Central Silk Board Recruitment 2023

Central Silk Board Recruitment 2023

Central Silk Board (CSB) Recruitment 2022-23, Notification Out | সেন্ট্রাল সিল্ক বোর্ড (সি এস বি) নিয়োগ 2022-23, বিজ্ঞপ্তি বেরিয়েছে

Central Silk Board Recruitment 2023: সেন্ট্রাল সিল্ক বোর্ড (CSB) নিয়োগ 2022-23 অফিসিয়াল ওয়েবসাইট csb.gov.in-এ 142 টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীরা 16ই জানুয়ারী 2023 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেন, এখানে বিস্তারিত দেখুন।

সেন্ট্রাল সিল্ক বোর্ড বিভিন্ন পদে 142 জন কর্মী নেবে। এটি কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : CSB/9/ 2022.

সেন্ট্রাল সিল্ক বোর্ড (সি এস বি) নিয়োগ 2022-23 বিজ্ঞপ্তি ডাউন লোড করতে এখানে ক্লিক করুন:

Central Silk Board Recruitment 2023 Vacancy | শূন্যপদ 

শূন্যপদের বিবরণ:

  • আপার ডিভিশন ক্লার্ক: 85 টি (সাধারণ 37, তফসিলি জাতি 12, তফসিলি উপজাতি 6, ও বি সি 22, আর্থিক ভাবে অনগ্রসর 8)। এর মধ্যে 2 টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। বেতনক্রম: 25,500-81,100 টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (অ্যাডমিন): 25 টি (সাধারণ 13, তফসিলি জাতি 3, তফসিলি উপজাতি 1, ও বি সি 6, আর্থিক ভাবে অনগ্রসর 2)। এর মধ্যে 1 টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত। বেতনক্রম: 35,400-1,12,400 টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (টেকনিক্যাল): 5টি (সাধারণ 4, ও বি সি 1)। বেতনক্রম: 35,400- 1,12,400 টাকা।
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): 5 টি (সাধারণ 4, ও বি সি 1)। বেতনক্রম: 35,400-1,12,400 টাকা ।
  • জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): 4 টি (সাধারণ 1, তফসিলি জাতি 1, তফসিলি উপজাতি 1, ও বি.সি 1)। বেতনক্রম: 35,400-1,12,400 টাকা ।
  • স্টেনোগ্রাফার (গ্রেড-ওয়ান): 4টি (সাধারণ 3, ও বি সি 1)। বেতনক্রম: 35,400 -1,12,400 টাকা।
  • স্টেনোগ্রাফার (গ্রেড-টু): 4 টি (সাধারণ 2, ও বি সি 1, আর্থিক ভাবে অনগ্রসর 1)।বেতনক্রম: 25,500-81,100 টাকা ।
  • ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: 1 টি (ও.বি.সি)। বেতনক্রম: 21,700-69,100 টাকা।
  • কুক: 2 টি (জেনারেল 1, তফসিলি জাতি 1)। বেতনক্রম: 19,900-63,200,400 টাকা।

Central Silk Board Recruitment Age-Limit | বয়স-সীমা 

সব পদের বেলায় বয়স হতে হবে 16-01-2023’র হিসাবে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর , ও.বি.সি.’রা ৩ বছর বয়েসে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর , পাটনা, রাঁচিতে।
কম্পিউটার বেসড টেস্ট কবে, কোথায় হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। কোনো ইন্টারভিউ নেই।

Central Silk Board Recruitment 2023 Apply Online | অনলাইন আবেদন

দরখাস্ত করতে হবে অনলাইনে।
এই ওয়েবসাইটের মাধ্যমে: https://csb.gov.in
দরখাস্ত করার শেষ তারিখ 16-ই জানুয়ারি, 2023।
প্রার্থীর একটি বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে।
প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো (4.5× 3.5 সেমি ), স্বাক্ষর, লেফট থাম্ব ইম্প্রেশন স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও নিচের প্যারাগ্রাফটি সাদা কাগজে লিখে স্ক্যান করে নেবেন: “I,….. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”
অফিসিয়াল ওয়েবসাইটের গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ 750 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি, মহিলা, প্রতিবন্ধী, প্রা:স:ক:-দের ফে লাগবে না। ,টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন প্রিন্ট করে নেবেন।

আগ্রহীরা যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদনের পদ্ধতি-সহ বিশদ তথ্যের জন্য ওয়েবসাইট দেখুন ।

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *