
WB SET Notification 2023 Out, Exam Date, Application Form| WB SET বিজ্ঞপ্তি 2023 বেরিয়েছে, পরীক্ষার তারিখ, আবেদনপত্র
WB SET Notification 2023: WB SET বিজ্ঞপ্তি 2023 www.wbcsconline.in এ প্রকাশিত হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা WB SET বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করতে পারেন।
এই নিবন্ধটিতে WB SET আবেদনপত্র, পরীক্ষার তারিখ, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, বেতন সহ পশ্চিমবঙ্গ রাজ্য যোগ্যতা পরীক্ষার (WB SET) অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলির ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ ও লাইব্রেরিয়ান’ পদে চাকরির জন্য ‘25 তম সেট (State Level Eligibility Test) বা, SET’ পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন 01 আগস্ট 2023 এ শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31শে আগস্ট 2023 ( মধ্যরাত্রি 12 পর্যন্ত )।
WB SET 2023 Exam Notification PDF | বিজ্ঞপ্তি
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC) তার অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ এবং পরীক্ষার তারিখ সহ WB SET বিজ্ঞপ্তি 2023 আপলোড করেছে। WBCSC তার অফিসিয়াল ওয়েবসাইটে WB SET 2023 বিজ্ঞপ্তি PDF প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা WB SET বিজ্ঞপ্তি 2023 সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য পরীক্ষা করতে পারেন।
WB SET Notification 2023 PDF
WB SET Notification 2023- Overview | এক নজরে
যে সব প্রার্থীরা WBSET পরীক্ষা 2023-এর জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের সুবিধার জন্য পরীক্ষার হাইলাইটগুলি জানতে হবে। WBSET বিজ্ঞপ্তি 2023-এর গুরুত্বপূর্ণ হাইলাইটগুলি নীচে আলোচনা করা হয়েছে।
Conducting Body West Bengal College Service Commission (WBCSC)
Exam Name West Bengal SET (WB SET)
Category Govt Jobs
Registration Dates 01st to 31st August 2023
Mode of Application Online
Mode of Exam Offline
Exam Duration Paper I - 1 hour
Paper II - 2 hours
Official Website www.wbcsconline.in
WB SET Notification 2023- Important Dates| গুরুত্বপূর্ণ তারিখ
পশ্চিমবঙ্গ কলেজ পরিষেবা কমিশন (WBCSC) এর পশ্চিমবঙ্গ রাজ্য যোগ্যতা পরীক্ষার (WB SET) জন্য WB SET বিজ্ঞপ্তি 2023 অনুযায়ী সম্পূর্ণ সময়সূচী নীচে সারণী করা হয়েছে।
Events Dates
WB SET Online Application Starts 01st August 2023 (12:00 noon)
Last Date to Submit Online form 31st August 2023 (12:00 midnight)
Last date to submit the fees 31st August 2023
Editing of submitted data, if any 9th to 11th September 2023
WB SET Admit Card 2023 To be notified
WB SET Exam Date 2023 17th December 2023
WB SET 2023 Apply Online | অনলাইনে আবেদন
দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ আগস্ট পর্যন্ত।
এই ওয়েবসাইটে : www.wbcsconline.in
How to apply | কিভাবে আবেদন করতে হবে
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে প্রথমে পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। ফটো স্ক্যান করবেন ৪ থেকে ৪০ কে.বি. র মধ্যে আর ফটোর মাপ হতে হবে ৩.৫×৪.৫ সেমির মধ্যে। সিগনেচার স্ক্যান করবেন ৪ থেকে ৩০ কে.বি.’র মধ্যে আর মাপ হতে হবে ৩.৫×১.৫ সেমির মধ্যে।
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে Advertisement-এ গিয়ে ক্লিক করলে How to Apply পাবেন। তারপর Click here to apply online-এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড নং ই-মেলে পাঠানো হবে।
এবার পরীক্ষা ফী বাবদ ১,২০০ (ও.বি.সি., ই.ডব্লু.এস. হলে ৬০০, তপশিলী, প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হলে ৩০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা, ই-চালানে জমা দেবেন।
Category Application Fee
General Rs. 1200/-
OBC(non-creamy)/EWS Rs. 600/-
SC/ST/PWD/Transgender Rs. 300/-
তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
কলেজ সার্ভিস কমিশনের ঠিকানা : The West Bengal College Service Commission, ASANNA Building, Plot No. DG – 10/1, Premises No. 13-0327, Action Area- 1D, Rajarhat, New Town, Kolkata 156.
ফর্ম এডিট করতে পারবেন ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।