IBPS PO Notification 2023

IBPS PO Notification 2023 Out for 3,049 Vacancies | Download PDF | IBPS PO বিজ্ঞপ্তি 2023 বেরিয়েছে 3,049টি শূন্য পদের জন্য । PDF ডাউনলোড করুন

IBPS PO Notification 2023: IBPS  প্রবেশনারি অফিসার পদের জন্য 3049টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। IBPS PO বিজ্ঞপ্তি 2023 PDF ডাউনলোড করুন এবং অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখুন।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক ‘প্রবেশনারি অফিসার’ ও ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৩,০৪৯ জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ত্রয়োদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন (Common Recruitment Process for Recruitment of Probationary Officers/ Management Trainees in Participating Organisations-CRP-PO/MT-XIII) এর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই.বি.পি.এস.) এর মাধ্যমে।

IBPS PO Notification 2023 Overview | একনজরে 

IBPS PO বিজ্ঞপ্তি 2023 31শে জুলাই 2023-এ প্রকাশিত হয়েছে৷ IBPS PO 2023-এর সমস্ত প্রয়োজনীয় বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে IBPS PO বিজ্ঞপ্তি 2023-এর সাথে প্রকাশ করা হয়েছে৷ নীচে উল্লিখিত টেবিল থেকে IBPS PO 2023-এর হাইলাইটগুলি দেখুন:

IBPS PO 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড

যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৮-২০২৩’র হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম- তারিখ হতে হবে ২-৮-১৯৯৩ থেকে ১-৮-২০০৩ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

IBPS PO Notification 2023 Vacancy | শূন্যপদ

কোন ব্যাঙ্কে ক’টি শূন্যপদ :

(1) Bank of India : 224 (UR : 93, SC : 33, ST : 16, OBC : 60, EWS: 22), out of which HI : 2, OC : 2, VI : 2, ID : 2,

(2) Canara Bank : 500 (UR: 203, SC : 75, ST : 37, OBC : 135, EWS : 50), out of which HI: 5, OC: 5, VI: 5, ID: 5,

(3) Punjab National Bank : 200 (UR: 81, SC: 30, ST: 15, OBC: 54, EWS: 20), out of which HI:2, OC: 2, VI: 2, ID:2.

(4) Punjab & Sind Bank : 125 (UR: 37, SC: 24, ST: 16, OBC: 40, EWS: 8), out of which HI: 15, OC:1, VI: 02, ID:9.

(5) Central Bank of India : 2,000 (UR : 810, SC : 300, ST : 150, OBC : 540, EWS: 200 ), out of which HI: 20 OC : 20, VI : 20, ID : 20.

IBPS PO 2023 Selection Process | নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী বাছাই হবে অনলাইন (প্রিলিমিনারি ও মেন) পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। পূর্ব ভারতে এইসব কেন্দ্রে : পশ্চিমবঙ্গের গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী। অসমের ডিব্ৰুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর। বিহারের ভাগলপুর, দ্বারভাঙা, মজঃফরপুর, পটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, গয়া, আরা, ঔরঙ্গাবাদ। ঝাড়খন্ডের বোকারো স্টিল সিটি, ধানবাদ, জামশেদপুর, হাজারিবাগ, রাঁচি। ওড়িশার বালাশোর, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেল্লা, সম্বলপুর। সিকিমের বারডাং /গ্যাংটক। ত্রিপুরার আগরতলা। প্রশ্ন হবে ইংরিজিতে।

IBPS PO Notification 2023 Exam Pattern | পরীক্ষার ধরণ 

IBPS PO Prelims Exam Pattern | প্রিলিমিনারি পরীক্ষার ধরণ

প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে :

(১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৩০ নম্বর,

(২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড- ৩৫ নম্বর,

(৩) রিজনিং এবিলিটি -৩৫ নম্বর। সময় এক ঘন্টা। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর।

ওই তিনটি বিষয়ের প্রতিটিতে কাট-অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট-অফ নম্বর কত থাকবে তা আই.বি.পি.এস. ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বরে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে অক্টোবরে।

ibps po notification 2023

IBPS PO Main Exam Pattern | মেন পরীক্ষার ধরণ

এরপর অনলাইন মেন পরীক্ষা। মেন পরীক্ষা হবে নভেম্বরে, আসানসোল, গ্রেটার শিলিগুড়িতে।

এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ২০০ নম্বরের ১৫৫টি প্রশ্ন হবে এইসব বিষয়ে :

(১) রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট -৬০ নম্বরের ৪৫টি প্রশ্ন। সময় থাকবে ৬০ মিনিট।

(২) ইংলিশ ল্যাঙ্গোয়েজ -৪০ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় থাকবে ৪০ মিনিট।

(৩) জেনারেল / ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস -৪০ নম্বরের ৪০টি প্রশ্ন । সময় থাকবে ৩৫ মিনিট।

(৪) ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন -৬০ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় থাকবে ৪৫ মিনিট।

এছাড়াও ইংলিশ ল্যাঙ্গোয়েজ (চিঠি লেখা ও প্রবন্ধ লেখা) পেপারে ২৫ নম্বরের ২টি প্রশ্ন। সময় থাকবে ৩০ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে ।

মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবর-নভেম্বরে।

ibps po notification 2023

 

প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষার ফল বেরোবে ডিসেম্বরে।

মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। কল লেটার ডাউনলোড করতে পারবেন জানুয়ারিতে। ইন্টারভিউয়ে ৪০% (তপশিলী, ও.বি.সি., প্রতিবন্ধী হলে ৩৫%) নম্বর পেলে সফল হবেন। মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে অর্থাৎ, ৮০:২০ অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে। তখন প্রভিশনাল অ্যালোটমেন্ট করা হবে এপ্রিলে।

ইন্টারভিউয়ের সময় নীচের এইসব প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত নকল নিয়ে যাবেন : (১) ইন্টারভিউয়ের কল লেটার, (২) সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, (৩) মাধ্যমিকের সার্টিফিকেট, (৪) ফটো আইডেনটিটি কার্ড, (৫) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশীট ও সার্টিফিকেট, (৬) কাস্ট সার্টিফিকেট, (৭) প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেট, (৮) প্রাক্তন সমরকর্মীরা দেবেন যথাবিহিত সার্টিফিকেট, (৯) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।

প্রিলিমিনারি ও মেন পরীক্ষার ‘কল লেটার’ শুধুমাত্র ওপরের ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র (ই-রিসিপ্ট / এন.ই.এফ.টি. পেমেন্ট রিসিপ্ট) নিয়ে যাবেন। এছাড়া ফটো সাঁটা কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত করা জেরক্স কপি (প্যান কার্ড, পাশপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাশবুক) নিয়ে যাবেন। তপশিলী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় প্রি- এক্সামিনেশন ট্রেনিং হবে সেপ্টেম্বরে, কলকাতা, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ধানবাদ, গুয়াহাটি, পটনা, রাঁচি-সহ অন্যান্য শহরে। এজন্য দরখাস্ত করার সময় সংশ্লিষ্ট কলম পূরণ করবেন। প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বরে।

দরখাস্ত করবেন অনলাইনে, ২১ আগস্ট পর্যন্ত।

এই ওয়েবসাইটে : www.ibps.in

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *