SSC GD Constable 2022Notification Recruitment Apply Online | এসএসসি জিডি কনস্টেবল 2022 বিজ্ঞপ্তি নিয়োগ আবেদন অনলাইনে
SC GD Constable 2022: কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক-এর অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ , সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স-এ ‘কনস্টেবল (জেনারেল ডিউটি)’ পদে, অসম রাইফেলস -এ ‘রাইফেলম্যান (জেনারেল ডিউটি)’ আর নার্কোটিক্স ব্যুরো তে ‘সেপাই’ পদে 24,369 ছেলে-মেয়ে নেওয়ার যে দরখাস্ত নেওয়া হয়েছিল, তাতে শূন্যপদের সংখ্যা বেড়ে হয়েছে 45,284 টি।
স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি কনস্টেবল 45,248 টি পদের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে, প্রার্থীরা 30 নভেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে – ssc.nic.in-এ আবেদন করতে পারেন।
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই 8 টি বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে। প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। সফল হলে শারীরিক মাপজোখ,শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে।
SSC GD Constable 2022 Notification | বিজ্ঞপ্তি
এসএসসি জিডি কনস্টেবল 2022 বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করার সরাসরি লিঙ্কটি নীচে দেওয়া হয়েছে।
ডাউনলোড করতে ক্লিক করুন: SSC GD Constable 2022 Notification
SSC GD Constable 2022 Important Dates | গুরুত্বপূর্ণ তারিখ
এসএসসি জিডি কনস্টেবল 2022 অনলাইন রেজিস্ট্রেশন 27 অক্টোবর 2022 থেকে শুরু হয়েছে এবং চলবে নভেম্বর মাসের 30, 2022 পর্যন্ত ।
নীচের টেবিল থেকে এসএসসি জিডি 2022 গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখুন:
এসএসসি জিডি 2022 গুরুত্বপূর্ণ তারিখ | |
এসএসসি জিডি 2022 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 27 অক্টোবর 2022 |
এসএসসি জিডি 2022 অনলাইন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে | 27 অক্টোবর 2022 |
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | 30 নভেম্বর 2022 |
অফলাইন চালান তৈরি করার শেষ তারিখ | 30 নভেম্বর 2022 |
চালানের মাধ্যমে অর্থ প্রদানের শেষ তারিখ | 01 ডিসেম্বর 2022 |
চালানের মাধ্যমে অর্থ প্রদানের শেষ তারিখ (ব্যাঙ্কের কাজের সময়) | 01 ডিসেম্বর 2022 |
এসএসসি জিডি 2022 অ্যাডমিট কার্ড | জানুয়ারী 2023 |
এসএসসি জিডি 2022 পরীক্ষার তারিখ | জানুয়ারী 2023 |
এসএসসি জিডি 2022 ফলাফল ঘোষণা | মার্চ 2023 |
SSC GD Constable 2022 Eligibility Criteria | যোগ্যতার মানদণ্ড
SSC GD Constable 2022 Educational Qualification | শিক্ষাগত যোগ্যতা
যোগ্যতা : অন্তত মাধ্যমিক পাস্ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
SSC GD Constable 2022 Age Limit | বয়সসীমা
বয়স: বয়স হতে হবে 01-01-2023′-র হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 02-01-2000 থেকে 01-01-2005 এর মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলিরা 5 বছর আর প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
SSC GD Constable 2022 Physical Efficiency | শারীরিক দক্ষতা
শারীরিক মাপজোখ : শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় অন্তত 170 সেমি.
তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি।
আর বুকের ছাতি না-ফুলিয়ে 80 সেমি. ও ফুলিয়ে 85 সেমি.(পার্বত্য এলাকার হলে যথাক্রমে 78 ও 83 সেমি.)।
মহিলাদের বেলার লম্বায় অন্তত 157 সেমি।
তপসীলি উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রাথী হলে 155 সেমি।
দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখে 6/9। কাছের বেলা ভালো চোখে N6 ও খারাপ চোখে N9.
ওজন: ওজন হতে হবে উচ্চতা ও বয়য়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, ট্যারা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা, আঙুলগুলি নাড়াচাড়া করায় অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কনট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে অবেদনের যোগ্য নন ।
SSC GD Constable 2022 Vacancy | শূন্যপদ
বর্ডার সিকিউরিটি ফোর্স: 20,765 টি ।
ছেলেদের জন্য: 17,650 টি (জেনা: 7,387, ই. ডব্লু.এস.: 1,758, ও.বি.সি.: 3,917, ত. উপ. জা.: 2,776, ত. জা.: 1,812)।
মেয়েদের জন্য: 3,115 টি (জেনা: 1,305, ই.ডব্লু.এস.: 313, ও.বি.সি.: 688, ত. উ. জা.: 323, ত. জা.: 486)।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স: 5,914 টি।
ছেলেদের জন্য: 5,323 টি (জেনা: 2,264, ই. ডব্লু.এস.:538, ও.বি.সি.: 1,200, ত. উপ. জা.: 510, ত. জা.: 811)।
মেয়েদের জন্য : 591 টি (জেনা: 266, ই. ডব্লু.এস.: 60, ও.বি.সি.: 127, ত. উপ. জা.: 49, ত. জা.: 89)
সি আর পি এফ : 11,169 টি।
ছেলেদের জন্য : 10,589 টি (জেনা: 4,644, ই. ডব্লু.এস.: 1,095, ও.বি.সি.: 2,472, ত. উপ. জা.: 678, ত. জা.: 1,700 )।
মেয়েদের জন্য : 580 টি (জেনা: 262, ই. ডব্লু.এস.: 53, ও.বি.সি.: 125, ত. উপ. জা.: 53, ত. জা.: 87)।
এস এস বি: 2,167 টি ।
ছেলেদের জন্য: 1,924 টি। (জেনা: 841, ই. ডব্লু.এস.: 140, ও.বি.সি.: 449, ত. উপ. জা.: 154, ত. জা.: 340)।
মেয়েদের জন্য: 243 টি। (জেনা: 107, ও.বি.সি.: 69, ত. উ. জা.: 6, ত. জা.: 61)।
আই. টি. বি. পি.: 1,787 টি।
ছেলেদের জন্য : 1,519 টি (জেনা: 722, ই. ডব্লু.এস.: 112, ও.বি.সি.: 305, ত. উপ. জা.: 176, ত. জা.: 204)।
মেয়েদের জন্য : 268 টি। (জেনা: 158, ই. ডব্লু.এস.: 7, ও.বি.সি.: 49, ত. উপ. জা.: 23, ত. জা.: 31)।
অসম রাইফেলস : 3,153 টি।
ছেলেদের জন্য : 3,153 টি (জেনা: 1,331, ই. ডব্লু.এস.: 316, ও.বি.সি.: 570, ত. উপ. জা.: 581, ত. জা.: 355)।
এস. এস. এফ. : 154 টি।
ছেলেদের জন্য : 116 টি (জেনা: 59, ই. ডব্লু.এস.: 9, ও.বি.সি.: 14, ত. উপ. জা.: 581, ত. জা.: 355)।
মেয়েদের জন্য : 38 টি (জেনা: 19, ই. ডব্লু.এস.: 2, ও.বি.সি.: 5, ত. জা.: 11)।
এন. সি. বি.: 175 টি।
(জেনা: 73, ই. ডব্লু.এস.: 23, ও.বি.সি.: 40, ত. উপ. জা.: 12, ত. জা.: 27)।
SSC GD Constable 2022 Apply Online | আবেদন অনলাইনে
এসএসসি জিডি কনস্টেবল দরখাস্ত করতে পারবেন অনলাইন-এ।
সময়-সীমা: 30 নভেম্বর , 2022 পর্যন্ত।
সঙ্গে কি কি রাখবেন:
(1) একটি বৈধ E-Mail Id থাকতে হবে (2) পাসপোর্ট মাপের রঙিন ছবি (4 থেকে 20 কে বি-র মধ্যে) ও সিগনেচার (1 থেকে 12 কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন।
ফর্ম কি ভাবে ফিল-আপ করবেন:
প্রথমে ওয়েবসাইট-এ গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউ.পি.আই., ভীম অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইন-এ ফী জমা করতে হবে ডিসেম্বর মাসের 1 তারিখের’ মধ্যে কিন্তু চালান তৈরী হবে 30 নভেম্বর -এর মধ্যে।
তপসীলি জাতি, তপসীলি উপজাতি , মহিলা ও প্রাক্তন সমর কর্মীদের কোনও ফী জমা করতে হবে না।
ফর্ম করতে কোনও অসুবিধার মুখো-মুখী হলে ফোন করতে পারবেন এই নং গুলিতে : 09477461228 অথবা 033-22902230
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন : www.ssconline.nic.in
এভাবে ফর্ম ফিল -আপ করুন: www.ssc.nic.in>Apply>GD-Constable
SSC GD Constable 2022 Salary | বেতন
মাইনে: মূল্য মাইনে : সেপাই পদে : ১৮,০০০-৫৬,৯০০ টাকা এবং অন্যান্য পদে : ২১,৭০০-৬৯,১০০ টাকা ।
SSC GD Constable 2022 Selection Process | নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী বাচ্ছাই হবে স্টাফ সিলেকশন কমিশন -এর ‘Constable (GD) in Central Armed Police Forces (CAPF’s), SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in Narcotics control Bureau Examination 2022 পরীক্ষার মাধ্যমে।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম ‘কম্পিউটার বেসড পরীক্ষা (সি.বি.ই.)’ হবে আগামী বছর জানুয়ারী মাসে।
পরীক্ষা হবে ১৬০ নম্বরের। প্রশ্ন থাকবে ৮০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের (MCQ)।
প্রশ্ন হবে এই সব বিষয়ে :
(১) পার্ট-এ : জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং-20 টি প্রশ্ন 40 নম্বরের।
(২) পার্ট-বি : জেনারেল নলেজ এন্ড জেনারেল আওয়ার্নেস -20 টি প্রশ্ন 40 নম্বরের।
(৩) পার্ট-সি: এলিমেন্টারি ম্যাথমেটিক্স -20 টি প্রশ্ন 40 নম্বরের।
(৪) পার্ট-ডি : ইংরেজি বা হিন্দি -20 টি প্রশ্ন 40 নম্বরের।
সময়: সময় থাকবে 40 মিনিট।
পরীক্ষার মাধ্যম: প্রশ্ন হবে ইংরেজী অথবা হিন্দি মাধ্যমে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে ‘কম্পিউটার বেসড পরীক্ষা’ (CBE) হবে 10 জানুয়ারি, 2023 থেকে 14 ফেব্রুয়ারী, 2023 পর্যন্ত
পরীক্ষা হবে এই সব কেন্দ্রে:
SSC GD Constable Syllabus and Exam Pattern
Physical Fitness Test | শারীরিক মাপজোখ পরীক্ষা
কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে ‘শারীরিক মাপজোখের পরীক্ষা (PST) ও শারীরিক সক্ষমতার পরীক্ষার (PET )’-এর জন্য ডাকা হবে। সেই সময় সমস্ত সার্টিফিকেট পরীক্ষা করা হবে।
শারীরিক মাপজোখের পরীক্ষা: শারীরিক মাপজোখের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় 5 কিমি দৌড়। সময় 24 মিনিট। আর মেয়েদের 1.6 কিমি দৌড়. থাকবে 8.30 মিনিট সময়।
চূড়ান্ত মেধা তালিকা: সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নং দেখা হবে। শারীরিক মাপজোখ বা শারীরিক সক্ষমতায় পাওয়া নং দেখা হবে না।
প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে।
সাধারণ প্রার্থীরা 30% আর ও. বি. সি. / ই ডব্লু এস প্রার্থীরা 25% আর অন্যান্য ক্যাটাগরির বেলায় 20% নম্বর পেলে সফল হবে। এন সি সি-র ‘সি’ সার্টিফিকেট পাসরা 2% নম্বর পাবে।
পরীক্ষা সংক্রান্ত’বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন: www.ssc.nic.in
SSC GD Constable 2022 Admit Card | অ্যাডমিট কার্ড
ই -এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাকে পাঠানো হবে না।
ক্লিক করুন এই ওয়েব সাইট -এ: www.crpf.nic.in
এসএসসি জিডিকনস্টেবল 2022: কিছু প্রশ্ন ও উত্তর
SSC GD Constable 2022 : FAQs