AAI Recruitment 2023 Notification, Apply Online | AAI নিয়োগ 2023 বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন
AAI Recruitment 2023 | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2023
AAI Recruitment 2023 : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ‘জুনিয়র এক্সেকিউটিভ’ পদে 596 জনকে নিয়োগ করবে। নিয়োগ করা হবে ‘জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স), জুনিয়র এক্সেকিউটিভে ইঞ্জিনিয়ারিং (সিভিল), জুনিয়র এক্সেকিউটিভে ইঞ্জিনারিং (ইলেক্ট্রিক্যাল) ও জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) শাখায়।
প্রার্থীকে অবশ্যই 2020 বা 2021 বা 2022-এর গেট’ (আর্কিটেকচার শাখার ক্ষেত্রে শুধু 2022-এর গেট) পরীক্ষায় উত্তীর্ন হয়ে থাকতে হবে।
বিজ্ঞপ্তি নং: 07/2022
AAI Recruitment 2023 Vacancy| শূন্যপদের বিবরণ
জুনিয়র এক্সিকিউটিভ:
পোস্ট কোড 01 : সিভিল: 62 টি (সাধারণ 32, তফসিলি জাতি 9, তফসিলি উপজাতি 4, ও বি সি 11, আর্থিক ভাবে অনগ্রসর 6)। এর মধ্যে 7 টি শূন্যপদ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি ই অথবা বি টেক। সেই সঙ্গে গেট পরীক্ষায় ‘সি ই ‘ পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
পোস্ট কোড ০2: ইলেক্ট্রিক্যাল: 84 টি (সাধারণ 47, তফসিলি জাতি 6, তফসিলি উপজাতি 4, ও বি সি 19, আর্থিক ভাবে অনগ্রসর 8)। এর মধ্যে 1 টি শূন্যপদ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই. অথবা বি.টেক.। সেই সঙ্গে গেট পরীক্ষায় ‘ই ই’ পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
পোস্ট কোড ০3: ইলেক্ট্রনিক্স: 440 শূন্যপদ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রনিক্সে স্পেশ্যালাইজেশন-সহ)-এ বি. ই. অথবা বি.টেক ।এর পাশাপাশি গেট পরীক্ষায় ‘ই সি’ পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
পোস্ট কোড ০4: আর্কিটেকচার: 10 টি (সাধারণ 6, তফসিলি জাতি 1, ও বি সি 2, আর্থিক ভাবে অনগ্রসর 1)।
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচারে স্নাতক। সেই সঙ্গে গেট-2022 পরীক্ষায় ‘এ আর’ পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। কাউন্সিল অব আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে।
সব ক্ষেত্রেই স্নাতক স্তরে অন্তত 60 শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। শুধু
ইলেক্ট্রনিক্স শাখার ক্ষেত্রে প্রথমে 6 মাসের ট্রেনিং।
AAI Recruitment 2023 Age| বয়স
বয়স: 21-01-2023 তারিখে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ও বি সিরা 3 এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
AAI Recruitment 2023 | বেতনক্রম
বেতনক্রম: 40,000-1,40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
AAI Recruitment 2023 Apply Online| অনলাইন আবেদন
অনলাইন আবেদন: অনলাইন দরখাস্তকরতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.aai.aero দরখাস্ত করা যাবে 22 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো (20-50 কেবি সাইজের মধ্যে) এবং কালো কালিতে করা সই (10-20 কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না।
আবেদন ফি : ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না। ফি দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। যারা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছেন , তাঁদেরও ফী দিতে হবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
অনলাইনে দরখাস্ত যথাযথ ভাবে সাবমিট করুন। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। এটি পরে কাজে আসবে।
আরও বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখুন।
অফিসিয়াল ওয়েব সাইট: www.airportsindia.org.in