DSSSB Recruitment 2023

https://www.winnerwe.com/

DSSSB Recruitment 2023, Apply for 1,841 Vacancies Until Sept 25 , Direct Link | DSSSB শিক্ষক নিয়োগ 2023, 25 সেপ্টেম্বর পর্যন্ত 1,841টি শূন্যপদের জন্য আবেদন করুন, সরাসরি লিঙ্ক

DSSSB Recruitment 2023: দিল্লি সরকারের সিলেকশন বোর্ড ‘ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার’, ‘মিউজিক টিচার’, ‘ল্যাব অ্যাসিস্ট্যান্ট’ ‘ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট’, ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ফোর’, ‘পোস্ট-গ্র্যাজুয়েট টিচার’ পদে ১,৮৪১ জন ছেলেমেয়ে নিচ্ছে।

আবেদনের শেষ তারিখ হল 15 সেপ্টেম্বর 2023, 11:59 PM।

DSSSB Recruitment 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড

ডিএসএসএসবি যোগ্যতার মানদণ্ড 2023 বিস্তারিতভাবে সরকারী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। DSSSB নিয়োগ 2023-এর জন্য ন্যূনতম প্রয়োজনীয়তাগুলি নীচের তালিকা ভিত্তিতে আলোচনা করা হয়েছে।

PostEducational QualificationDesirable
Trained Graduate Teacher (Special Education Teacher)Graduate with a Bachelor of Physical Education (B.P.Ed.) or its equivalent
TGTBachelor’s degree with minimum 45% marks in the concerned subject. B.Ed degree and applicant must have qualified CTET exam (Central Teacher Eligibility Test)
PGTMaster’s Degree in the subject concerned from any recognized University.3 years experience of teaching in a College /Higher Secondary School/ High School in the subject concerned.... Read more at: https://www.careerpower.in/blog/dsssb-vacancy-2023
PRTClass 12th with minimum 50% marks. Diploma in elementary education and applicant must have qualified CTET exam (Central Teacher Eligibility Test)

DSSSB Post-wise Vacancy 2023|  শূন্যপদ 

ডিএসএসএসবি শূন্যপদ 2023-এর জন্য পোস্ট-ওয়াইজ শূন্য পদের বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হয়েছে। TGT বিশেষের জন্য তাদের 581 টি শূন্যপদ বিস্তারিত DSSSB নিয়োগ 2023-এ প্রকাশ করা হয়েছে। অশিক্ষক পদের জন্য সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ প্রকাশ করা হয়েছে অর্থাৎ 1025। প্রার্থীরা নীচের টেবিল থেকে DSSSB শূন্যপদ পরীক্ষা করতে পারেন।

Post NameVacancy
PGT47
TGT Computer Science6
TGT Special581
Music Teacher182
Non Teaching1025
Total1841

DSSSB Recruitment 2023 Apply Online | অনলাইনে আবেদন করুন

দরখাস্ত করবেন অনলাইনে, ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই ওয়েবসাইটে: http:/ /dsssbonline.nic.in

এজন্য বৈধ একটি ই- মেল আই.ডি. থাকতে হবে।

  • প্রথমে পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
  • এবার পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে (এস.বি.আই, ই- পে)-তে জমা দিতে হবে। মহিলা, তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না।
  • এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেইনাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

DSSSB Recruitment 2023 Selection Process | প্রার্থী বাছাই প্রক্রিয়া 

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ২০০ নম্বরের ২০০টি এম.সি.কিউ. (MCQ) টাইপের প্রশ্ন হবে দু’টি সেকশনে।

সেকশন-I এ থাকবে এই সব বিষয় : জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন। ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন।

সেকশন-II -এ থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। সফল হলে স্কিল টেস্ট।

আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *