CTET 2024

CTET 2023-https://www.winnerwe.com/

CTET 2024 January Notification Out, Online Registration Starts | CTET 2024 জানুয়ারী বিজ্ঞপ্তি প্রকাশিত , অনলাইন আবেদন শুরু

CTET 2024: CTET বিজ্ঞপ্তি 2024 অনলাইনে www.cet.nic.in এ প্রকাশিত হয়েছে। আপনি যদি CTET 2024 জানুয়ারি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে এখানে সম্পূর্ণ CTET বিজ্ঞপ্তির বিশদ বিবরণ দেখুন।

কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্তরে কয়েকশো ‘শিক্ষক’ ও ‘শিক্ষিকা’ পদের জন্য ১৮তম ‘সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (CTET-January, 2024)’ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ‘দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এন.সি.টি.ই.) নির্দেশিকা অনুযায়ী, এইসব স্কুলে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত ‘সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (CTET)’ পরীক্ষায় সফলরাই একমাত্র এইসব স্কুলে শিক্ষক -শিক্ষিকা পদে চাকরির জন্য আবেদন করার যোগ্য। এখন ‘CTET- 2024’ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে।

CTET January 2024 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড 

  •   প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (I-V) নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য :

(১) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে।

(২) মোট অন্তত ৪৫% (তপশিলী, ও.বি.সি. হলে ৪০%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এন.সি.টি.ই.’র ২০০২ সালের নিয়মানুযায়ী এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে।

(৩) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ডিগ্রি (বি.এল.এড.) কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড হয়ে থাকলে।

(৪) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) এর ২ বছরের কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড হয়ে থাকলে।

  • ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (VI-VIII) :

নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য :

(১) ডিগ্রি কোর্স পাশরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ বা, এবছরের ফাইনাল পরীক্ষার্থী হলে।

(২) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের বি.এড. কোর্স পাশ হলে।

(৩) মোট অন্তত ৪৫% (তপশিলী, ও.বি.সি. হলে ৪০%) নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা এন.সি.টি.ই.’র নিয়মানুযায়ী ১ বছরের বি.এড, কোর্স পাশ হলে।

(৪) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে

উচ্চমাধ্যমিক পাশরা ৪ বছরের এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি (বি.এল.এড.) কোর্স পাশ হলে।

(৫) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশরা ৪ বছরের বি.এ./ বি.এসসি. এড. বা., বি.এ. (এড.)/ বি.এসসি. (এড.) কোর্স পাশ বা, পরীক্ষার্থী হলে।

(৬) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের বি.এড. (স্পেশাল এডুকেশন) কোর্স পাশ বা, পরীক্ষার্থী হলে।

ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবছরের পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে নিশ্চিত থাকতে হবে।

ওপরের সব ক্ষেত্রেই টিচার এডুকেশনের ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এন.সি.টি.ই.’র স্বীকৃত কোনো থেকে। তবে এডুকেশনের ডিপ্লোমা (স্পেশাল এডুকেশন) ও বি.এড. (স্পেশাল এডুকেশন) কোর্স পাশ হতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আর.সি.আই.)’র স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে।

CTET 2024 Online Registration | অনলাইন রেজিস্ট্রেশন 

দরখাস্ত করবেন অনলাইনে, ৩ তারিখ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
এই ওয়েবসাইটে www.ctet.nic.in
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।

এছাড়াও পাশপোর্ট মাপের (১০-১০০ কেবির মধ্যে ) ও সিগনেচার (৩-৩০ কেবির মধ্যে) জে.পি.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। ফটোর মাপ হতে হবে ৩.৫×৪.৫ সেমি আর সিগনেচারের মাপ হতে হবে ৩.৫×১.৫ সেমির মধ্যে। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সঠিকভাবে দেবেন।

তারপর ফটো ও সিগনেচার আপলোড করবেন ।

এবার পরীক্ষা ফী বাবদ ১,০০০ (তপশিলী ও প্রতিবন্ধীদের বেলায় ৫০০) টাকা আর পেপার-। ও পৈপার – ।। একই সঙ্গে দিলে ১,২০০ (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৬০০) টাকা অনলাইনে জমা দেবেন নেট ‘ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে ২৩ নভেম্বরের মধ্যে।

টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

CTET জানুয়ারী 2024- FAQs

CTET January 2024: FAQs

হ্যাঁ, CTET 2024 জানুয়ারী বিজ্ঞপ্তি 3রা নভেম্বর 2023-এ CBSE তার অফিসিয়াল ওয়েবসাইট www.ctet.nic.in-এ প্রকাশ করেছে।
CTET জানুয়ারী 2024 পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা নিবন্ধে দেওয়া হয়েছে।
CTET বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত হয়েছে https://ctet.nic.in/

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *