WB ANM GNM Apply Online 2023

WB ANM GNM Apply Online 2023

WB ANM GNM Apply Online 2023, Application Form Link | WB ANM GNM অনলাইনে আবেদন করুন 

WB ANM GNM 2023 অনলাইনে আবেদন 17 জানুয়ারী শুরু হয়েছিল। আপনি যদি WB ANM GNM অনলাইন 2023 আবেদন করতে আগ্রহী হন, তাহলে নীচের লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করুন।

WB ANM GNM Apply Online 2023 । অনলাইনে আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির সার্টিফিকেট কোর্স (এ.এন এম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা (জি এন এম) কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে 2 জুলাই (রবিবার)। পরীক্ষাটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। এ এন এম কোর্সের ক্ষেত্রে শুধু মহিলারা আবেদন করবেন।
উভয় কোর্সের ক্ষেত্রে 31-12-2022 তারিখ অনুসারে প্রার্থীকে -স্থায়ী বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গে অন্তত 10 বছর টানা বসবাস করে থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে থাকতে হবে। (নেপালিভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।   

WB ANM GNM Apply Online 2023: Overview | একনজরে

WB ANM GNM অনলাইন আবেদন 2023 সম্পর্কে নিচের টেবিলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখুন।

WB ANM GNM Apply Online 2023

WB ANM GNM 2023 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড

শিক্ষাগত যোগ্যতা: অন্তত 40 শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ । ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে হেলথ কেয়ার সায়েন্স শাখায় পড়ে থাকতে হবে। উভয় কোর্সের ক্ষেত্রেই উচ্চমাধ্যমিকে ইংরেজি পড়ে থাকতে হবে।

বয়স: 31-12-2023 তারিখে 35 বছরের মধ্যে হতে হবে।
স্টাইপেন্ড এ এন এম কোর্সে পাঠরতদের ক্ষেত্রে প্রতি মাসে 500 টাকা।

WB ANM GNM 2023 Exam Pattern |পরীক্ষার ধরণ

মোট 115 নম্বরের পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সব বিষয়ে: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা নেওয়া হবে দুপুর 12 টা থেকে দেড়টা পর্যন্ত।

WB ANM GNM 2023 Apply Online | অনলাইনে আবেদন

অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.wbjeeb.in

প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ 13 ফেব্রুয়ারি।

দরখাস্তের সময় কম্পিউটারে স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথি : প্রার্থীর রঙিন ফটো (জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে, 10 থেকে 200 কেবি সাইজের মধ্যে), সই (4 থেকে 30 কেবি সাইজের মধ্যে), প্রয়োজনীয় নথিপত্র (পি ডি এফ ফর্ম্যাটে, 50 থেকে 300 কেবি সাইজের মধ্যে)।

ফি বাবদ অনলাইন ব্যবস্থায় দিতে হবে 400 টাকা (তফসিলি, ও বি সি এবং অনাথ প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা)। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে সাবমিটের পর কনফার্মেশন পেজের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

WB ANM GNM 2023 সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

WB ANM GNM Apply Online 2023: FAQs

WB ANM & GNM 2023 আবেদনপত্রটি 17 ই জানুয়ারী 2023-এ প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে পরিচালিত হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 13 ফেব্রুয়ারী 2023।
WB ANM & GNM 2023 আবেদন ফি WBJEEB দ্বারা ঠিক করা হয়েছে। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য, রেজিস্ট্রেশন ফি হল 400 টাকা। তফসিলি, ও.বি.সি., অনাথ শিশুদের জন্য সহ সমস্ত সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ফী হিসেবে 300 টাকা দিতে হবে৷ প্রার্থীদের ফি অনলাইন মাধ্যমে দিতে হবে৷ অফলাইন মাধ্যমে ফি প্রদানের কোনও সুবিধা নেই।
WB ANM & GNM 2023 আবেদনপত্রটি 17ই জানুয়ারী 2023 তারিখে প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 17 জানুয়ারি 2023 এবং আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি, 2023।
উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গে GNM নার্সিং কোর্সের জন্য আবেদন করুন।
সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য WB ANM এবং GNM যোগ্যতার মানদণ্ড 2023 উপরের নিবন্ধে দেওয়া হয়েছে। WB ANM এবং GNM 2023 পরীক্ষা WBJEEB দ্বারা নির্ধারিত করা হয়েছে। প্রার্থীদের জন্য যোগ্যতার মানদণ্ড হল সর্বনিম্ন বয়স 17 বছর হতে হবে। তাকে অবশ্যি একজন ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের অন্ততঃ ১০ বছর পর্যন্ত স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হবে।

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *