Post Office Recruitment 2023

post office gds recruitment 2023

India Post GDS Recruitment 2023 Apply Online for 30041 Vacancies | পোস্ট অফিস নিয়োগ 2023 30041টি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুন

Post Office Recruitment 2023 : ইন্ডিয়া পোস্ট 30041 পদের জন্য পোস্ট অফিস নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় পোস্ট অফিস শূন্যপদ 2023-এর জন্য অনলাইন আবেদন পোর্টাল 23শে আগস্ট 2023 পর্যন্ত সক্রিয় থাকবে।

ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল-সহ ভারতের বিভিন্ন সার্কেলে ‘গ্রামীণ ডাক সেবক পদে ৩০,০৪১ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্যপদ আছে ২,১২৭টি।

ডাক সেবকদের নিচের ৩টি ক্যাটেগরিতে কাজ করতে হবে : ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক।

ডাক সেবক : ডাক সেবকরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাকটিকিট, খাম ইত্যাদি বিক্রি করা। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের টাকা জমা নেওয়া ও দেওয়া। পোস্টমাস্টারের নির্দেশে অন্যান্য কাজ করতে হবে। রেলওয়ে মেল সার্ভিসের সর্টিং অফিসে কাজ করতে হবে। মেল ব্যাগের আদানপ্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে।

ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বি.পি.এম.) : পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা, পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। রেকর্ড দেখা, চিঠি পৌঁছে
দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। সেইসঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাহ্ম পোস্ট মাস্টার ও ডাক সেবকদের কাজের তদারকি করা ইত্যাদি।

অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এ.সি.পি.এম.) : পোস্টাল পরিষেবা যেমন, ডাকটিকিট, গাম ইত্যাদি বিজ্ঞি করা। বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের টাকা জমা নেওয়া ও দেওয়া। পোস্ট অফিসের অধীন গ্রাম বা, পঞ্চায়েত এলাকার, ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা।

প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই স্ল্যাবে : ব্রাহ্ম পোস্ট মাস্টার পদের বেলায় ১২,০০০-২১,৩৮০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার / ডাক সেবক পদের বেলায় ১০,০০০-২৪,৪৭০ টাকা।

Post Office Recruitment 2023 Eligibility | যোগ্যতা 

অঙ্ক ও ইংরিজি বিষয়ে পাশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২৩-৮-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান, সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যাঁরা মোটর সাইকেল বা, স্কুটি চালাতে পারেন, তাঁরাও যোগ্য।

Post Office Recruitment 2023 Vacancy | শূন্যপদ

পশ্চিমবঙ্গে বাংলাভাষী প্রার্থীদের জন্য ২,০১৪টি (জেনাঃ ৮৫০, ই.ড.এস. ১৩১, ও.বি.সি. ৪৩০, তঃজাঃ ৪৪০, তঃ উঃজাঃ ১০৭, পি.ডব্লু.ডি.-এ ১৬, পি.ডব্লু.ডি.-বি ১৯, পি.ড.ডি.-সি ১৩, পি.ডব্লু.ডি.-ডি.ই. ৮)। পশ্চিমবঙ্গে হিন্দি / ইংরিজিভাষী প্রার্থীদের জন্য ৪২টি (জেনাঃ ২৮, ই.ডব্লু.এস. ৪, ও.বি.সি. ৮. পি.ডব্লু.ডি.-এ ২)। পশ্চিমবঙ্গে নেপালীভাষী প্রার্থীদের জন্য ১৭টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ৪, তজাঃ ৪, তঃউঃজাঃ ১)। পশ্চিমবঙ্গে হিন্দি / ইংরিজিভাষী প্রার্থীদের জন্য ৫৪টি (জেনাঃ ৩১, ই.ডব্লু.এস. ৫, ও.বি.সি. ১৩, তঃউঃ জাঃ ৫)। অসমে বাংলাভাষী প্রার্থীদের জন্য ১৬৩টি (জেনাঃ ৮৩, ই.ড.এস. ৬, ও.বি.সি. ৪১, তঃজাঃ ১২, তঃ উঃ জাঃ ১৩)। ঝাড়খণ্ডে হিন্দিভাষী প্রার্থীদের জন্য ৫৩০টি (জেনাঃ ২৬০, ই.ডব্লু.এস. ৩৭, ও.বি.সি. ৫১, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ১২৫)। উত্তর-পূর্বাঞ্চলে বাংলাভাষী প্রার্থীদের জন্য ১১৫টি (জেনাঃ ৪৭, ই.ডব্লু.এস. ১১, ও.বি.সি. ৫, তঃজাঃ ২৬, তঃউঃজাঃ ২৪)।

কোন ডিভিশনের অধীন কোন পোস্ট অফিসে ক’টি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এজন্য দরখাস্ত খুটিয়ে দেখা হবে।

Post Office Recruitment Selection Process | নিয়োগ বাছাই প্রক্রিয়া 

মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েকগুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর আবার শর্ট লিস্ট করা হবে। ফল বেরোবে ডিসেম্বরে।
মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলী জাতি, তপশিলী উপজাতি, ও.বি.সি. আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম-তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় ৫টি পোস্ট অফিসের নাম
প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা এস.এম.এস. করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে।

এই পদের বিজ্ঞপ্তি নং : 17-67 / 2023-GDS, Dated : 31-07-2023

Post Office Recruitment 2023 Apply Online | অনলাইন আবেদন 

দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : www.indiapostgdsonline.gov.in

এজন্য বৈধ মোবাইল নম্বর, বৈধ ই-মেল আই.ডি. আর আধার কার্ডের নম্বর থাকতে হবে।

অনলাইনে দরখাস্ত করার আগে পাশপোর্ট মাপের রঙিন ফটো (২০০×২৩০ পিক্সেলে, ৫০ কে.বি.’র মধ্যে) ও সিগনেচার (২০০x২৩০ পিক্সেলে, ৫০ কে.বি.র মধ্যে) আর অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন।

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাবেন।

এরপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট নিয়ে নেবেন।

এরপর ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেইনাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

একজন প্রার্থী একটিই দরখাস্ত করবেন। কোন পোস্ট অফিসে ক’টি শূন্যপদ আছে, তার তালিকা সংশ্লিষ্ট পোস্টের ডিভিশন অফিসে কিংবা ওপরের ওই ওয়েবসাইটে পাবেন।

ফর্ম এডিট বা, করতে পারবেন ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত।

Post Office Recruitment 2023- FAQs | প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Post Office Recruitment 2023- FAQs

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (জিডিএস), শাখা পোস্টমাস্টার (বিপিএম), এবং সহকারী শাখা পোস্টমাস্টার (এবিপিএম) এর জন্য 30041 শূন্যপদ ঘোষণা করেছে।
পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2023-এর জন্য আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই 10 তম পাস হতে হবে।
ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2023 অনলাইনে আবেদনের তারিখ 03 থেকে 23 আগস্ট 2023।
মেধার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস বেতন হল ABPM এবং ডাক সেবক পদের জন্য 10,000/- -24,470 টাকা।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্টের অধীনে নির্ধারিত বয়স সীমা হল 18 থেকে 32 বছর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *