্ত। পরীক্ষার নিবন্ধন ফি General আবেদনকারীদের জন্য 100 টাকা এবং ওবিসি, SC/ST/PH এবং মহিলা আবেদনকারীদের জন্য 0।
একটি অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হল 9 ডিসেম্বর, 2023৷ অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমার পরে, আবেদনকারীকে নিবন্ধন ফর্মে পরিবর্তন করার জন্য পাঁচ দিনের একটি বিশেষ উইন্ডো দেওয়া হবে৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *