AAI Recruitment 2023 Out For 496 Junior Executive Posts, Apply Link Active AAI নিয়োগ 2023 496 জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য, আবেদনের লিঙ্ক সক্রিয় রয়েছে , আবেদন করুন
AAI Recruitment 2023: AAI অফিসিয়াল ওয়েবসাইট @aai.aero-এ 496 টি পদের জন্য AAI নিয়োগ 2023 ঘোষণা করা হয়েছে। AAI জুনিয়র এক্সিকিউটিভ ATC বিজ্ঞপ্তি 2023-এর জন্য এখনই অনলাইনে আবেদন করুন।
এয়ারপোর্টস অথরিটি অফের মালিক ‘জুনিয়র এক্সি কিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল)’ পদে ৪৯৬ জন ছেলেমেয়ে নিচ্ছেন।
ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখার ৩ বছরের ডিগ্রি ( বি. এস. সি) কোর্স পাশরা আবেদন করতে পারেন।
ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্রি (বি.ই. বা, বি.টেক.) কোর্স পাশরাও আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ৩০-১১-২০২৩’র হিসাবে ২৭ বছরের মধ্যে। গত ৩০-১১-২০২৩’র হিসাবে ২৭ তারিখ হতে হবে।তপশিলীরা ৫ বছর, ওবি.সি. রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে পাবেন। চাকরি হবে যে কোনো জায়গায়।
মূল মাইনে : ৪০,০০০-১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ৪৯৬টি (জেনাঃ ১৯৯, ই.ডব্লু.এস. ৪৯, ও.বি.সি. ১৪০, তাঃজাঃ ৭৫, তাঃউঃজাঃ ৩৩)।
AAI Junior Executive Notification 2023 । বিজ্ঞপ্তি
পোস্ট কোড : 01., বিজ্ঞপ্তি নং : ৫/২০২৩।
AAI Recruitment 2023 Notification-Click To Download
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
পরীক্ষা হবে নয়া দিল্লিতে। কবে হবে তা পরে জানানো হবে। ইন্টারভিউয়ের সময় ভয়েস টেস্ট হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.aai.aero / www.aai-aero-career
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও এখনকার তোলা (তিন মাসের মধ্যে) পাশপোর্ট মাপের রঙিন ফটো (২০- ৫০ কেবির মধ্যে, ২০০/২৩০ পিক্সেল) ও সিগনেচার (১০-২০ কেবির মধ্যে, ১৪০/৬০ পিক্সেলে) জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন ৷
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ টাকা (তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে দিতে হবে।
এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ফটো আর সিগনেচার ও ফী ডিটেলস আপলোড করতে পারবেন। সবশেষে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
AAI জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ 2023: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
AAI Junior Executive Recruitment 2023: FAQs