Bank of Maharashtra Recruitment 2023

Bank of Maharashtra Recruitment 2023

Bank of Maharashtra Recruitment 2023 Out, Apply Online For 551 । ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নিয়োগ 2023 বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন

551 জন অফিসার নেবে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। নিয়োগ করা হবে জেনারেলিস্ট অফিসার ও ট্রেজারি অফিসার পদে। সব ক’টি পদের ক্ষেত্রেই 6 মাসের প্রবেশন। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: AXI/ST/RP/ Recruitment Scale : II, III, IV & V/2022-23.

Bank of Maharashtra Recruitment 2023 Selection Process | প্রার্থী বাছাই প্রক্রিয়া 

প্রার্থী বাছাই করা হবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই বি পি এস) কর্তৃক আয়োজিত অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষায় জেনারেলিস্ট অফিসার পদের ক্ষেত্রে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (30 নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাস্টিটিউড (30 নম্বর), রিজনিং এবিলিটি (30 নম্বর), প্রফেশনাল নলেজ (60 নম্বর)। সময় 2 ঘণ্টা। ট্রেজারি অফিসার পদের ক্ষেত্রে প্রফেশনাল নলেজ বিষয়ে 100 নম্বরের প্রশ্ন হবে। সময় 75 মিনিট।

Bank of Maharashtra Recruitment 2023: Apply Online | অনলাইনে আবেদন করুন 

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.bankofmaharashtra.in অনলাইন দরখাস্তের শেষ তারিখ 23 ডিসেম্বর। মনে রাখবেন, দরখাস্ত করার সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো (200×230 পিক্সেল ডাইমেনশনে 20-50 কেবি সাইজের মধ্যে), সই (140×60 পিক্সেল ডাইমেনশনে 10-20 কেবি সাইজের মধ্যে), বাঁ- হাতের বুড়ো আঙুলের ছাপ (240×240 পিক্সেল ডাইমেনশনে 20-50 কেবি সাইজের মধ্যে) এবং হাতে লেখা ডিক্লারেশন (800×400 পিক্সেল ডাইমেনশনে 50-100 কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে আপলোড করতে হবে।

ফি বাবদ দিতে হবে 1,180 টাকা (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 118 টাকা)। অনলাইন পদ্ধতিতে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ই-রিসিপ্টের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন।

খুঁটিনাটি তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট: www.bankofmaharashtra.in

 

Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *